ETV Bharat / state

মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলে RSS শিবির, ক্ষুব্ধ মন্ত্রী

শিলিগুড়ির একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ কেন এভাবে মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে শিবির হবে, তা নিয়েই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷

author img

By

Published : Oct 12, 2019, 8:08 PM IST

Updated : Oct 12, 2019, 8:37 PM IST

মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুল

শিলিগুড়ি, 12 অক্টোবর : শিলিগুড়িতে একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে RSS-র শিবির কেন হচ্ছে, এই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ শিবিরগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের 'মগজধোলাই' করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন গৌতম দেব ৷

উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত শিলিগুড়ি সারদা শিশুতীর্থে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ তা নিয়েই আজ গৌতম দেব বলেন, "আমি জেলাশাসকের সঙ্গে আলোচনা করব ৷ ওই স্কুলে RSS-র বিভিন্ন ক্যাম্প হচ্ছে ৷ আমরা স্কুল কর্তৃপক্ষকে বলব ৷ আমি বিষয়টা শিক্ষা দপ্তরের নজরে আনব ৷ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলে এই ধরনের ক্যাম্প কোনওভাবেই বাঞ্ছনীয় নয় ৷ শিক্ষার জায়গাতে শিক্ষাই হোক ৷ একেবারে ছোটো বয়স থেকে এভাবে মগজধোলাই করা হতে দেওয়া যায় না ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরকার অনুমোদিত স্কুলে RSS শিবির চলছে, একথা স্বীকার করে নেন উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সম্পাদক পার্থ ঘোষ ৷ তিনি বলেন, "এই স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমোদন আছে এটা যেমন ঠিক, তেমনই জানা দরকার এটি আদপে বেসরকারি স্কুল৷ স্কুল ছুটি থাকাকালীন আমরা কাউকে স্কুল ব্যবহারের অনুমতি দিতেই পারি ৷ সরকারি নানা স্কুলে ছুটির সময় অনেক রাজনৈতিক দলের কর্মসূচিও হয় ৷ আমরা কোনও রাজনৈতিক দলকে স্কুল ব্যবহার করতে দিই না ৷ এখন স্কুল ছুটি চলছে ৷ RSS স্কুলের মাঠে শিবির করতে চেয়েছিল তাই দেওয়া হয়েছে ৷ এতে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না ৷ ছাত্রছাত্রীদের মগজধোলাইয়ের অভিযোগ ভিত্তিহীন ৷"

BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "RSS দেশপ্রেমী তৈরি করে ৷ তাই মন্ত্রীর এত মাথা ব্যথার কারণ নেই ৷ বরং সীমান্তের মাদ্রাসাগুলিতে কী হচ্ছে তা আপনি দেখুন ৷"

শিলিগুড়ি, 12 অক্টোবর : শিলিগুড়িতে একটি বেসরকারি স্কুলে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত একটি স্কুলে RSS-র শিবির কেন হচ্ছে, এই প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ শিবিরগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের 'মগজধোলাই' করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ এনিয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন গৌতম দেব ৷

উত্তরবঙ্গ বিদ্যাভারতী পরিচালিত শিলিগুড়ি সারদা শিশুতীর্থে RSS-র একাধিক শিবির হচ্ছে ৷ তা নিয়েই আজ গৌতম দেব বলেন, "আমি জেলাশাসকের সঙ্গে আলোচনা করব ৷ ওই স্কুলে RSS-র বিভিন্ন ক্যাম্প হচ্ছে ৷ আমরা স্কুল কর্তৃপক্ষকে বলব ৷ আমি বিষয়টা শিক্ষা দপ্তরের নজরে আনব ৷ মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলে এই ধরনের ক্যাম্প কোনওভাবেই বাঞ্ছনীয় নয় ৷ শিক্ষার জায়গাতে শিক্ষাই হোক ৷ একেবারে ছোটো বয়স থেকে এভাবে মগজধোলাই করা হতে দেওয়া যায় না ৷"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সরকার অনুমোদিত স্কুলে RSS শিবির চলছে, একথা স্বীকার করে নেন উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সম্পাদক পার্থ ঘোষ ৷ তিনি বলেন, "এই স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দশম শ্রেণি পর্যন্ত পড়ানোর অনুমোদন আছে এটা যেমন ঠিক, তেমনই জানা দরকার এটি আদপে বেসরকারি স্কুল৷ স্কুল ছুটি থাকাকালীন আমরা কাউকে স্কুল ব্যবহারের অনুমতি দিতেই পারি ৷ সরকারি নানা স্কুলে ছুটির সময় অনেক রাজনৈতিক দলের কর্মসূচিও হয় ৷ আমরা কোনও রাজনৈতিক দলকে স্কুল ব্যবহার করতে দিই না ৷ এখন স্কুল ছুটি চলছে ৷ RSS স্কুলের মাঠে শিবির করতে চেয়েছিল তাই দেওয়া হয়েছে ৷ এতে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না ৷ ছাত্রছাত্রীদের মগজধোলাইয়ের অভিযোগ ভিত্তিহীন ৷"

BJP-র জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি বলেন, "RSS দেশপ্রেমী তৈরি করে ৷ তাই মন্ত্রীর এত মাথা ব্যথার কারণ নেই ৷ বরং সীমান্তের মাদ্রাসাগুলিতে কী হচ্ছে তা আপনি দেখুন ৷"

Intro:সরকার অনুমোদিত শিলিগুড়ি একটি বেসরকারি স্কুলে বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক শিবির কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তার অভিযোগ ওই শিবির এর মাধ্যমে কার্যত ছাত্র-ছাত্রীদের মগজ ধোলাই করা হচ্ছে। এ নিয়ে ব্যবস্থা নিতে প্রশাসনিক কর্তাদের উদ্যোগে হতে পরামর্শ দিয়েছেন তিনি।


Body:উত্তরবঙ্গ বিদ্যভারতীর পরিচালনায় চলা শিলিগুড়ি সারদা শিশুতির্থে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একাধিক শিবির কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুললেন মন্ত্রী গৌতম দেব। আজ শিলিগুরুতে তিনি বলে ওই স্কুল সরকার অনুমোদিত। তাই সরকারের নীতির বাইরে গিয়ে ওখানে আর এস এস এর শিবির ও ছাত্রছাত্রীদের মগজধোলাই মানব না। যে নিয়ে এদিন জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশিকা দেন তিনি। গৌতম দেব জানান স্কুল কর্তৃপক্ষের সঙ্গে জেলা শিক্ষা দপ্তর কথা বলুক।

আর এস এস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক শিবির ওই বেসরকারি স্কুলে চলছে বলে স্বীকার করে নিয়ে উত্তরবঙ্গ বিদ্যভারতীর সম্পাদক পার্থ ঘোষ বলেন দশম শ্রেণী অবধি পড়ানোর সরকারি অনুমোদন আছে এটা যেন ঠিক, তেমনি জানা দরকার এটি বেসরকারি স্কুল। স্কুল ছুটি চলাকালে আমরা কাউকে স্কুল ব্যবহারের অনুমতিদিতেই পারি। তবে সরকারি নানা স্কুলে ছুটির সময়ে অনেক রাজনৈতিক দলের কর্মসূচিও হয়। কিন্তু আমরা কোনও রাজনৈতিক দলকেই স্কুল ব্যবহার করতে দেই না। এখন স্কুলে ছুটি চলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্কুলের মাঠে শিবির করতে চেয়েছিল তাই দেওয়া হয়েছে। এতে পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে না। আর ছাত্রছাত্রীদের মগজধোলাই এর অভিযোগ ভিত্তিহীন।

বিজেপির জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী বলেন আর এস এস দেশপ্রেমী তৈরি করে। তাই মন্ত্রীর এত মাথাব্যথার কারণ নেই। বরং সীমান্তে নানা মাদ্রাসায় কি হচ্ছে তা আপনি দেখুন।


Conclusion:
Last Updated : Oct 12, 2019, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.