দার্জিলিং, 24 এপ্রিল: আরও কড়া হতে চলেছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা । হাসপাতালের নিয়ম না-মানলে এখন থেকে রোগীর সঙ্গে দেখাও করতে পারবেন না পরিজনরা । রোগীদের নিরাপত্তার স্বার্থে এমনই কড়া পদক্ষেপ করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । পাশাপাশি হাসপাতালের সামগ্রিক নজরদারিও বাড়ানো হচ্ছে।
সম্প্রতি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে চুরি যায় একটি দু'দিনের নবজাতক । আর ওই ঘটনার পরই শোরগোল পরে যায় গোটা রাজ্যে । কাঠগড়ায় তোলা হয় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসনকে । দফায় দফায় রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিক্ষোভও হয় হাসপাতালে। সারারাত আটকে রাখা হয়েছিল সুপারকে । কিন্তু 72 ঘণ্টার মধ্যে ওই নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । এই ঘটনায় গ্রেফতার করা হয় দুই মহিলাকে । কিন্তু ওই ঘটনার যাতে আর না ঘটে সেজন্য তৎপর হল হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতি । রোগীর সঙ্গে পরিজনদের দেখা করার নিয়মেও বদল আনা হল ।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "এত বড় একটা চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীদের ভিড়ের সুযোগ নিয়েছিল অভিযুক্তরা ৷ তবে আগামীতে যাতে ওই ঘটনা না ঘটে তার জন্য বেশ কয়েকটি ব্যবস্থা করা হয়েছে ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে । পুলিশকেও বলা হয়েছে নিরাপত্তা বিষয়ক কোনও প্রস্তাব থাকলে তা দিতে ।" পাশাপাশি ঘটনায় হাসপাতালে বিজেপির বিক্ষোভ নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি । তাঁর কথায়, "পুলিশ খুব ভালো কাজ করেছে । কিন্তু এখন কোনও ইস্যু না পেয়ে যেভাবে এই একটা বিচ্ছিন্ন ঘটনাকে কাজে লাগিয়ে বিজেপি ফায়দা তোলার চেষ্টা করছে সেটা দুর্ভাগ্যজনক।"
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পিডিয়াট্রিক্স, প্রসূতি বিভাগ, নিকু, পিকু, এসএনসিইউ ও মহিলা ওয়ার্ডে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে ৷ বিশেষ করে শিশুদের ওয়ার্ডে থাকবে বাড়তি নজরদারি। প্রতিটি ওয়ার্ডে একজন করে মহিলা ও দু'জন করে পুরুষ নিরাপত্তারক্ষী অতিরিক্ত মোতায়েন করা হবে । এছাড়া প্রসূতি বিভাগে 24 ঘণ্টার মধ্যে আরও 20টি সিসি ক্যামেরা বসানো হবে ৷ ভিজিটিংয়ের সময় রোগীর পরিজনদের জন্য ভিজিটিং কার্ডের পাশাপাশি টোকেন সিস্টেমও চালু করা হবে । একসময় দু'জনের বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না ৷ আর পাঁচ থেকে সাত মিনিটের বেশি কেউ ওর্য়াডে থাকতে পারবেনও না ৷ সমস্ত নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা দেখতে নিরাপত্তারক্ষীও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন: চুরি যাওয়া নবজাতককে মায়ের কোলে ফেরাল পুলিশ, খুশির হাওয়া উত্তরবঙ্গ মেডিক্যালে