ETV Bharat / state

পানীয় জলের সংকট কাটাতে উদ্যোগী জিটিএ, প্রথম দফায় মিরিকের 9 প্রকল্পের জন্য বরাদ্দ 50 লক্ষ - জিটিএ

Drinking water crisis in Hills: পাহাড়ে পানীয় জলের সংকট কাটাতে উদ্যোগ নিল জিটিএ ও রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ৷ প্রথম দফায় মিরিকের 9টি পানীয় জলের প্রকল্পের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 3:53 PM IST

দার্জিলিং, 15 জানুয়ারি: পাহাড়ে পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জিটিএ । মহকুমা ধরে শুরু হয়েছে পানীয় জলের প্রকল্পের কাজ । সে জন্য প্রথম ধাপে মিরিক মহকুমায় পানীয় জলের নয়টি প্রকল্প করতে চলেছে জিটিএ । পাহাড়ের গ্রামগুলিতে ওই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এ জন্য বরাদ্দ হয়েছে প্রায় 60 লক্ষ টাকা ।

পাহাড়ে পানীয় জলের সমস্যা বরাবরের । শীত এলেই সেই সমস্যা আরও বেশি প্রকট হয়ে ওঠে । তীব্র সমস্যায় পড়তে হয় পাহাড়বাসীকে । সম্প্রতি পাহাড় সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন । বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি । সেইমতো এ বার পানীয় জল প্রকল্পের উদ্যোগ নিল জিটিএ । জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, "পাহাড়ে পানীয় জলের সমস্যা বহুদিনের । আবার পাহাড়ে বড় প্রকল্প করা সম্ভব না । সেজন্য আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমা ধরে গ্রামে গ্রামে পানীয় জলের ছোট ছোট প্রকল্প করা হবে ।"

জিটিএ-র মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "প্রথমে মিরিক দিয়ে পানীয় জলের প্রকল্পের কাজ করা হবে । এরপর অন্যান্য জায়গায় করা হবে । 2025 সালের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । আরও আশি হাজার ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে ।"

জিটিএ সূত্রে জানা গিয়েছে, মিরিকের মন্দিরধারা দাঁড়াগাও, গয়াবাড়ি রোহিনীগাঁও, সাধুগাঁও, ফুগুরি, খোপরাইলের জন্য সাড়ে তিন লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি মঞ্জু আমালবোটে, দুধিয়া মালাবস্তি, সিঙ্গবুল দুসরাগাঁওয়ের জন্য সাড়ে চার লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে । আর বড়কোঠি গ্রামের জন্য ছয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. জনসংখ্যার 26 শতাংশ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে
  2. পাহাড় চূড়া থেকে মেঘের হাতছানি, ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে 'অহলদাড়া'
  3. পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার

দার্জিলিং, 15 জানুয়ারি: পাহাড়ে পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও জিটিএ । মহকুমা ধরে শুরু হয়েছে পানীয় জলের প্রকল্পের কাজ । সে জন্য প্রথম ধাপে মিরিক মহকুমায় পানীয় জলের নয়টি প্রকল্প করতে চলেছে জিটিএ । পাহাড়ের গ্রামগুলিতে ওই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে । এ জন্য বরাদ্দ হয়েছে প্রায় 60 লক্ষ টাকা ।

পাহাড়ে পানীয় জলের সমস্যা বরাবরের । শীত এলেই সেই সমস্যা আরও বেশি প্রকট হয়ে ওঠে । তীব্র সমস্যায় পড়তে হয় পাহাড়বাসীকে । সম্প্রতি পাহাড় সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেন । বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি । সেইমতো এ বার পানীয় জল প্রকল্পের উদ্যোগ নিল জিটিএ । জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপা বলেন, "পাহাড়ে পানীয় জলের সমস্যা বহুদিনের । আবার পাহাড়ে বড় প্রকল্প করা সম্ভব না । সেজন্য আমরা ঠিক করেছি প্রত্যেক মহকুমা ধরে গ্রামে গ্রামে পানীয় জলের ছোট ছোট প্রকল্প করা হবে ।"

জিটিএ-র মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, "প্রথমে মিরিক দিয়ে পানীয় জলের প্রকল্পের কাজ করা হবে । এরপর অন্যান্য জায়গায় করা হবে । 2025 সালের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । আরও আশি হাজার ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া হবে ।"

জিটিএ সূত্রে জানা গিয়েছে, মিরিকের মন্দিরধারা দাঁড়াগাও, গয়াবাড়ি রোহিনীগাঁও, সাধুগাঁও, ফুগুরি, খোপরাইলের জন্য সাড়ে তিন লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে । পাশাপাশি মঞ্জু আমালবোটে, দুধিয়া মালাবস্তি, সিঙ্গবুল দুসরাগাঁওয়ের জন্য সাড়ে চার লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে । আর বড়কোঠি গ্রামের জন্য ছয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. জনসংখ্যার 26 শতাংশ পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত, দাবি রাষ্ট্রসংঘের রিপোর্টে
  2. পাহাড় চূড়া থেকে মেঘের হাতছানি, ছুটি কাটানোর সেরা ঠিকানা হতে পারে 'অহলদাড়া'
  3. পাহাড় থেকেই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ মমতার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.