দার্জিলিং, 20 অক্টোবর : টানা বৃষ্টির ফলে পাহাড়ে গত ছয় ঘণ্টায় আরও অন্তত 31 জায়গায় ধসের ঘটনা ঘটেছে ৷ পাহাড়ে ক্রমাগত বৃষ্টির ফলে জলস্ফীতি হয়েছে মহানন্দা নদীতে ৷ যার ফলে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় থাকা 31 নম্বর জাতীয় সড়কের উপর বালাসন সেতু জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সেতুটির 10টি পিলারের মধ্যে দুটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এদিন সকাল থেকে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
খবর পেয়ে ওই সেতু পরিদর্শনে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ও মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ সেচ দপ্তর এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষর আধিকারিকরা ৷ তারপর 31 নম্বর জাতীয় সড়কের মাটিগাড়ার বালাসন সেতু দিয়ে যান চলাচল বন্ধ করতে বাধ্য হয় প্রশাসন। সেজন্য বাগডোগরা বিমানবন্দরগামী সমস্ত যানবাহন নৌকাঘাট মোড় দিয়ে এশিয়ান হাইওয়ে দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় ৷ পাশাপাশি শালবাড়ি ও দার্জিলিং মোড় থেকে আসা গাড়িগুলি মহাত্মা গান্ধি চক থেকে নৌকাঘাট ও চেকপোস্ট দিয়ে ইস্টার্ন বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়।
এদিকে, পাহাড়ে টানা বৃষ্টি অব্যাহত ৷ নতুন করে দার্জিলিংয়ের শ্বেতিঝোরা, তোপাখানি, 55 নম্বর জাতীয় সড়কের মহানদী, কার্শিয়াং, রোহিনী রোড, পাঙখাবাড়ি, পোখরিয়াবং, ঘুম, বিজনবাড়ি, কালুক, দেনটাম, শিঙ্গশোর, উত্তরে রিশি-সহ একাধিক এলাকায় ধসের ঘটনা ঘটেছে। সকাল থেকে ধসের জেরে অন্তত দেড়শো ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ পাশাপাশি পাহাড়ের একাধিক মূল সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন : ধসের জেরে নৈনিতালে আটকে হুগলির 13 পর্যটক
শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, "বালাসন সেতু নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য যান চলাচল নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে। সবাইকে বিকল্প পথ ব্যাবহারের আবেদন করা হয়েছে ৷" পৌর প্রশাসক গৌতম দেব বলেন, "ইতিমধ্যে শিলিগুড়ি পুর এলাকা এবং মহকুমা এলাকার 55টি সেতুর সার্ভে করা হয়েছে। প্রতিটি সেতুর মেরামত ও সংস্কার করা হবে। বালাসন সেতুও তার মধ্যে রয়েছে।"