ETV Bharat / state

School Teacher Arrested: স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়িতে ধৃত শিক্ষক - Siliguri school teacher arrested

শুক্রবার পঙ্কজকুমার বর্মন নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ ৷ তার বিরুদ্ধে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে (Siliguri school teacher arrested for frauding) ৷

ETV Bharat
ধৃত পঙ্কজকুমার বর্মন
author img

By

Published : Jan 21, 2023, 4:00 PM IST

Updated : Jan 21, 2023, 4:21 PM IST

আর্থিক প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে ধৃত স্কুল শিক্ষক

শিলিগুড়ি, 21 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি । তারইমধ্যে শিক্ষক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার করা হল এক সরকারি হাইস্কুলের শিক্ষককে ৷ ধৃতের নাম পঙ্কজকুমার বর্মন ৷ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি ফালাকাটার পুলিশ । শনিবার সকালে ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় (teacher accused of frauding arrested) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ-প্রাথমিকে (আপার প্রাইমারি) চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে । বেকারদের থেকে স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে । পঙ্কজকুমার বর্মন নামে ওই স্কুল শিক্ষক শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক বলে জানা গিয়েছে । 2016 থেকে রায়গঞ্জের একটি স্কুলে চাকরি করতেন তিনি । এরপর 2021 সাল থেকে তিনি বরদাকান্ত বিদ্যাপীঠে সংস্কৃতের শিক্ষক হিসেবে যোগ দেন (Siliguri school teacher arrested) ৷

প্রসঙ্গত, আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করে কিছুদিন আগে এনজেপি থানার আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন এক যুবক । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে, আমবাড়ি ফাঁড়ির পুলিশ । ঘটনায় গ্রেফতার করা হয় আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মনকে । তাকে জেরা করেই পঙ্কজকুমার বর্মনের নাম জানতে পারেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: হুগলির নির্বাচনে কোটি টাকা খরচ করেন কুন্তল, দাবি ইডির

তারপর থেকেই খোঁজ চলছিল এই শিক্ষকের । শুক্রবার রাতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ পঙ্কজকুমারকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, ধৃত এই শিক্ষক শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ আদতে কোচবিহারের বাসিন্দা হলেও শিলিগুড়িতে দেড় বছর আগে একটি বাড়িও কেনেন ওই শিক্ষক । তাঁর স্ত্রীও শিলিগুড়ির নীলনলিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । শনিবার সকালে স্কুল খোলার পর পুরো বিষয়টি জানতে পারেন বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা । প্রতারণার অভিযোগে, স্কুল শিক্ষক গ্রেফতারের ঘটনা শোনার পর হতবাক ধৃতের সহকর্মীরাও ৷

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন,"2021 সাল থেকে পঙ্কজকুমার বর্মন এই স্কুলে পড়াচ্ছেন । তিনি সংস্কৃতের শিক্ষক । তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে কিছু জানা ছিল না । স্বাভাবিকভাবেই একজন স্কুল শিক্ষক গ্রেফতার হওয়ায় স্কুলের সুনামে প্রভাব পড়বে ।" স্থানীয় কাউন্সিলর সুজয় ঘটক বলেন, "সেরকমভাবে পাড়ায় কারও সঙ্গে মিশতেন না উনি । দেড় বছর আগে এই ওয়ার্ডে বাড়ি কেনেন । আমার সঙ্গেও তেমন সম্পর্ক ছিল না । মাঝেমধ্যেই তাঁর বাড়িতে অনেক লোক আসতেন বলে শুনেছি ।"

আর্থিক প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে ধৃত স্কুল শিক্ষক

শিলিগুড়ি, 21 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি । তারইমধ্যে শিক্ষক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার করা হল এক সরকারি হাইস্কুলের শিক্ষককে ৷ ধৃতের নাম পঙ্কজকুমার বর্মন ৷ শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আমবাড়ি ফালাকাটার পুলিশ । শনিবার সকালে ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় (teacher accused of frauding arrested) ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উচ্চ-প্রাথমিকে (আপার প্রাইমারি) চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে । বেকারদের থেকে স্কুল শিক্ষকের চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে । পঙ্কজকুমার বর্মন নামে ওই স্কুল শিক্ষক শিলিগুড়ির বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক বলে জানা গিয়েছে । 2016 থেকে রায়গঞ্জের একটি স্কুলে চাকরি করতেন তিনি । এরপর 2021 সাল থেকে তিনি বরদাকান্ত বিদ্যাপীঠে সংস্কৃতের শিক্ষক হিসেবে যোগ দেন (Siliguri school teacher arrested) ৷

প্রসঙ্গত, আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করে কিছুদিন আগে এনজেপি থানার আমবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছিলেন এক যুবক । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে, আমবাড়ি ফাঁড়ির পুলিশ । ঘটনায় গ্রেফতার করা হয় আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মনকে । তাকে জেরা করেই পঙ্কজকুমার বর্মনের নাম জানতে পারেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: হুগলির নির্বাচনে কোটি টাকা খরচ করেন কুন্তল, দাবি ইডির

তারপর থেকেই খোঁজ চলছিল এই শিক্ষকের । শুক্রবার রাতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ পঙ্কজকুমারকে গ্রেফতার করে ৷ জানা গিয়েছে, ধৃত এই শিক্ষক শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৷ আদতে কোচবিহারের বাসিন্দা হলেও শিলিগুড়িতে দেড় বছর আগে একটি বাড়িও কেনেন ওই শিক্ষক । তাঁর স্ত্রীও শিলিগুড়ির নীলনলিনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । শনিবার সকালে স্কুল খোলার পর পুরো বিষয়টি জানতে পারেন বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক-শিক্ষিকারা । প্রতারণার অভিযোগে, স্কুল শিক্ষক গ্রেফতারের ঘটনা শোনার পর হতবাক ধৃতের সহকর্মীরাও ৷

এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন,"2021 সাল থেকে পঙ্কজকুমার বর্মন এই স্কুলে পড়াচ্ছেন । তিনি সংস্কৃতের শিক্ষক । তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে কিছু জানা ছিল না । স্বাভাবিকভাবেই একজন স্কুল শিক্ষক গ্রেফতার হওয়ায় স্কুলের সুনামে প্রভাব পড়বে ।" স্থানীয় কাউন্সিলর সুজয় ঘটক বলেন, "সেরকমভাবে পাড়ায় কারও সঙ্গে মিশতেন না উনি । দেড় বছর আগে এই ওয়ার্ডে বাড়ি কেনেন । আমার সঙ্গেও তেমন সম্পর্ক ছিল না । মাঝেমধ্যেই তাঁর বাড়িতে অনেক লোক আসতেন বলে শুনেছি ।"

Last Updated : Jan 21, 2023, 4:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.