ETV Bharat / state

Tiger's Cub Died: বেঙ্গল সাফারি পার্কে দ্বিতীয় ব্যাঘ্র শাবকের মৃত্যু, খাওয়া বন্ধ মা কিকা'র

জুলাই মাসে বেঙ্গল সাফারি পার্কে দু'টি শাবকের জন্ম দেয় একমাত্র সাদা বাঘ কিকা ৷ পরের দিনই প্রথম শাবকের মৃত্যু হয় ৷ দ্বিতীয় শাবকটি সুস্থই ছিল ৷ গত বুধবার তারও মৃত্যু হয়েছে বলে খবর ৷

ETV Bharat
বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘ কিকা
author img

By

Published : Aug 18, 2023, 9:49 AM IST

Updated : Aug 18, 2023, 10:18 AM IST

দার্জিলিং, 18 অগস্ট: মৃত্যু হল ব্র্যাঘ্য শাবকের। সন্তান হারাল বেঙ্গল সাফারি পার্কের একমাত্র সাদাবাঘ কিকা ৷ গত 12 জুলাই দু'টি শাবকের জন্ম দিয়েছিল সাফারি পার্কের সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা ৷ কিন্তু পরের দিনই মৃত্যু হয় একটি শাবকের ৷ এরপর গত বুধবার অর্থাৎ 16 অগস্ট দ্বিতীয় শাবকটিরও মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে ৷ দু'টি শাবকের মৃত্যুতে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর দু-তিন আগে থেকে শাবকটি কিকার দুধ পান করা বন্ধ করে দিয়েছিল ৷ পার্কে দার্জিলিং ও আলিপুরদুয়ার থেকে পশু চিকিৎসক আনা হয়েছিল ৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না শাবকটি ৷ এরপর বুধবার শাবকটির মৃত্যু হয় ৷ এদিকে দু'টি শাবক হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে কিকাও ৷ তারও চিকিৎসা শুরু হয়েছে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে ৷

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে ৷ কেন এরকম হল, তা খতিয়ে দেখা হবে ৷" এদিকে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কর্মী ছাঁটাই, কর্মী নিয়োগে পক্ষপাতিত্ব, পার্কে কাজের নামে টেন্ডারে নয়ছয় করা, গাড়ি ভাড়ার নামে কমিশন- এরকম একাধিক অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এমনই আবহে প্রাণ গেল ব্যাঘ্র শাবকের।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা

2018 সালের 11 মে মাসে বেঙ্গল সাফারি পার্কে শীলা ও স্নেহাশিস দম্পতি তিনটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছিল- ইকা, রিকা, কিকা ৷ পরে ইকার মৃত্যু হয় ৷ বাকি দু'টি শাবক রিকা ও কিকার মধ্যে সাদা বাঘ কিকা ৷ 2019 সালে রাজ্যের তৎকালীন বনমন্ত্রী ব্রাত্য বসু, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ একটি অনুষ্ঠানে রিকা ও কিকাকে বেঙ্গল সাফারি পার্কের খোলা জায়গায় ছেড়ে দেন ৷ 2023 সালের জুলাই মাসে সেই সাদা বাঘ কিকা দু'টি শাবকের জন্ম দেয় ৷ তবে শাবক দু'টিকে কোনও ভাবেই বাঁচানো গেল না ৷

দার্জিলিং, 18 অগস্ট: মৃত্যু হল ব্র্যাঘ্য শাবকের। সন্তান হারাল বেঙ্গল সাফারি পার্কের একমাত্র সাদাবাঘ কিকা ৷ গত 12 জুলাই দু'টি শাবকের জন্ম দিয়েছিল সাফারি পার্কের সাদা রয়্যাল বেঙ্গল টাইগার কিকা ৷ কিন্তু পরের দিনই মৃত্যু হয় একটি শাবকের ৷ এরপর গত বুধবার অর্থাৎ 16 অগস্ট দ্বিতীয় শাবকটিরও মৃত্যু হয়েছে বেঙ্গল সাফারি পার্কে ৷ দু'টি শাবকের মৃত্যুতে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর দু-তিন আগে থেকে শাবকটি কিকার দুধ পান করা বন্ধ করে দিয়েছিল ৷ পার্কে দার্জিলিং ও আলিপুরদুয়ার থেকে পশু চিকিৎসক আনা হয়েছিল ৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না শাবকটি ৷ এরপর বুধবার শাবকটির মৃত্যু হয় ৷ এদিকে দু'টি শাবক হারিয়ে খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছে কিকাও ৷ তারও চিকিৎসা শুরু হয়েছে বলে পার্ক সূত্রে জানা গিয়েছে ৷

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "অপুষ্টিজনিত কারণেই শাবকের মৃত্যু হয়েছে ৷ কেন এরকম হল, তা খতিয়ে দেখা হবে ৷" এদিকে পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কর্মী ছাঁটাই, কর্মী নিয়োগে পক্ষপাতিত্ব, পার্কে কাজের নামে টেন্ডারে নয়ছয় করা, গাড়ি ভাড়ার নামে কমিশন- এরকম একাধিক অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷ এমনই আবহে প্রাণ গেল ব্যাঘ্র শাবকের।

আরও পড়ুন: বেঙ্গল সাফারি পার্কে নতুন অতিথি ! দুই শাবকের জন্ম দিল কিকা

2018 সালের 11 মে মাসে বেঙ্গল সাফারি পার্কে শীলা ও স্নেহাশিস দম্পতি তিনটি ব্যাঘ্র শাবকের জন্ম দিয়েছিল- ইকা, রিকা, কিকা ৷ পরে ইকার মৃত্যু হয় ৷ বাকি দু'টি শাবক রিকা ও কিকার মধ্যে সাদা বাঘ কিকা ৷ 2019 সালে রাজ্যের তৎকালীন বনমন্ত্রী ব্রাত্য বসু, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ একটি অনুষ্ঠানে রিকা ও কিকাকে বেঙ্গল সাফারি পার্কের খোলা জায়গায় ছেড়ে দেন ৷ 2023 সালের জুলাই মাসে সেই সাদা বাঘ কিকা দু'টি শাবকের জন্ম দেয় ৷ তবে শাবক দু'টিকে কোনও ভাবেই বাঁচানো গেল না ৷

Last Updated : Aug 18, 2023, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.