ETV Bharat / state

"আমি মরে গেলে বাচ্চাদুটোকে কে দেখবে ?" আশঙ্কায় ভুগছেন অসুস্থ ভোটকর্মী

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার) তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থকর্মী না থাকায় বিপাকে পড়লেন ভোট কর্মীরা।

অসুস্থ ভোটকর্মী
author img

By

Published : Apr 17, 2019, 7:55 PM IST

Updated : Apr 17, 2019, 9:26 PM IST

জলপাইগুড়ি, 17 এপ্রিল : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী না থাকায় বিপাকে পড়লেন ভোটকর্মীরা। মেডিকেল ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ে থাকলেও স্বাস্থ্য পরিষেবা পেলেন না তাঁরা।

DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে চূড়ান্ত অব্যবস্থার জেরে সকাল সাড়ে আটটা থেকে অসুস্থ হয়ে পড়ে থাকলেন ভোট কর্মীরা। কোনও নার্সিং স্টাফ ও অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলল না। শেষমেশ প্রিজ়াইডিং অফিসারদের জন্য বরাদ্দ চিকিৎসক এসে রোগী দেখে তাঁদের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।

অন্যদিকে সংবাদমাধ্যমের কর্মীরা অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালকে বিষয়টি জানান। তিনি ফোন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথমে ফোন ধরেননি। পরে ফোন ধরলে মুখ্য স্বাস্থ্য আধকারিককে ধমক দেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। অবশেষে চিকিৎসক নিয়ে DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার) তে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার।

অসুস্থ এক ভোট কর্মী বলেন, "আমি ভোটকর্মী। কাজে যাব। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হোক। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে। আমি মরে গেলে কে দেখবে।" চিকিৎসক অভিষেক দে বলেন, "আমার কাছে কোনও স্টাফ নেই। আমি একা। কী করব ?"

জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, "আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোনে বলেছি ডাক্তার ও নার্সিং স্টাফ আনতে। আর আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট করার জন্য প্রস্তুত।"

জলপাইগুড়ি, 17 এপ্রিল : জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী না থাকায় বিপাকে পড়লেন ভোটকর্মীরা। মেডিকেল ক্যাম্পে অসুস্থ হয়ে পড়ে থাকলেও স্বাস্থ্য পরিষেবা পেলেন না তাঁরা।

DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার)-তে চূড়ান্ত অব্যবস্থার জেরে সকাল সাড়ে আটটা থেকে অসুস্থ হয়ে পড়ে থাকলেন ভোট কর্মীরা। কোনও নার্সিং স্টাফ ও অ্যাম্বুলেন্স পরিষেবাও মিলল না। শেষমেশ প্রিজ়াইডিং অফিসারদের জন্য বরাদ্দ চিকিৎসক এসে রোগী দেখে তাঁদের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু অ্যাম্বুলেন্স পরিষেবা না থাকায় অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি।

অন্যদিকে সংবাদমাধ্যমের কর্মীরা অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়ালকে বিষয়টি জানান। তিনি ফোন করেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। কিন্তু, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রথমে ফোন ধরেননি। পরে ফোন ধরলে মুখ্য স্বাস্থ্য আধকারিককে ধমক দেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। অবশেষে চিকিৎসক নিয়ে DCRC (ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভ সেন্টার) তে আসেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার।

অসুস্থ এক ভোট কর্মী বলেন, "আমি ভোটকর্মী। কাজে যাব। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হোক। আমার বাড়িতে দুটো বাচ্চা আছে। আমি মরে গেলে কে দেখবে।" চিকিৎসক অভিষেক দে বলেন, "আমার কাছে কোনও স্টাফ নেই। আমি একা। কী করব ?"

জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, "আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ফোনে বলেছি ডাক্তার ও নার্সিং স্টাফ আনতে। আর আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট করার জন্য প্রস্তুত।"

Intro:জলপাইগুড়িঃঃ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের DCRC তে সকাল থেকে ডাক্তার ও স্বাস্থকর্মিরা না থাকার দরুন বিপাকে পরেন ভোট কর্মিরা।চুড়ান্ত অবব্যস্থা DCRC তে। সকাল সাড়ে আটটা থেকে অসুস্থ হয়ে মেডিকেল ক্যাম্পে পরে থাকলেও স্বাস্থ পরিষেবা পেলেন না ভোট কর্মিরা। সাড়ে দশটার সময় একজন ডাক্তার এসে ভোট কর্মিদের মেডিকেল ক্যাম্পে এলেও ছিলেন না কোন নার্সিং স্টাফ বা অন্য কোন ডাক্তার, ছিল না কোন অ্যাম্বুলেন্সও ।যদিও সাড়ে আটটা থেকে ডাক্তার ও নার্সিং স্টাফ থাকার কথা থাকলেও কেউ আসেন নি।প্রিসাইডিং অফিসারদের জন্য বরাদ্দ ডাক্তারই এসে রোগী দেখলেন। ডাক্তার ভোটকর্মিকে দেখে সাথে সাথেই সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করলেও অ্যাম্বুলেন্স বা তাকে নিয়ে যাবার জন্য কেউ না থাকার কারনে তাকে নিয়ে যাওয়া যায়নি।এরপর সংবাদ মাধ্যমের কর্মিরা জেলাশাসককে বিষয়টি জানালে তিনি মুখ্য স্বাস্থ আধিকারিককে ফোন করে ডাক্তার ও নার্সিং স্টাফ ও অ্যাম্বুলেন্স আনার কথা বলেন।  অতিরিক্ত জেলাশাসক সুনীল আগরওয়াল মুখ্য স্বাস্থ আধিকারিককে ফওন করলেও তিনি ফোন ধরেননি এরপর   সংবাদ মাধ্যমের কাছ্র খবর পেয়ে মুখ্য স্বাস্থ আধকারিককে ধমক দেন জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া ।ডাক্তার নিয়ে DCRC তে এলেন মুখ্য স্বাস্থ আধিকারিক ডাঃ জগন্নাথ সরকার।


অসুস্থ ভোট কর্মি জানান। আমি ভোট কর্মি আমি কাজে যাব।কিন্তু আমাকে হাসপাতালে নয়ে গিয়ে চিকিৎসা করানো হোক।আমার বাড়িতে দুটো বাচ্চা আছে মাই মরে গেলে কে দেখবে। 

এদিকে ডাক্তার বলেন আমার কাছে কোন স্টাফ নেই ।আমি কি করব।
জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন আমি মুখ্য স্বাস্থ আধিকারিককে ফোনে বলেছি ডাক্তার ও নার্সিং স্টাফ আনতে । আর আমরা প্রস্তুব শান্তি পুর্ন ভাবে ভোট করার জন্য।




Body:WB_JAL_17APR_DCRC_DOCTOR_PROBLEM_ABHIJIT_7203427_SD


Conclusion:WB_JAL_17APR_DCRC_DOCTOR_PROBLEM_ABHIJIT_7203427_SD
Last Updated : Apr 17, 2019, 9:26 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.