ETV Bharat / state

শিলিগুড়িতে রামমোহন রায় ব্রিজসহ বদলাচ্ছে অনেক রাস্তার নাম - raja Rammohan roy bridge

শহরের একাধিক মোড় এবং রাস্তার নাম পালটাতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম । রামমোহন রায় ব্রিজের নাম পালটে তৃতীয় মহানন্দা ব্রিজ করার প্রস্তাব রয়েছে ।

শিলিগুড়ি পৌরনিগম
author img

By

Published : Nov 4, 2019, 10:39 PM IST

শিলিগুড়ি, 4 নভেম্বর : শিলিগুড়িতে বদলাচ্ছে অনেক রাস্তা ও মোড়ের নাম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে ইতিমধ্যেই বিকল্প নামগুলি প্রস্তাব করা হয়েছে । সব ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই পালটে যাবে এতদিন ধরে প্রচলিত রাস্তা ও মোড়ের নাম ।

শহরের একাধিক মোড় এবং রাস্তার নাম পালটাতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে রয়েছে ক্ষুদিরামের মূর্তি । তাই এই মোড়ের নতুন নামকরণ হচ্ছে ক্ষুদিরাম স্কয়্যার । দীর্ঘদিন ধরে পরিচিত হাতিমোড়ের নাম এবার হবে সুভাষচন্দ্র মোড় । এয়ারভিউ মোড়ের নতুন নাম হবে গান্ধি চক ।

আজ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "শহরে লেনিনের নামে রাস্তা রয়েছে । খুব খুশি হতাম কার্ল মার্কসের নামে কোনও একটি মোড়ের নামকরণ করতে পারলে । কিন্তু এমন কোনও প্রস্তাব বোর্ডের কাছে আসেনি । আমরা সমস্ত বিকল্প নাম প্রকাশ করেছি । কারও আপত্তি থাকলে জানাতে বলেছি । আশা করি সব বাধা কাটিয়ে দ্রুত নতুন নাম পাবে এই এলাকাগুলো । "

তৃতীয় মহানন্দা ব্রিজের পুরানো নাম রামমোহন রায় ব্রিজ থেকে পালটে তৃতীয় মহানন্দা ব্রিজ করার প্রস্তাব রয়েছে ।

শিলিগুড়ি, 4 নভেম্বর : শিলিগুড়িতে বদলাচ্ছে অনেক রাস্তা ও মোড়ের নাম । শিলিগুড়ি পৌরনিগমের তরফে ইতিমধ্যেই বিকল্প নামগুলি প্রস্তাব করা হয়েছে । সব ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই পালটে যাবে এতদিন ধরে প্রচলিত রাস্তা ও মোড়ের নাম ।

শহরের একাধিক মোড় এবং রাস্তার নাম পালটাতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম । শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে রয়েছে ক্ষুদিরামের মূর্তি । তাই এই মোড়ের নতুন নামকরণ হচ্ছে ক্ষুদিরাম স্কয়্যার । দীর্ঘদিন ধরে পরিচিত হাতিমোড়ের নাম এবার হবে সুভাষচন্দ্র মোড় । এয়ারভিউ মোড়ের নতুন নাম হবে গান্ধি চক ।

আজ মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "শহরে লেনিনের নামে রাস্তা রয়েছে । খুব খুশি হতাম কার্ল মার্কসের নামে কোনও একটি মোড়ের নামকরণ করতে পারলে । কিন্তু এমন কোনও প্রস্তাব বোর্ডের কাছে আসেনি । আমরা সমস্ত বিকল্প নাম প্রকাশ করেছি । কারও আপত্তি থাকলে জানাতে বলেছি । আশা করি সব বাধা কাটিয়ে দ্রুত নতুন নাম পাবে এই এলাকাগুলো । "

তৃতীয় মহানন্দা ব্রিজের পুরানো নাম রামমোহন রায় ব্রিজ থেকে পালটে তৃতীয় মহানন্দা ব্রিজ করার প্রস্তাব রয়েছে ।

Intro:শিলিগুড়িতে পাল্টাচ্ছে বহু রাস্তা ও মোড়ের নাম। পৌরনিগমের তরফে ইতিমধ্যেই বিকল্প নামগুলি প্রস্তাব করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে দিন কয়েকের মধ্যেই পাল্টে যাবে এতদিন ধরে প্রচলিত রাস্তা ও মোড়ের নামকরণ।


Body:শহরের একাধিক নূর এবং রাস্তার নাম পাল্টাতে চাইছে শিলিগুড়ি পৌরনিগম। শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড়ে রয়েছে ক্ষুদিরামের মূর্তি। তাই এই মোড়ের নতুন নামকরণ হচ্ছে ক্ষুদিরাম স্কয়ার। দীর্ঘদিন ধরে পরিচিত হাতিমোড়ের নাম এবার হবে সুভাষচন্দ্র মোড়। এয়ারভিউ মোড়ের নতুন নাম হবে গান্ধী চক। এদিন মেয়র অশোক ভট্টাচার্য বলেন শহরে লেনিনের নামে রাস্তা রয়েছে। খুব খুশি হতাম কার্ল মার্কসের নামে কোনও একটি মোড়ের নামকরণ করতে পারলে। কিন্তু এমন কোনও প্রস্তাব বোর্ডের কাছে আসেনি। আমরা সমস্ত বিকল্প নাম প্রকাশ করেছি। কারো আপত্তি থাকলে জানাতে বলেছি। আশাকরি সব বাধা কাটিয়ে দ্রুত নিতুন নাম পাবে এই এলাকাগুলো।

তবে এই পরিবর্তনের জেরে তৃতীয় মহানন্দা ব্রিজের পুরানো নাম রামমোহন রায় ব্রিজ থেকে পাল্টে তৃতীয় মহানন্দা ব্রিজ হিসেবে চিহ্নিত করার প্রস্তাব রয়েছে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.