ETV Bharat / state

মোর্চার আন্দোলনে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কারে যৌথভাবে কাজ করবে রেল-UNESCO

author img

By

Published : Jul 21, 2019, 10:47 AM IST

মোর্চার আন্দোলনের ক্ষতিগ্রস্ত হয়েছিল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের পৃথক দুটি স্টেশন । এবার ওই দুটি স্টেশন সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে UNESCO । যৌথ প্রয়াসে নয়া আঙ্গিকে ওই দুটি স্টেশন সাজিয়ে তোলার কাজ শুরু করবে রেল ও UNESCO ৷

আর কে ভর্মা

শিলিগুড়ি, 21 জুলাই : জাতিসত্ত্বা ও পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে টানা ১০৪ দিন ধরে চলা মোর্চার আন্দোলনের রোশে পুড়ে গেছিল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের পৃথক দুটি স্টেশন । সেদিন থেকে আজ অবধি একই অবস্থাতেই পড়ে রয়েছে ওই স্টেশন দুটি । তবে এবার ওই দুটি স্টেশন সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে UNESCO । পূজোর প্রাক্কালেই রেল ও UNESCO-র যৌথ প্রয়াসে নয়া আঙ্গিকে ওই দুটি স্টেশন সাজিয়ে তোলার কাজ শুরু হবে । গতকাল বিভিন্ন টয়ট্রেন স্টেশন ও তিনধারিয়া ওয়ার্কশপ পরির্দশন শেষে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM আর কে ভর্মা ।

দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিভিন্ন স্টেশন ও রেল ট্র্যাক পরিদর্শনে যান আর কে ভর্মা । শুরুতেই সুকনা স্টেশন পৌঁছান তিনি । সেখানের আধিকারিদের সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি স্টেশনের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন । এরপর তিনি পৌঁছান তিনধারিয়া ওয়ার্কশপে । সেখানে পৌঁছে ওয়ার্কশপের অবস্থা দেখে কিছুটা হলেও অসন্তুষ্ট হন তিনি । কারণ, ওয়ার্কশপের ছাদ চুঁইয়ে কোথাও জল পড়ছে আবার কোথাও আবার জমেছে আবর্জনার স্তূপ । কোথাও আবার অপ্রয়োজনীয় যন্ত্রাংশের পাহাড় জমেছে । তিনি আধিকারিকদের বলেন, দ্রুত ওয়ার্কশপের অবস্থার পরিবর্তন করতে হবে । সেক্ষেত্রে অবশ্য ১৫ দিন সময় ধার্য করা হয়েছে ।

heritage tag
আর কে ভর্মা

আর এক ভর্মা বলেন, "তিনধারিয়া ওয়ার্কশপের অবস্থা যথেষ্টই বেহাল । ঠিকঠাক দেখভালের অভাবেই এই অবস্থা । যত্রতত্র আবর্জনাসহ অপ্রয়োজনীয়, বাতিল সরঞ্জাম পড়ে রয়েছে । সেগুলি দ্রুত সরিয়ে ফেলার কথা বলা হয়েছে । একইসঙ্গে হেরিটেজ যন্ত্রাংশ স্তরে স্তরে সাজিয়ে রাখা হবে ওয়ার্কশপে । দ্রুত সেই কাজ করা হবে । তবে ওয়ার্কশপসহ গয়াবাড়ি ও সোনাদা রেলস্টেশনের সংস্কারের ক্ষেত্রে রেল ও UNESCO একযোগে কাজ করবে । সেটা অবশ্য UNESCO প্রদত্ত কম্প্রিহেনসিভ কনজারভেটিভ মেইনটেনেন্স প্ল্যান (CCMP) অনুসারে । চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই সেই প্ল্যান তৈরি হয়ে যাবে । এরপরই শুরু হবে কাজ । এখনও বৃষ্টি হচ্ছে তাই এখনই শিলিগুড়ি থেকে দার্জিলিঙের টয়ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না । সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে । তবে ধস মোকাবিলায় রেল যথেষ্ট উদ্যোগী ।

"

শিলিগুড়ি, 21 জুলাই : জাতিসত্ত্বা ও পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে টানা ১০৪ দিন ধরে চলা মোর্চার আন্দোলনের রোশে পুড়ে গেছিল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের পৃথক দুটি স্টেশন । সেদিন থেকে আজ অবধি একই অবস্থাতেই পড়ে রয়েছে ওই স্টেশন দুটি । তবে এবার ওই দুটি স্টেশন সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে UNESCO । পূজোর প্রাক্কালেই রেল ও UNESCO-র যৌথ প্রয়াসে নয়া আঙ্গিকে ওই দুটি স্টেশন সাজিয়ে তোলার কাজ শুরু হবে । গতকাল বিভিন্ন টয়ট্রেন স্টেশন ও তিনধারিয়া ওয়ার্কশপ পরির্দশন শেষে একথা জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের DRM আর কে ভর্মা ।

দায়িত্ব গ্রহণের পর গতকাল প্রথম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিভিন্ন স্টেশন ও রেল ট্র্যাক পরিদর্শনে যান আর কে ভর্মা । শুরুতেই সুকনা স্টেশন পৌঁছান তিনি । সেখানের আধিকারিদের সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি স্টেশনের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন । এরপর তিনি পৌঁছান তিনধারিয়া ওয়ার্কশপে । সেখানে পৌঁছে ওয়ার্কশপের অবস্থা দেখে কিছুটা হলেও অসন্তুষ্ট হন তিনি । কারণ, ওয়ার্কশপের ছাদ চুঁইয়ে কোথাও জল পড়ছে আবার কোথাও আবার জমেছে আবর্জনার স্তূপ । কোথাও আবার অপ্রয়োজনীয় যন্ত্রাংশের পাহাড় জমেছে । তিনি আধিকারিকদের বলেন, দ্রুত ওয়ার্কশপের অবস্থার পরিবর্তন করতে হবে । সেক্ষেত্রে অবশ্য ১৫ দিন সময় ধার্য করা হয়েছে ।

heritage tag
আর কে ভর্মা

আর এক ভর্মা বলেন, "তিনধারিয়া ওয়ার্কশপের অবস্থা যথেষ্টই বেহাল । ঠিকঠাক দেখভালের অভাবেই এই অবস্থা । যত্রতত্র আবর্জনাসহ অপ্রয়োজনীয়, বাতিল সরঞ্জাম পড়ে রয়েছে । সেগুলি দ্রুত সরিয়ে ফেলার কথা বলা হয়েছে । একইসঙ্গে হেরিটেজ যন্ত্রাংশ স্তরে স্তরে সাজিয়ে রাখা হবে ওয়ার্কশপে । দ্রুত সেই কাজ করা হবে । তবে ওয়ার্কশপসহ গয়াবাড়ি ও সোনাদা রেলস্টেশনের সংস্কারের ক্ষেত্রে রেল ও UNESCO একযোগে কাজ করবে । সেটা অবশ্য UNESCO প্রদত্ত কম্প্রিহেনসিভ কনজারভেটিভ মেইনটেনেন্স প্ল্যান (CCMP) অনুসারে । চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই সেই প্ল্যান তৈরি হয়ে যাবে । এরপরই শুরু হবে কাজ । এখনও বৃষ্টি হচ্ছে তাই এখনই শিলিগুড়ি থেকে দার্জিলিঙের টয়ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হচ্ছে না । সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে । তবে ধস মোকাবিলায় রেল যথেষ্ট উদ্যোগী ।

"

Intro:মোর্চার আন্দোলনের ক্ষতিগ্রস্থ স্টেশন সংস্কারে যৌথভাবে কাজ করবে রেল ও ইউনেস্কো!

শিলিগুড়ি, ২০ জুলাইঃ জাতিসত্বা ও পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবীতে টানা ১০৪ দিন ধরে চলা মোর্চার আন্দোলনের রোশে পুড়ে ছাই হয়েছিল হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের পৃথক দুটি স্টেশন। সেদিন থেকে আজ অবধি একই অবস্থাতেই পড়ে রয়েছে ওই দুটি স্টেশন। তবে এবার ওই দুটি স্টেশন৷ সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে চলেছে ইউনেস্কো। পূজোর প্রাক্কালেই রেল ও ইউনেস্কোর যৌথ প্রয়াসে নয়া আঙ্গিকে ওই দুটি স্টেশন সাজিয়ে তোলার কাজ শুরু হবে। আজ বিভিন্ন টয়ট্রেন স্টেশন ও তিনধারিয়া ওয়ার্কশপ পরির্দশন শেষে এমনটাই জানালেন উত্তরপূর্ব সীমান্ত রেলের কাঠিহার ডিভিশনের ডিআরএম আর কে ভর্মা।

Body:দ্বায়িত্ব গ্রহণের পর এদিন প্রথম দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বিভিন্ন স্টেশন ও রেল ট্র‍্যাক পরিদর্শনে যান ডিআরএম আর কে ভর্মা। শুরুতেই সুকনা স্টেশন পৌঁছান। আধিকারীদের সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি স্টেশনের বর্তমান অবস্থার খোঁজ খবর নেন। এরপর তিনি পৌঁছান তিনধারিয়া ওয়ার্কশপে। সেখানে পৌঁছে ওয়ার্কশপের হালহকিকত নজরান্দাজ করতেই কিছুটা হলেও অসন্তুষ্ট হন তিনি। ডিআরএম লক্ষ্য করেন ওয়ার্কশপের ছাদ চুইয়ে কোথাও জল পড়ছে তো কোথাও আবার জমেছে আবর্জনার স্তূপ। আবার কোথাও অপ্রয়োজনীয় যন্ত্রাংশের পাহাড় জমেছে। ঘটনাপ্রসঙ্গে আধিকারীকদের সাফ জানান দ্রুত ওয়ার্কশপের অবস্থার পরিবর্তন আনার বিষয়ে। সেক্ষেত্রে অবশ্য ১৫ দিন সময় ধার্য করা হয়েছে।

Conclusion:ডিআরএম আর এক ভর্মা বলেন, তিনধারিয়া ওয়ার্কশপের অবস্থা যথেষ্টই বেহাল। ঠিকঠাক দেখভালের অভাবেই এই অবস্থা। যত্রতত্র আবর্জনা সহ অপ্রয়োজনীয়, বাতিল সরঞ্জাম পড়ে রয়েছে। সেগুলি দ্রুত সরিয়ে ফেলার কথা বলা হয়েছে। একইসঙ্গে হেরিটেজ যন্ত্রাংশ স্তরে স্তরে সাজিয়ে রাখা হবে ওয়ার্কশসে। দ্রুত সেই কাজ করা হবে। তবে ওয়ার্কশপ সহ গয়াবাড়ি ও সোনাদা রেলস্টেশনের সংস্কারের ক্ষেত্রে রেল ও ইউনেস্কো একযোগে কাজ করবে। সেটা অবশ্য ইউনেস্কো প্রদত্ত কম্প্রিহেনসিভ কনজার্ভেটিভ মেইনটেনেন্স প্ল্যান (সিসিএমপি) অনুসারে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই সেই প্ল্যান তৈরি হক্যে যাবে। এরপরেই শুরু হবে কাজ।

টয়ট্রেন লাইন ও স্টেশন পরিদর্শন শেষে ডিআরএম বলেন, বৃষ্টি এখনও হচ্ছে। স্বাভাবিকভাবেই শিলিগুড়ি থেকে দার্জিলিং এর টয়ট্রেন পরিসেবা চালু করা সম্ভব হচ্ছে না এখনই। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে। তবে ধস মোকাবিলায় রেল যথেষ্ট উদ্যোগী। ইউনেস্কোও সন্তুষ্ট।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.