ETV Bharat / state

অর্থ বরাদ্দ হলেও শুরু হয়নি নিবেদিতা স্মৃতিসৌধ সংস্কারের কাজ - darjeeling

বেহাল দশা দার্জিলিঙের মুর্দাহাটিতে সিস্টার নিবেদিতার স্মৃতিসৌধের । অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হলেও শুরু হয়নি সংস্কারের কাজ । কেন কাজ শুরু হয়নি তা নিয়ে প্রশাসনের বিভিন্ন মহলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর ।

নিবেদিতা স্মৃতিসৌধ
author img

By

Published : Jul 11, 2019, 4:15 AM IST

দার্জিলিং, 11 জুলাই : দার্জিলিঙের মুর্দাহাটি । এখানেই রয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ সিস্টার নিবেদিতার সমাধিস্থান । তবে আজ তার বেহাল দশা । যে কোনও মুহূর্তে ঐতিহাসিক স্মৃতিসৌধটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হলেও শুরু হয়নি সংস্কারের কাজ ।

সিস্টার নিবেদিতার ইচ্ছা অনুসারে 1911 সালের 13 অক্টোবর তাঁকে মুর্দাহাটিতে দাহ করা হয় । এরপর 1925 সালে স্বামী অভেদানন্দজী মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ নির্মাণ করেন । হলুদ রঙের ওই স্মৃতিসৌধের উপর সাদা ফলকে লেখা "এখানে ভগিনী নিবেদিতা- যিনি ভারতবর্ষকে তাঁর সর্বস্ব অর্পণ করেছিলেন, শান্তিতে নিদ্রিত ।" এখানে নিবেদিতা ছাড়াও বিখ্যাত লেখক ও ভাষাবিদ রাহুল সাংকৃত্যায়ন সহ বহু বিখ্যাত মানুষের সৌধ রয়েছে ।

ভগিনী নিবেদিতার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার । সেই অর্থ এসে পড়ে থাকলেও কাজ শুরু হয়নি । দার্জিলিং রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যসত্যানন্দ বলেন, "দার্জিলিং শহরের সঙ্গে ভগিনী নিবেদিতার জীবনের স্মৃতি জড়িত । শেষবার তিনি দার্জিলিঙে আসেন 1911 সালে । সেবারই তিনি রায় ভিলাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন । প্রতিদিন পর্যটকদের অনেকেই মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ দেখতে যান ।" সংস্কারের জন্য GTA-তে টাকা এসেছে কি না, এই বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই বলে স্বামী নিত্যসত্যানন্দ জানান ।

দার্জিলিঙের মহকুমা শাসক কৌশিক সিনহা বলেন, "অর্থ এসে পড়ে থাকলেও কাজ কেন শুরু হয়নি তা নিয়ে যা বলার GTA বা পৌরসভার কর্মকর্তারাই বলতে পারবেন ।" যদিও দার্জিলিং পৌরসভার প্রশাসক বা দার্জিলিঙের অতিরিক্ত জেলা শাসক ময়ূরী বসু এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । অন্যদিকে, GTA -এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নেবেন বলে জানান ।

দার্জিলিং, 11 জুলাই : দার্জিলিঙের মুর্দাহাটি । এখানেই রয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ সিস্টার নিবেদিতার সমাধিস্থান । তবে আজ তার বেহাল দশা । যে কোনও মুহূর্তে ঐতিহাসিক স্মৃতিসৌধটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হলেও শুরু হয়নি সংস্কারের কাজ ।

সিস্টার নিবেদিতার ইচ্ছা অনুসারে 1911 সালের 13 অক্টোবর তাঁকে মুর্দাহাটিতে দাহ করা হয় । এরপর 1925 সালে স্বামী অভেদানন্দজী মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ নির্মাণ করেন । হলুদ রঙের ওই স্মৃতিসৌধের উপর সাদা ফলকে লেখা "এখানে ভগিনী নিবেদিতা- যিনি ভারতবর্ষকে তাঁর সর্বস্ব অর্পণ করেছিলেন, শান্তিতে নিদ্রিত ।" এখানে নিবেদিতা ছাড়াও বিখ্যাত লেখক ও ভাষাবিদ রাহুল সাংকৃত্যায়ন সহ বহু বিখ্যাত মানুষের সৌধ রয়েছে ।

ভগিনী নিবেদিতার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার । সেই অর্থ এসে পড়ে থাকলেও কাজ শুরু হয়নি । দার্জিলিং রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যসত্যানন্দ বলেন, "দার্জিলিং শহরের সঙ্গে ভগিনী নিবেদিতার জীবনের স্মৃতি জড়িত । শেষবার তিনি দার্জিলিঙে আসেন 1911 সালে । সেবারই তিনি রায় ভিলাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন । প্রতিদিন পর্যটকদের অনেকেই মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ দেখতে যান ।" সংস্কারের জন্য GTA-তে টাকা এসেছে কি না, এই বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই বলে স্বামী নিত্যসত্যানন্দ জানান ।

দার্জিলিঙের মহকুমা শাসক কৌশিক সিনহা বলেন, "অর্থ এসে পড়ে থাকলেও কাজ কেন শুরু হয়নি তা নিয়ে যা বলার GTA বা পৌরসভার কর্মকর্তারাই বলতে পারবেন ।" যদিও দার্জিলিং পৌরসভার প্রশাসক বা দার্জিলিঙের অতিরিক্ত জেলা শাসক ময়ূরী বসু এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । অন্যদিকে, GTA -এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নেবেন বলে জানান ।

Intro:দার্জিলিং, ০৯ জুলাই : শৈলশহর দার্জিলিংয়েই সুরক্ষিত নন সিস্টার নিবেদিতা । কেননা, দার্জিলিংয়ের মূর্দ্দাহাটিতে ভাগিনী নিবেদিতার সমাধিস্থল । ঐতিহাসিক এই সমাধিটির এখন জরাজীর্ণ অবস্থা । যেকোনও সময়ে ঐতিহাসিক এই স্থানটি ভূমিকম্প, ধস বা কোনোও প্রাকৃতিক দুর্যোগে এই স্তম্ভটি ধ্বংস হওয়ার আশংকা রয়েছে । Body:
সিস্টার নিবেদিতার ইচ্ছে অনুযায়ী ১৯১১ সালের ১৩ অক্টোবর তাঁর মৃতদেহটি মুর্দাহাটিতে দাহ করা হয় । এরপর ১৯২৫ সালে স্বামী অভেদানন্দজী এখানে নিবেদিতার স্মৃতি -স্তম্ভ নির্মাণ করেন । এই স্তম্ভটির উপর লেখা '' এখানে ভাগিনী নিবেদিতা শান্তিতে নিদ্রিত -যিনি ভারতবর্ষকে তাঁহার সর্বস্ব অর্পর্ণ করেছিলেন । ' ' এই শ্মশানে বিখ্যাত লেখক ও ভাষাবিদ রাহুল সংকৃত্যায়ন সহ বহু বিখ্যাত মানু্ষের সমাধি রয়েছে । দার্জিলিংয়ের বোটানিক্যাল গার্ডেন ও দার্জিলিং জেলের পাশ দিয়ে বা পুরানো মাল বহনকারী রোপওয়ের নিচ দিয়ে বুচারবস্তি হয়ে মূর্দ্দাহাটি শ্মশানে যাওয়া যায় । এই মূর্দ্দাহাটিতে ভাগিনী নিবেদিতার সমাধির রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার জন্য সরকার অর্থ বরাদ্দ করে । সেই অর্থ এসে পরে থাকলেও কাজ শুরু হয়নি বলে অভিযোগ । দার্জিলিংয়ে রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যসত্যানন্দ বলেন, দার্জিলিংয়ে শহরের সঙ্গে ভাগিনী নিবেদিতার জীবনের স্মৃতি জড়িত । শেষবার তিনি দার্জিলিংয়ে আসেন ১৯১১ সালে । সেইবারেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দার্জিলিংয়ের রায় ভিলাতে । দার্জিলিংয়ের লেবং কার্ট রোডের ধারে এই রায়ভিলাই এখনকার রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সাংস্কৃতি কেন্দ্র । প্রতিদিন বহু মানুষ -পর্যটক এই কেন্দ্রে আসেন । তাঁদের অনেকেই মূর্দ্দাহাটিতে বৌদ্ধ -হিন্দু শ্মশানে গিয়ে সিস্টার নিবেদিতার সমাধিস্থল দেখতে যান । এদিকে এই শ্মশানঘাট সংস্কার এবং এটিকে নিবেদিতা শ্মশানঘাট নাম দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে বলে তিনি শুনতে পেরেছেন । তবে এজন্য অর্থ এসে পরে থাকলেও কাজ শুরু হয়নি কেন তা নিয়ে জেলা প্রশাসনের কর্তারাই সঠিক তথ্য দিতে পারবেন বলে জানান তিনি ।

Conclusion:

এনিয়ে দার্জিলিংয়ের মহকুমা শাসক কৌশিক সিনহা বলেন, অর্থ এসে পড়ে থাকলেও কাজ কেন শুরু হয়নি তা নিয়ে যা বলার জিটিএ বা পৌরসভার কর্মকর্তারাই বলতে পারবেন । যদিও দার্জিলিং পৌরসভার প্রশাসক বা দার্জিলিংয়ের অতিরিক্ত জেলা শাসক ময়ূরী বসু এনিয়ে কোনোও মন্তব্য করতে রাজি হননি । জিটিএ -এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপা বিষয়টি নিয়ে খোঁজ নিবেন তিনি জানিয়েছেন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.