ETV Bharat / state

Elephant Rescued in Naxalbari: নকশালবাড়িতে নদীর কাছে অসুস্থ হস্তিশাবক, চিকিৎসা চলছে কলাবাড়ি বিটে - Elephant News

মেচী নদীর কাছে হস্তিশাবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ তারাই বন দফতরকে খবর দেন ৷ বন কর্মীরা এসে 15 দিন বয়সি হাতি শিশুটিকে কলাবাড়ি বিটে নিয়ে গিয়েছে ৷ তার চিকিৎসা চলছে ৷ মনে করা হচ্ছে, হাতিটিকে মা ফেলে রেখে গিয়েছে ৷

Elephant rescue
নকশালবাড়িতে অসুস্থ হাতি
author img

By

Published : May 5, 2023, 1:40 PM IST

অসুস্থ হাতির শাবকের দেহ তুলে নিয়ে যাচ্ছে বন দফতরের কর্মীরা

দার্জিলিং, 5 মে: নদী সংলগ্ন এলাকায় মিলল হাস্তিশাবক ৷ তার শারীরিক অবস্থা বেশ খারাপ। মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি ব্লকের কলাবাড়ি মেচী নদী সংলগ্ন বামনডাঙ্গি এলাকায় ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নদী সংলগ্ন এলাকায় শাবকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ এরপর তারাই খবর বন দফতরকে । পরে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পানিঘাটা রেঞ্জের বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ স্থানীয়দের সাহায্যে তারা অসুস্থ হস্তিশাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ প্রসঙ্গত শাবকটির বয়স মাত্র 15 দিন ৷ মনে করা হচ্ছে, অসুস্থ দুধের শিশু হাতিটিকে মা হাতি ছেড়ে চলে গিয়েছে ৷

হস্তিশাবকের চিকিৎসার জন্য শুক্রবার বেঙ্গল সাফারি পার্ক থেকে পশু চিকিৎসককে ডেকে পাঠানো হয় ৷ শাবকটির শুশ্রূষা শুরু হয়েছে ৷ তবে শাবকটিকে দলে ফেরানোই বন দফতরের লক্ষ্য । কার্শিয়াংয়ের ডিএফও হরেকৃষ্ণ পিজে বলেন, "আমরা অপেক্ষা করছি শাবকটিকে যাতে মা হাতি ফিরিয়ে নেয় ৷" তিনি জানান, কলাবাড়ি জঙ্গলে প্রায় 30টিরও বেশি হাতি আছে ৷ শাবক সুস্থ হলে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে ৷ সোমবার পর্যন্ত বন দফতর অপেক্ষা করবে বলে জানিয়েছে । দলে ফেরত না-নিলে শাবকটিকে কুনকি হাতির কাছে নিয়ে যাওয়া হবে ৷

হাতি এমনিতে সন্তানবৎসল প্রাণী ৷ এর আগে তার নজির দেখেছে জেলাবাসী ৷ সম্প্রতি রেডব্যাংক চা বাগানে একটি বুনো হাতির শাবকের মৃত্যু হয় ৷ সেই সময় মা হাতিটি না খেয়ে-দেয়ে টানা তিনদিন সেই শাবকের দেহ আগলে রেখেছিল ৷ কিন্তু এবার একদম উলটো ঘটনা দেখা গেল ৷ কলাবাড়ি বিটে শাবকটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে বন দফতরের আধিকারিকরা ৷ সকাল থেকে হস্তি শাবকটিকে স্যালাইন দেওয়া হয়েছে । বেশ কিছু ওষুধও দিয়েছেন পশু চিকিৎসকরা । অন্যদিকে, শাবকটিকে নিয়ে উদ্বেগেও রয়েছেন আধিকারিকরা ৷ কারণ একবার কোনও শাবক মানুষের সংস্পর্শে এলে, তাকে দলে আর ফেরত নিতে চায় না হাতিরা ৷ তাই এই শাবকটিকে জঙ্গলে নিয়ে গেলেও তাকে হাতির দল ফেরত নেবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের নাগদি জঙ্গলে বন্য হাতির দেহ উদ্ধার

অসুস্থ হাতির শাবকের দেহ তুলে নিয়ে যাচ্ছে বন দফতরের কর্মীরা

দার্জিলিং, 5 মে: নদী সংলগ্ন এলাকায় মিলল হাস্তিশাবক ৷ তার শারীরিক অবস্থা বেশ খারাপ। মৃতপ্রায় অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে নকশালবাড়ি ব্লকের কলাবাড়ি মেচী নদী সংলগ্ন বামনডাঙ্গি এলাকায় ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নদী সংলগ্ন এলাকায় শাবকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ৷ এরপর তারাই খবর বন দফতরকে । পরে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের পানিঘাটা রেঞ্জের বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ স্থানীয়দের সাহায্যে তারা অসুস্থ হস্তিশাবকটিকে উদ্ধার করে নিয়ে যায় ৷ প্রসঙ্গত শাবকটির বয়স মাত্র 15 দিন ৷ মনে করা হচ্ছে, অসুস্থ দুধের শিশু হাতিটিকে মা হাতি ছেড়ে চলে গিয়েছে ৷

হস্তিশাবকের চিকিৎসার জন্য শুক্রবার বেঙ্গল সাফারি পার্ক থেকে পশু চিকিৎসককে ডেকে পাঠানো হয় ৷ শাবকটির শুশ্রূষা শুরু হয়েছে ৷ তবে শাবকটিকে দলে ফেরানোই বন দফতরের লক্ষ্য । কার্শিয়াংয়ের ডিএফও হরেকৃষ্ণ পিজে বলেন, "আমরা অপেক্ষা করছি শাবকটিকে যাতে মা হাতি ফিরিয়ে নেয় ৷" তিনি জানান, কলাবাড়ি জঙ্গলে প্রায় 30টিরও বেশি হাতি আছে ৷ শাবক সুস্থ হলে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে ৷ সোমবার পর্যন্ত বন দফতর অপেক্ষা করবে বলে জানিয়েছে । দলে ফেরত না-নিলে শাবকটিকে কুনকি হাতির কাছে নিয়ে যাওয়া হবে ৷

হাতি এমনিতে সন্তানবৎসল প্রাণী ৷ এর আগে তার নজির দেখেছে জেলাবাসী ৷ সম্প্রতি রেডব্যাংক চা বাগানে একটি বুনো হাতির শাবকের মৃত্যু হয় ৷ সেই সময় মা হাতিটি না খেয়ে-দেয়ে টানা তিনদিন সেই শাবকের দেহ আগলে রেখেছিল ৷ কিন্তু এবার একদম উলটো ঘটনা দেখা গেল ৷ কলাবাড়ি বিটে শাবকটির চিকিৎসা শুরু হয়েছে বলে জানিয়েছে বন দফতরের আধিকারিকরা ৷ সকাল থেকে হস্তি শাবকটিকে স্যালাইন দেওয়া হয়েছে । বেশ কিছু ওষুধও দিয়েছেন পশু চিকিৎসকরা । অন্যদিকে, শাবকটিকে নিয়ে উদ্বেগেও রয়েছেন আধিকারিকরা ৷ কারণ একবার কোনও শাবক মানুষের সংস্পর্শে এলে, তাকে দলে আর ফেরত নিতে চায় না হাতিরা ৷ তাই এই শাবকটিকে জঙ্গলে নিয়ে গেলেও তাকে হাতির দল ফেরত নেবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন: ঝাড়খণ্ডের নাগদি জঙ্গলে বন্য হাতির দেহ উদ্ধার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.