ETV Bharat / state

Panchayat Elections 2023: পাহাড়ে বিরোধী মহাজোটে মহাজট, একাধিক আসনে প্রার্থী ঘোষণা হামরো পার্টির - পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট

পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোটে বিরোধীরা মহাজোট তৈরি করে লড়বে বলে ঘোষণা করেছিল ৷ অথচ দেখা গেল একাধিক আসনে প্রার্থী ঘোষণা হামরো পার্টিকে ৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 12, 2023, 7:03 PM IST

দার্জিলিং, 12 জুন: শুরুতেই বিরোধী জোটে বাঁধল জট ! কোনোরকম আলোচনা ছাড়াই জোটের বিরুদ্ধে গিয়ে একাধিক প্রার্থী ঘোষণা হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডয়ের । আর তাতে বেজায় খাপ্পা বাকি জোট সঙ্গীরা । আর অজয় এডওয়ার্ড নিজের মতো প্রার্থী ঘোষণা করতেই বিরোধী জোটে যে জট পাকতে চলেছেস তা কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল । আর জোটের জটের পালে হাওয়া দিচ্ছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ।

সোমবার সকালে আচমকা দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের একটি গ্রাম পঞ্চায়েত আসন থেকে রেশমা গুরুংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় । হামরো পার্টির তরফ থেকে মানপত্র তুলে দেন অজয় এডওয়ার্ড । রেশমা গুরুং হামরো পার্টির প্রতিনিধি হয়ে সিংমারী তাকদহ থেকে নির্দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে হামরো পার্টি সূত্রে জানা গিয়েছে । শুধু তাই নয় । বদমতাম গ্রাম পঞ্চায়েত থেকে দীপসন প্রধান, রামপুরিয়া ফরেস্ট ভিলেজ থেকে প্রিয়া তামাং, লামাহাটা গ্রাম পঞ্চায়েত থেকে ফুর্বা ভুটিয়া, তাকদাহ গ্লেনবার্ন পঞ্চায়েত সমিতিতে ফুর্বা লেকি ভুটিয়াকে, ডান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে রোশনী তামাংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে হামরো পার্টি ।

Panchayat Elections 2023
হামরো পার্টির মানপত্র

এই বিষয়ে বেজায় চটেছেন জোটসঙ্গী জিএনএলএফ নেতা নীরজ জিম্বা ও গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি । নীরজ জিম্বা বলেন, "খুব অন্যায় হয়েছে। জোটে থেকে জোট বিরোধী কাজ করেছেন অজয় এডওয়ার্ড । জোট নীতি মানেননি । তিনি নিজেই হাতেপায়ে পড়ে জোটে থাকতে রাতের অন্ধকারে সাংসদ রাজু বিস্তার বাড়িতে গিয়েছিলেন । এখন নিজেই প্রার্থী ঘোষণা করছেন ।"

অন্যদিকে, রোশন গিরি বলেন, "আমরা জানি না তিনি প্রার্থী ঘোষণা করছেন । করলেও কী করে জোট নীতি ভেঙে করলেন জানা নেই । করে থাকলে ঠিক করেননি । জোটের বৈঠকে অবশ্যই তাকে জবাব দিতে হবে ।" এই বিষয়ে অজয় এডওয়ার্ড বলেন, "এই বিষয়ে বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনা করেছি । কথাই ছিল যে যেখানে শক্তিশালী, সে সেখানে প্রার্থী দেবে । আর বিজেপির প্রতীকে তো লড়ছে না । আর যেখানে প্রার্থী দেওয়া হয়েছে সেখানে অন্য কোন দলের সাংগঠনিক শক্তি নেই । যে যাই বলুক ।"

Panchayat Elections 2023
হামরো পার্টির মানপত্র

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, "আমরা আগে থেকেই জানি এই জোট চলবে না । ওদের নিজেদের মধ্যেই কোনও সামঞ্জস্য নেই । সবাই নেতা । তাহলে তো এরকম হবে । এতো সবে শুরু । আগামীতে আরও জট পাকবে ।"

প্রসঙ্গত, পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে রুখতে মহাজোট করে বিরোধীরা । বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে জোটে সামিল হয় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি, মন ঘিসিংয়ের জিএনএলএফ, সিপিআরএম, সুমেটি মুক্তি মোর্চা, গোরানিমু-সহ অন্যান্যরা । ইতিমধ্যে জোট নিয়ে ঘটা করে জিমখানায় বৈঠকও সারে তারা । কিন্তু তারপরেই এই ধাক্কা । তাই শেষ পর্যন্ত জোট টেকে কি না, সেটাই এখন দেখার !

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে আঞ্চলিক দলগুলিকেই লড়াইয়ের প্রস্তাব রাজু বিস্তা'র

দার্জিলিং, 12 জুন: শুরুতেই বিরোধী জোটে বাঁধল জট ! কোনোরকম আলোচনা ছাড়াই জোটের বিরুদ্ধে গিয়ে একাধিক প্রার্থী ঘোষণা হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডয়ের । আর তাতে বেজায় খাপ্পা বাকি জোট সঙ্গীরা । আর অজয় এডওয়ার্ড নিজের মতো প্রার্থী ঘোষণা করতেই বিরোধী জোটে যে জট পাকতে চলেছেস তা কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল । আর জোটের জটের পালে হাওয়া দিচ্ছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ।

সোমবার সকালে আচমকা দার্জিলিংয়ের কার্শিয়াংয়ের একটি গ্রাম পঞ্চায়েত আসন থেকে রেশমা গুরুংকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় । হামরো পার্টির তরফ থেকে মানপত্র তুলে দেন অজয় এডওয়ার্ড । রেশমা গুরুং হামরো পার্টির প্রতিনিধি হয়ে সিংমারী তাকদহ থেকে নির্দল হিসেবে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে হামরো পার্টি সূত্রে জানা গিয়েছে । শুধু তাই নয় । বদমতাম গ্রাম পঞ্চায়েত থেকে দীপসন প্রধান, রামপুরিয়া ফরেস্ট ভিলেজ থেকে প্রিয়া তামাং, লামাহাটা গ্রাম পঞ্চায়েত থেকে ফুর্বা ভুটিয়া, তাকদাহ গ্লেনবার্ন পঞ্চায়েত সমিতিতে ফুর্বা লেকি ভুটিয়াকে, ডান্ডা গ্রাম পঞ্চায়েত থেকে রোশনী তামাংকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে হামরো পার্টি ।

Panchayat Elections 2023
হামরো পার্টির মানপত্র

এই বিষয়ে বেজায় চটেছেন জোটসঙ্গী জিএনএলএফ নেতা নীরজ জিম্বা ও গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি । নীরজ জিম্বা বলেন, "খুব অন্যায় হয়েছে। জোটে থেকে জোট বিরোধী কাজ করেছেন অজয় এডওয়ার্ড । জোট নীতি মানেননি । তিনি নিজেই হাতেপায়ে পড়ে জোটে থাকতে রাতের অন্ধকারে সাংসদ রাজু বিস্তার বাড়িতে গিয়েছিলেন । এখন নিজেই প্রার্থী ঘোষণা করছেন ।"

অন্যদিকে, রোশন গিরি বলেন, "আমরা জানি না তিনি প্রার্থী ঘোষণা করছেন । করলেও কী করে জোট নীতি ভেঙে করলেন জানা নেই । করে থাকলে ঠিক করেননি । জোটের বৈঠকে অবশ্যই তাকে জবাব দিতে হবে ।" এই বিষয়ে অজয় এডওয়ার্ড বলেন, "এই বিষয়ে বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনা করেছি । কথাই ছিল যে যেখানে শক্তিশালী, সে সেখানে প্রার্থী দেবে । আর বিজেপির প্রতীকে তো লড়ছে না । আর যেখানে প্রার্থী দেওয়া হয়েছে সেখানে অন্য কোন দলের সাংগঠনিক শক্তি নেই । যে যাই বলুক ।"

Panchayat Elections 2023
হামরো পার্টির মানপত্র

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মুখপাত্র এসপি শর্মা বলেন, "আমরা আগে থেকেই জানি এই জোট চলবে না । ওদের নিজেদের মধ্যেই কোনও সামঞ্জস্য নেই । সবাই নেতা । তাহলে তো এরকম হবে । এতো সবে শুরু । আগামীতে আরও জট পাকবে ।"

প্রসঙ্গত, পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে রুখতে মহাজোট করে বিরোধীরা । বিজেপি সাংসদ রাজু বিস্তার নেতৃত্বে জোটে সামিল হয় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা, অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি, মন ঘিসিংয়ের জিএনএলএফ, সিপিআরএম, সুমেটি মুক্তি মোর্চা, গোরানিমু-সহ অন্যান্যরা । ইতিমধ্যে জোট নিয়ে ঘটা করে জিমখানায় বৈঠকও সারে তারা । কিন্তু তারপরেই এই ধাক্কা । তাই শেষ পর্যন্ত জোট টেকে কি না, সেটাই এখন দেখার !

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পাহাড়ে আঞ্চলিক দলগুলিকেই লড়াইয়ের প্রস্তাব রাজু বিস্তা'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.