শিলিগুড়ি, 4 নভেম্বর : শিলিগুড়িতে বদলাচ্ছে অনেক রাস্তা ও মোড়ের নাম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে ইতিমধ্যেই বিকল্প নামগুলি প্রস্তাব করা হয়েছে । সব ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই পালটে যাবে এতদিন ধরে প্রচলিত রাস্তা ও মোড়ের নাম ।
শহরের একাধিক মোড় এবং রাস্তার নাম পালটাতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে রয়েছে ক্ষুদিরামের মূর্তি । তাই এই মোড়ের নতুন নামকরণ হচ্ছে ক্ষুদিরাম স্কয়্যার । দীর্ঘদিন ধরে পরিচিত হাতিমোড়ের নাম এবার হবে সুভাষচন্দ্র মোড় । এয়ারভিউ মোড়ের নতুন নাম হবে গান্ধি চক ।
আজ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "শহরে লেনিনের নামে রাস্তা রয়েছে । খুব খুশি হতাম কার্ল মার্কসের নামে কোনও একটি মোড়ের নামকরণ করতে পারলে । কিন্তু এমন কোনও প্রস্তাব বোর্ডের কাছে আসেনি । আমরা সমস্ত বিকল্প নাম প্রকাশ করেছি । কারও আপত্তি থাকলে জানাতে বলেছি । আশা করি সব বাধা কাটিয়ে দ্রুত নতুন নাম পাবে এই এলাকাগুলো । "
তৃতীয় মহানন্দা ব্রিজের পুরানো নাম রামমোহন রায় ব্রিজ থেকে পালটে তৃতীয় মহানন্দা ব্রিজ করার প্রস্তাব রয়েছে ।