দার্জিলিং, 16 অক্টোবর : পর্যটকদের জন্য সুখবর৷ উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যোগ হল এক নতুন নাম ৷ পাহাড়ের পর্যটনে নয়া পালক যুক্ত করল দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ। পাহাড়ের পর্যটনের উন্নয়ন এবং উৎসবের মরশুমে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে শনিবার থেকে পাহাড়ে আরও একটি নতুন জয়রাইড চালু হল। বিশেষ এই টয়ট্রেন পরিষেবার নাম দেওয়া হয়েছে "রেড পান্ডা ট্যুরিস্ট স্পেশাল জয় রাইড।"
সবুজ ঘেরা পাহাড়-জঙ্গলের পাশাপাশি শৈলরানি দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ রেড পান্ডা। সারা দেশে রেড পান্ডার দেখা মেলে এমন জায়গা হাতে গোনা ৷ তার মধ্যে দার্জিলিং অন্যতম। আর রেড পান্ডার পরিচয়েই এই জয় রাইডের নামকরণ করা হয়েছে "রেড পান্ডা ট্যুরিস্ট স্পেশাল জয় রাইড"। কার্শিয়ং এবং মহানদী স্টেশনের মাঝে চলবে এই টয়ট্রেন পরিষেবা। কুণ্ডলি পাকানো ধোঁয়া উড়িয়ে ৮ কিলোমটার দীর্ঘ এই জয় রাইডের সূচনা হয় শনিবার।
আরও পড়ুন : দার্জিলিঙে ফের চালু রোপওয়ে
গোটাটাই রাউন্ড ট্রিপ। চড়াই, উতরাই পথের দু'ধারে মিলবে সবুজ প্রকৃতির ছোঁয়া। পাহাড়ি ঝর্ণার গা ঘেঁষে ছুটবে কু ঝিক ঝিক ট্রেন গাড়ি। নয়া পরিষেবা চালুর খবরে খুশি মহানদীর বাসিন্দারাও। শুধু তাইই নয়, দার্জিলিং ও ঘুমের মধ্যে বাড়ানো হয়েছে "জয় রাইডের" সংখ্যাও । চলতি মরসুমেই চালু করা হয়েছিল চারটি স্টিম এবং চারটি ডিজেল চালিত রাইড। উৎসবের মরসুমে পর্যটকদের চাপ কমাতে আরো দুটি স্টিম ও ডিজেল ইঞ্জিন চালিত পরিষেবাও শুরু করা হয়েছে।
এদিন ওই রাইডের সূচনা করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলাওয়ারওয়ার। নতুন এই জয় রাইডের জন্য মাথাপিছু 1 হাজার 200 টাকা করে টিকিটের মূল্য ধার্য করেছে কর্তৃপক্ষ। একটি কামরা নিয়েই আপাতত চালু করা হয়েছে ওই পরিষেবা। মোট 35 জন যাত্রী একসঙ্গে এই রাইডের সুবিধা নিতে পারবেন। আপাতত প্রতি শনি ও রবিবার চলবে এই বিশেষ টয়ট্রেন ৷ তিনি বলেন, "টয়ট্রেনে সফরের জন্য পর্যটকদের মধ্যে চাহিদা বাড়ছে। আর সেদিকে নজর দিয়েই পাহাড়ের পর্যটনে আলাদা মাত্রা এনে দিতেই এই নতুন রেডপান্ডা ট্যুরিস্ট স্পেশাল জয় রাইড পরিষেবা চালু করা হল। পরবর্তী সময়ে প্রয়োজনে কামরার সংখ্যা বাড়ানো হবে।"