দার্জিলিং, 25 জানুয়ারি: শিলিগুড়িকে (Siliguri) করিডর করে পাচারের তালিকা বেশ বড় ৷ সোনা থেকে হিরে, হাতির দাঁত থেকে বাঘের চামড়া, ভাল্লুকের নখ থেকে কুমিরের দাঁত, এসব পাচারের উদাহরণ কম নেই । যার ফলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় বন বিভাগকে । কিন্তু এবার পাচারের আগে গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী অভিযান চালিয়ে বনবিভাগ যা উদ্ধার করল, তা দেখে রীতিমতো হতবাক বনাধিকারিক থেকে পুলিশ আধিকারিকরাও ৷ এমন প্রাণীও পাচার হতে পারে, তা স্বপ্নেও ভাবেননি বন বিভাগের আধিকারিকরা । তবে পাচারের আগে ওই বন্যপ্রাণ উদ্ধারে কিছুটা স্বস্তিতে বন বিভাগ ।
জানা গিয়েছে, নেপাল হয়ে চিনে (China) পাচারের আগে কোটি টাকার বেশি মূল্যের মৃত সিন্ধুঘোটক বা সি হর্স (Sea Horse) উদ্ধার করে বন বিভাগ ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ মঙ্গলবার মাঝরাতে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে অভিযান চালায় শহরের কার্শিয়াং বন বিভাগের ঘোষপুকুর, টুকুরিয়াঝার রেঞ্জ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো । সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয় এবং তাঁকে তল্লাশি করার পর তাঁর ব্যাগের ভেতর থাকে পাঁচ কেজি বিলুপ্তপ্রায় প্রাণী মৃত সি হর্স বা সিন্ধুঘোটক উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা । সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে গ্রেফতার করে ঘোষপুকুর বনদফতরে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ জন্য ।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ফাইজ আহমেদ । বাড়ি উত্তর দিনাজপুর জেলার ধুলিগাঁও গ্রামে । তল্লাশির পর ওই ব্যক্তির কাছ থেকে একাধিক ভুয়ো নথি, পরিচয়পত্র উদ্ধার হয়েছে । আধিকারিকরা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, নকশালবাড়ি ও নেপাল হয়ে চিনে পাচার করা হতো ওই দুর্লভ প্রজাতির মৃত সি হর্সগুলিকে ।
ঘোষপুকুরের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, "সিন্ধুঘোটক বা সি হর্স শিডিউল ওয়ান পার্ট টু প্রজাতির বিলুপ্তপ্রায় প্রাণী । মূলত রামেশ্বরম এলাকায় সিন্ধুঘোটক পাওয়া যায় । তবে সেগুলি পরীক্ষা করে দেখছে ক্রাইম কন্ট্রোল ব্যুরো । সেগুলি রামেশ্বরমের নাকি বাইরে থেকে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় পাচারে ব্যবহৃত একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।"
আরও পড়ুন: মায়ের কাছে চিতা শাবককে ফেরাল বন দফতর, দেখুন ভিডিয়ো