দার্জিলিং, 11 জুলাই : দার্জিলিঙের মুর্দাহাটি । এখানেই রয়েছে মার্গারেট এলিজাবেথ নোবেল অর্থাৎ সিস্টার নিবেদিতার সমাধিস্থান । তবে আজ তার বেহাল দশা । যে কোনও মুহূর্তে ঐতিহাসিক স্মৃতিসৌধটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে । অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ হলেও শুরু হয়নি সংস্কারের কাজ ।
সিস্টার নিবেদিতার ইচ্ছা অনুসারে 1911 সালের 13 অক্টোবর তাঁকে মুর্দাহাটিতে দাহ করা হয় । এরপর 1925 সালে স্বামী অভেদানন্দজী মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ নির্মাণ করেন । হলুদ রঙের ওই স্মৃতিসৌধের উপর সাদা ফলকে লেখা "এখানে ভগিনী নিবেদিতা- যিনি ভারতবর্ষকে তাঁর সর্বস্ব অর্পণ করেছিলেন, শান্তিতে নিদ্রিত ।" এখানে নিবেদিতা ছাড়াও বিখ্যাত লেখক ও ভাষাবিদ রাহুল সাংকৃত্যায়ন সহ বহু বিখ্যাত মানুষের সৌধ রয়েছে ।
ভগিনী নিবেদিতার স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার । সেই অর্থ এসে পড়ে থাকলেও কাজ শুরু হয়নি । দার্জিলিং রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক স্বামী নিত্যসত্যানন্দ বলেন, "দার্জিলিং শহরের সঙ্গে ভগিনী নিবেদিতার জীবনের স্মৃতি জড়িত । শেষবার তিনি দার্জিলিঙে আসেন 1911 সালে । সেবারই তিনি রায় ভিলাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন । প্রতিদিন পর্যটকদের অনেকেই মুর্দাহাটিতে নিবেদিতার স্মৃতিসৌধ দেখতে যান ।" সংস্কারের জন্য GTA-তে টাকা এসেছে কি না, এই বিষয়ে কোনও তথ্য তাঁর কাছে নেই বলে স্বামী নিত্যসত্যানন্দ জানান ।
দার্জিলিঙের মহকুমা শাসক কৌশিক সিনহা বলেন, "অর্থ এসে পড়ে থাকলেও কাজ কেন শুরু হয়নি তা নিয়ে যা বলার GTA বা পৌরসভার কর্মকর্তারাই বলতে পারবেন ।" যদিও দার্জিলিং পৌরসভার প্রশাসক বা দার্জিলিঙের অতিরিক্ত জেলা শাসক ময়ূরী বসু এনিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি । অন্যদিকে, GTA -এর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অনিত থাপার কাছে এবিষয়ে জানতে চাওয়া হলে তিনি খোঁজ নেবেন বলে জানান ।