শিলিগুড়ি, 21 ডিসেম্বর: দীর্ঘ 18 বছর পর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হল কোনও বাঙালির ৷ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ায় অভিষেক হল শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে ৷
এর আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রুমেলি ধর ৷ 2005 সালের 21 নভেম্বর তাঁর টেস্ট অভিষেক হয় । ঠিক 18 বছর পর 2023 সালের 21 ডিসেম্বর মহিলাদের টেস্ট ক্রিকেট ফরম্যাটে এবার অভিষেক হল রিচা ঘোষের । আর রিচা দলে জায়গা করে নিতেই উচ্ছ্বসিত তাঁর পরিবার, কোচ থেকে ক্রিকেট অনুরাগী সবাই ।
-
Say hello 👋 to #TeamIndia's newest Test debutant - Richa Ghosh! ☺️
— BCCI Women (@BCCIWomen) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
A moment to celebrate for the youngster & her family as she receives her Test cap from vice-captain @mandhana_smriti 👏 👏
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/Hc7q76XSkj
">Say hello 👋 to #TeamIndia's newest Test debutant - Richa Ghosh! ☺️
— BCCI Women (@BCCIWomen) December 21, 2023
A moment to celebrate for the youngster & her family as she receives her Test cap from vice-captain @mandhana_smriti 👏 👏
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/Hc7q76XSkjSay hello 👋 to #TeamIndia's newest Test debutant - Richa Ghosh! ☺️
— BCCI Women (@BCCIWomen) December 21, 2023
A moment to celebrate for the youngster & her family as she receives her Test cap from vice-captain @mandhana_smriti 👏 👏
Follow the Match ▶️ https://t.co/8qTsM8XSpd #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/Hc7q76XSkj
এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরতেই রিচাকে ঘিরে মেতে উঠেছিল সারা শিলিগুড়ি শহর । বাংলাদেশ সফরে বাদ পরার পরেও নিজের প্রশিক্ষণে আরও বেশি জোর দিয়েছিল রিচা । ফলস্বরূপ এশিয়ান গেমসের দলে সুযোগ পেতেই ভালো পারফর্ম করেন তিনি । টি-20, ওয়ান ডে-র পর এবার টেস্ট ক্রিকেটে অভিষেক হল রিচার । তবে এই ফরম্যাট সম্পূর্ণ আলাদা । যেকারণে আরও বেশি মনোযোগ বজায় রাখতে হবে রিচাকে বলে মনে করছে ক্রিকেটমহল । শিলিগুড়ি থেকে পাপালি অর্থাৎ ঋদ্ধিমান সাহার পর আরেক খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন । এতে উচ্ছ্বসিত শহরবাসী ।
রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "খুব ভালো লাগছে । এর আগে টি-20, ওয়ান ডে, এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করেছে রিচা । এবারও তা করবে বলে আমি বিশ্বাসী ।" রিচার কোচ গোপাল সাহা বলেন, "রিচাকে আগের ম্যাচেই দলে নেওয়া উচিত ছিল ৷ ওর ব্যাটে ভালো রান আছে । তবে টেস্ট ফরম্যাট সম্পূর্ণ আলাদা । লাল বলে খেলা । আরও বেশি মনোযোগের প্রয়োজন হয় । রিচাকে থার্ড অথবা ফোর্থ ডাউনে ব্যাটিং করতে নামালে আরও বেশি কার্যকরী হবে । কারণ বলটা একটু পুরনো হলে রিচা আরও বেশি ভালো খেলবে ।"
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ বর্মা বলেন, "রিচার একটা বৃত্ত সম্পূর্ণ হল । আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলায় রিচার জায়গা করে নেওয়ায় দারুণ লাগছে । এর আগে ঋদ্ধিমান জায়গা করে নিয়েছিল । তবে ঋদ্ধি সব ফরম্যাট খেলেনি । কিন্তু রিচা সব ফরম্যাটে খেললো । একজন ক্রিকেট প্রেমী ও শিলিগুড়িবাসী হিসেবে আমরা গর্বিত ।"
আরও পড়ুন: