শিলিগুড়ি, 1জানুয়ারি: ভগবান শ্রীকৃষ্ণর টানে বেআইনিভাবে ভারতে প্রবেশের সময় এক বিদেশি নাগরিককে আটক করলেন এসএসবি-র জওয়ানরা। পরে খড়িবাড়ি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আলেক্সান্দ্রোভ পাভেল নামে ওই ব্যক্তি রাশিয়ার বাসিন্দা। তার কাছে রাশিয়ার একটি অসম্পূর্ণ রঙিন পাসপোর্টও পাওয়া গিয়েছে। সূত্রের খবর, শনিবার ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি ব্লকের বাজারুজোৎ এলাকার পিলারের মধ্য দিয়ে হাঁটাপথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ওই রাশিয়ান নাগরিক। সে সময় তাকে আটক করা হয়। কথায় অসঙ্গতি থাকায় তুলে দেওয়া হয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে।
ধৃতকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত নভেম্বর মাসে রাশিয়া থেকে সে নেপালে এসেছিল। নেপালের বুদ্ধ নীলকান্ত মন্দিরে এক বন্ধুর সঙ্গে থাকত। এই সময়ের মধ্যে আরও একবার ভারতে থেকে গিয়েছে। সীমান্ত পেরিয়ে দক্ষিণবঙ্গের কোনও এক ইসকন মন্দিরে বেশ কিছু দিন থাকার পর আবারও নেপালে ফিরে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের টানে আরও একবার ভারতে আসার ইচ্ছা হয় বলে দাবি আলেক্সান্দ্রোভের। বৈধ কাগজ না থাকায় বেআইনিভাবে ভারতে প্রবেশে চেষ্টা করে সে। এবার আর শেষরক্ষা হল না। তাকে আটক করলেন এসএসবি-র জওয়ানরা।
জেরায় আলেক্সান্দ্রোভ জানায়, ইসকন মন্দিরে যাওয়ার পর চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীকৃষ্ণর প্রতি আকর্ষিত হয়। এরপর শ্রীচৈতন্য মহাপ্রভুর ধর্ম গ্রহণ করার পাশাপাশি সন্ন্যাসী হওয়ার ইচ্ছাও ছিল তার। সেই কারণে বেআইনিভাবে দেশে প্রবেশ করে। দার্জিলিং জেলা পুলিশের সুপার প্রবীণ প্রকাশ বলেন, " রাশিয়ার এক নাগরিক গ্রেপ্তার হয়েছে। কী কারণে সে ভারতে ঢোকার পরিকল্পনা করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।" সকলেই জানে ভগবানের ডাকে নাকি সাড়া না দিয়ে থাকা যায় না। পাড়ি দেওয়া যায় সাত সমুদ্র। পার করা যায় হিমালয়ও। এই কথাটি সত্যি নাকি মিথ্যা তা বিশ্বাসের বিষয়। এবার ভগবানের টানে আন্তর্জাতিক সীমান্ত পার করতে গিয়ে বিপাকে পরতে হল এক বিদেশি নাগরিককে।
আরও পড়ুন: