ETV Bharat / state

18 বছর পর মেয়েদের টেস্টে ফের বাঙালি ক্রিকেটারের অভিষেক, হরমনপ্রীতের দলে রিচা ঘোষ - রিচা ঘোষ

Richa Ghosh Test Debut: 2005 সালের 21 নভেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় রুমেলি ধরের ৷ 18 বছর পর আরও এক বাঙালি মহিলা ক্রিকেটারের টেস্ট অভিষেক হল বৃহস্পতিবার ৷ শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জায়গা করে নিলেন প্রথম এগারোয় ৷

Courtesy- BCCI X
সৌজন্যে - বিসিসিআই এক্স
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 12:55 PM IST

Updated : Dec 21, 2023, 6:51 PM IST

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: দীর্ঘ 18 বছর পর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হল কোনও বাঙালির ৷ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ায় অভিষেক হল শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে ৷

এর আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রুমেলি ধর ৷ 2005 সালের 21 নভেম্বর তাঁর টেস্ট অভিষেক হয় । ঠিক 18 বছর পর 2023 সালের 21 ডিসেম্বর মহিলাদের টেস্ট ক্রিকেট ফরম্যাটে এবার অভিষেক হল রিচা ঘোষের । আর রিচা দলে জায়গা করে নিতেই উচ্ছ্বসিত তাঁর পরিবার, কোচ থেকে ক্রিকেট অনুরাগী সবাই ।

এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরতেই রিচাকে ঘিরে মেতে উঠেছিল সারা শিলিগুড়ি শহর । বাংলাদেশ সফরে বাদ পরার পরেও নিজের প্রশিক্ষণে আরও বেশি জোর দিয়েছিল রিচা । ফলস্বরূপ এশিয়ান গেমসের দলে সুযোগ পেতেই ভালো পারফর্ম করেন তিনি । টি-20, ওয়ান ডে-র পর এবার টেস্ট ক্রিকেটে অভিষেক হল রিচার । তবে এই ফরম্যাট সম্পূর্ণ আলাদা । যেকারণে আরও বেশি মনোযোগ বজায় রাখতে হবে রিচাকে বলে মনে করছে ক্রিকেটমহল । শিলিগুড়ি থেকে পাপালি অর্থাৎ ঋদ্ধিমান সাহার পর আরেক খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন । এতে উচ্ছ্বসিত শহরবাসী ।

Richa Ghosh
পরিবারের সঙ্গে রিচা ঘোষ৷

রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "খুব ভালো লাগছে । এর আগে টি-20, ওয়ান ডে, এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করেছে রিচা । এবারও তা করবে বলে আমি বিশ্বাসী ।" রিচার কোচ গোপাল সাহা বলেন, "রিচাকে আগের ম্যাচেই দলে নেওয়া উচিত ছিল ৷ ওর ব্যাটে ভালো রান আছে । তবে টেস্ট ফরম্যাট সম্পূর্ণ আলাদা । লাল বলে খেলা । আরও বেশি মনোযোগের প্রয়োজন হয় । রিচাকে থার্ড অথবা ফোর্থ ডাউনে ব্যাটিং করতে নামালে আরও বেশি কার্যকরী হবে । কারণ বলটা একটু পুরনো হলে রিচা আরও বেশি ভালো খেলবে ।"

Richa Ghosh
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের ট্রফি হাতে রিচা ঘোষ

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ বর্মা বলেন, "রিচার একটা বৃত্ত সম্পূর্ণ হল । আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলায় রিচার জায়গা করে নেওয়ায় দারুণ লাগছে । এর আগে ঋদ্ধিমান জায়গা করে নিয়েছিল । তবে ঋদ্ধি সব ফরম্যাট খেলেনি । কিন্তু রিচা সব ফরম্যাটে খেললো । একজন ক্রিকেট প্রেমী ও শিলিগুড়িবাসী হিসেবে আমরা গর্বিত ।"

আরও পড়ুন:

  1. 'বাদ পড়েও হাল ছাড়িনি', এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরে মন্তব্য রিচার
  2. ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ডব্লিউপিএল, মত রিচার
  3. তিতাসে বাড়ছে আগামীর ঝুলন, রিচার সাফল্যে উৎসব শিলিগুড়িতেও

শিলিগুড়ি, 21 ডিসেম্বর: দীর্ঘ 18 বছর পর ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে টেস্ট অভিষেক হল কোনও বাঙালির ৷ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ভারতীয় দলের প্রথম এগারোয় জায়গা পাওয়ায় অভিষেক হল শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে ৷

এর আগে ইংল্যান্ডের সঙ্গে ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রুমেলি ধর ৷ 2005 সালের 21 নভেম্বর তাঁর টেস্ট অভিষেক হয় । ঠিক 18 বছর পর 2023 সালের 21 ডিসেম্বর মহিলাদের টেস্ট ক্রিকেট ফরম্যাটে এবার অভিষেক হল রিচা ঘোষের । আর রিচা দলে জায়গা করে নিতেই উচ্ছ্বসিত তাঁর পরিবার, কোচ থেকে ক্রিকেট অনুরাগী সবাই ।

এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরতেই রিচাকে ঘিরে মেতে উঠেছিল সারা শিলিগুড়ি শহর । বাংলাদেশ সফরে বাদ পরার পরেও নিজের প্রশিক্ষণে আরও বেশি জোর দিয়েছিল রিচা । ফলস্বরূপ এশিয়ান গেমসের দলে সুযোগ পেতেই ভালো পারফর্ম করেন তিনি । টি-20, ওয়ান ডে-র পর এবার টেস্ট ক্রিকেটে অভিষেক হল রিচার । তবে এই ফরম্যাট সম্পূর্ণ আলাদা । যেকারণে আরও বেশি মনোযোগ বজায় রাখতে হবে রিচাকে বলে মনে করছে ক্রিকেটমহল । শিলিগুড়ি থেকে পাপালি অর্থাৎ ঋদ্ধিমান সাহার পর আরেক খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন । এতে উচ্ছ্বসিত শহরবাসী ।

Richa Ghosh
পরিবারের সঙ্গে রিচা ঘোষ৷

রিচার বাবা মানবেন্দ্র ঘোষ বলেন, "খুব ভালো লাগছে । এর আগে টি-20, ওয়ান ডে, এশিয়ান গেমসে নিজেকে প্রমাণ করেছে রিচা । এবারও তা করবে বলে আমি বিশ্বাসী ।" রিচার কোচ গোপাল সাহা বলেন, "রিচাকে আগের ম্যাচেই দলে নেওয়া উচিত ছিল ৷ ওর ব্যাটে ভালো রান আছে । তবে টেস্ট ফরম্যাট সম্পূর্ণ আলাদা । লাল বলে খেলা । আরও বেশি মনোযোগের প্রয়োজন হয় । রিচাকে থার্ড অথবা ফোর্থ ডাউনে ব্যাটিং করতে নামালে আরও বেশি কার্যকরী হবে । কারণ বলটা একটু পুরনো হলে রিচা আরও বেশি ভালো খেলবে ।"

Richa Ghosh
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জয়ের ট্রফি হাতে রিচা ঘোষ

শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ বর্মা বলেন, "রিচার একটা বৃত্ত সম্পূর্ণ হল । আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলায় রিচার জায়গা করে নেওয়ায় দারুণ লাগছে । এর আগে ঋদ্ধিমান জায়গা করে নিয়েছিল । তবে ঋদ্ধি সব ফরম্যাট খেলেনি । কিন্তু রিচা সব ফরম্যাটে খেললো । একজন ক্রিকেট প্রেমী ও শিলিগুড়িবাসী হিসেবে আমরা গর্বিত ।"

আরও পড়ুন:

  1. 'বাদ পড়েও হাল ছাড়িনি', এশিয়ান গেমসে সোনা জয়ের পর বাড়ি ফিরে মন্তব্য রিচার
  2. ভারতীয় মহিলা ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে ডব্লিউপিএল, মত রিচার
  3. তিতাসে বাড়ছে আগামীর ঝুলন, রিচার সাফল্যে উৎসব শিলিগুড়িতেও
Last Updated : Dec 21, 2023, 6:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.