ETV Bharat / state

Bengal BJP Resignation Spree: শিলিগুড়ি বিজেপিতে ইস্তফার হিড়িক, জেলা সম্পাদকের পদ ছাড়লেন বিধায়ক - Bengal BJP Resignation Spree

Bengal BJP Resignation Spree in Siliguri: সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলায় সভাপতি বদল করেছে বিজেপি ৷ তার পর থেকেই সেখানে দলীয় পদ থেকে ইস্তফা দিতে শুরু করেছেন বিজেপি নেতারা ৷ দলের পদ ছেড়েছেন ফাঁসিদেওয়ার বিধায়কও ৷ যদিও নেতৃত্ব এই ধরনের পদত্যাগের খবর অস্বীকার করেছে ৷

Bengal BJP Resignation Spree
Bengal BJP Resignation Spree
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 4:43 PM IST

শিলিগুড়ি, 24 অগস্ট: একের পর এক পদত্যাগ করার হিড়িক বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটিতে । এবার দলীয় পদ থেকে ইস্তফা দিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক বিজেপির দুর্গা মুর্মু । তিনি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদে ছিলেন । ঘটনায় ব্যাপক শোরগোল পরেছে রাজনৈতিক মহলে । চরম অস্বস্তিতে গেরুয়া শিবির ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বদল করা হয় । মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে সভাপতির পদ থেকে সরিয়ে বিজেপির কিষাণ মোর্চার নেতা অরুণ মণ্ডলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এই সিদ্ধান্তের জেরে একে একে ক্ষোভের বহিঃপ্রকাশ হতে শুরু করে দলের অভ্যন্তরে ৷

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

তার জেরে গত 24 ঘণ্টায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তিনজন সহ-সভাপতি, দু’জন প্রাক্তন সহ-সভাপতি, জেলা সম্পাদক দু’জন, মহিলা মোর্চার সভাপতি, যুব মোর্চার 10 জন, 14 জন মণ্ডল সভাপতি ও একজন কার্যকর্তা-সহ সব মিলিয়ে প্রায় 80 জন পদাধিকারী পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

যদিও প্রত্যেকে নিজের পদত্যাগ পত্রে ব্যক্তিগত এবং পারিবারিক-সহ কর্মস্থলে সমস্যাকে কারণ হিসেবে দেখিয়েছেন । পদাধিকারীদের পদত্যাগ পত্র জমা পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন রাজ্যস্তর এবং জেলাস্তরের নেতৃত্বরা । তবে জানা গিয়েছে, বিধায়ক আনন্দময় বর্মনকে ফের জেলা সভাপতি করার দাবি রাখা হয়েছে দলের একাংশের তরফে । পাশাপাশি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে একাংশের । অরুণ মণ্ডলকে সভাপতি হিসেবে যেকারণে পদাধিকারীরা মানতে নারাজ ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে পরাজয়ের পর দলের অভ্যন্তরেই নেতৃত্বদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । দলে বড়সড় রদবদলের ফলে পদ হারানোর আশঙ্কায় অনেকে দলকে চাপে ফেলতে পদত্যাগ করেছে বলেও জানা গিয়েছে ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের, উঠে এল তৃণমূলের দুর্নীতি থেকে 'ইন্ডিয়া' প্রসঙ্গ

যদিও এই বিষয়ে অরুণ মণ্ডল বলেন, "দলে কোনও সমস্যা নেই । সব ঠিক হয়ে যাবে ।" বিজেপির রাজ্য সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমার কাছে পদত্যাগের কোনও খবর নেই ।"

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

শিলিগুড়ি, 24 অগস্ট: একের পর এক পদত্যাগ করার হিড়িক বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটিতে । এবার দলীয় পদ থেকে ইস্তফা দিলেন ফাঁসিদেওয়ার বিধায়ক বিজেপির দুর্গা মুর্মু । তিনি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক পদে ছিলেন । ঘটনায় ব্যাপক শোরগোল পরেছে রাজনৈতিক মহলে । চরম অস্বস্তিতে গেরুয়া শিবির ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বদল করা হয় । মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে সভাপতির পদ থেকে সরিয়ে বিজেপির কিষাণ মোর্চার নেতা অরুণ মণ্ডলকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় । রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের এই সিদ্ধান্তের জেরে একে একে ক্ষোভের বহিঃপ্রকাশ হতে শুরু করে দলের অভ্যন্তরে ৷

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

তার জেরে গত 24 ঘণ্টায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির তিনজন সহ-সভাপতি, দু’জন প্রাক্তন সহ-সভাপতি, জেলা সম্পাদক দু’জন, মহিলা মোর্চার সভাপতি, যুব মোর্চার 10 জন, 14 জন মণ্ডল সভাপতি ও একজন কার্যকর্তা-সহ সব মিলিয়ে প্রায় 80 জন পদাধিকারী পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

যদিও প্রত্যেকে নিজের পদত্যাগ পত্রে ব্যক্তিগত এবং পারিবারিক-সহ কর্মস্থলে সমস্যাকে কারণ হিসেবে দেখিয়েছেন । পদাধিকারীদের পদত্যাগ পত্র জমা পড়তেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন রাজ্যস্তর এবং জেলাস্তরের নেতৃত্বরা । তবে জানা গিয়েছে, বিধায়ক আনন্দময় বর্মনকে ফের জেলা সভাপতি করার দাবি রাখা হয়েছে দলের একাংশের তরফে । পাশাপাশি অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে একাংশের । অরুণ মণ্ডলকে সভাপতি হিসেবে যেকারণে পদাধিকারীরা মানতে নারাজ ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, শিলিগুড়ি মহকুমা পরিষদ ও শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে পরাজয়ের পর দলের অভ্যন্তরেই নেতৃত্বদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । দলে বড়সড় রদবদলের ফলে পদ হারানোর আশঙ্কায় অনেকে দলকে চাপে ফেলতে পদত্যাগ করেছে বলেও জানা গিয়েছে ।

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের, উঠে এল তৃণমূলের দুর্নীতি থেকে 'ইন্ডিয়া' প্রসঙ্গ

যদিও এই বিষয়ে অরুণ মণ্ডল বলেন, "দলে কোনও সমস্যা নেই । সব ঠিক হয়ে যাবে ।" বিজেপির রাজ্য সম্পাদক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "আমার কাছে পদত্যাগের কোনও খবর নেই ।"

Bengal BJP Resignation Spree
শিলিগুড়ি বিজেপির এক নেতার পদত্যাগপত্র
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.