শিলিগুড়ি, ২ নভেম্বর : বাইক-ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল দম্পতির । মৃতদের নাম সুমন সরকার (25) ও মৌসুমি সরকার (19) । দুর্ঘটনাটি শিলিগুড়ির খড়িবাড়ির PWD মোড়ের ।
শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা ছিলেন ওই দম্পতি । আজ সকালে বাইকে চেপে খড়িবাড়ি PWD মোড়ে দিকে যাচ্ছিলেন দুজনে । সেই সময় উলটো দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা মারে বাইকটিকে । ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁদের । খবর পেয়ে পৌঁছায় পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে ঘটনার পরেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা । কিছুক্ষণ বন্ধ থাকে যান চলাচল । পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
ঘটনার পরই চম্পট দেয় ট্রাক চালক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।