ETV Bharat / state

পাহাড়ে যাবে না রাহুল গান্ধির ন্যায় যাত্রা ! লোকসভা নির্বাচনে প্রচারে অবশ্য আসবেন প্রিয়াঙ্কারা - Bharat jodo nyay yatra

Rahul Gandhi Bharat jodo nyay yatra: লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সিংহভাগ আসনেই থাবা বসিয়েছিল বিজেপি। এবার সেইসব আসনে জয় পেতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। কিন্তু এরই মাঝে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা ভোট বাক্সে কতোটা প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 10:32 PM IST

বিনয় তামাং

দার্জিলিং, 10 জানুয়ারি: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় পাহাড়ে যাচ্ছেন না রাহুল গান্ধি ! কিন্তু লোকসভা নির্বাচনের আগে দার্জিলিংয়ে প্রচারে আসবেন রাহুল গান্ধি অথবা প্রিয়াঙ্কা গান্ধি এমনটাও জানা গিয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সম্পাদক বিনয় তামাং।

এদিন শিলিগুড়ির এক হোটেলে রাহুল গান্ধির ন্যায় যাত্রা নিয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং, রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, বিনয় তামাং, সুজয় ঘটক-সহ অন্যান্যরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, 26 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে ন্যায় যাত্রার সূচনা করবেন রাহুল গান্ধি। অসমের ধুবড়ি থেকে যাত্রা শুরু হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে। 27 ফেব্রুয়ারি ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফুলবাড়ি পৌঁছবে যাত্রা ৷ এরপর নৌকাঘাটে রাত্রীযাপন করার কথা রয়েছে রাহুল গান্ধির ৷ পরের দিন বাগডোগরা, নকশালবাড়ি হয়ে ইসলামপুর, চোপড়া হয়ে উত্তর দিনাজপুর যাবেন।

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সিংহভাগ আসনেই থাবা বসিয়েছিল বিজেপি। এবার সেইসব আসনে জয় পেতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। কিন্তু এরই মাঝে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা ভোট বাক্সে কতোটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়। অন্যদিকে, পাহাড়ে আগেও প্রচারে এসেছিলেন রাজীব গান্ধি, ইন্দিরা গান্ধির মতো কংগ্রেস নেতৃত্ব ৷ বিজেপির আগে পাহাড়ের আসন কংগ্রেসের দখলেই ছিল। এবার রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির মতো কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বকে লোকসভা নির্বাচনের আগে প্রচারে এনে চমক দিতে চাইছে কংগ্রেসও।

এদিন বিনয় তামাং বলেন, "উত্তরবঙ্গে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা দু'টো ধাপে করা হবে। আমরা চেষ্টা করছি এবার পাহাড়ে না-গেলেও জেলা ছুঁয়ে যেতে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধি বা প্রিয়াঙ্কা গান্ধি অবশ্যই আসবেন। অন্যদিকে, এই যাত্রার সময় রাহুল গান্ধি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। আমাদের আবেদন যে কোন সংস্থা, রাজনৈতিক দল সেইসময় রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে পারবেন এবং নিজেদের দাবি তুলে ধরতে পারবেন।"

আরও পড়ুন:

  1. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসাবে এখনই ব্যবহার করতে পারবে না ইডি, নির্দেশ ডিভিশন বেঞ্চের
  3. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি

বিনয় তামাং

দার্জিলিং, 10 জানুয়ারি: 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় পাহাড়ে যাচ্ছেন না রাহুল গান্ধি ! কিন্তু লোকসভা নির্বাচনের আগে দার্জিলিংয়ে প্রচারে আসবেন রাহুল গান্ধি অথবা প্রিয়াঙ্কা গান্ধি এমনটাও জানা গিয়েছে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন প্রদেশ কংগ্রেস সম্পাদক বিনয় তামাং।

এদিন শিলিগুড়ির এক হোটেলে রাহুল গান্ধির ন্যায় যাত্রা নিয়ে সাংগঠনিক বৈঠক আয়োজিত হয় ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক তথা সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং, রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, বিনয় তামাং, সুজয় ঘটক-সহ অন্যান্যরা।
দলীয় সূত্রে জানা গিয়েছে, 26 ফেব্রুয়ারি উত্তরবঙ্গে ন্যায় যাত্রার সূচনা করবেন রাহুল গান্ধি। অসমের ধুবড়ি থেকে যাত্রা শুরু হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার হয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করবে। 27 ফেব্রুয়ারি ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফুলবাড়ি পৌঁছবে যাত্রা ৷ এরপর নৌকাঘাটে রাত্রীযাপন করার কথা রয়েছে রাহুল গান্ধির ৷ পরের দিন বাগডোগরা, নকশালবাড়ি হয়ে ইসলামপুর, চোপড়া হয়ে উত্তর দিনাজপুর যাবেন।

লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের সিংহভাগ আসনেই থাবা বসিয়েছিল বিজেপি। এবার সেইসব আসনে জয় পেতে মরিয়া রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। কিন্তু এরই মাঝে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা ভোট বাক্সে কতোটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়। অন্যদিকে, পাহাড়ে আগেও প্রচারে এসেছিলেন রাজীব গান্ধি, ইন্দিরা গান্ধির মতো কংগ্রেস নেতৃত্ব ৷ বিজেপির আগে পাহাড়ের আসন কংগ্রেসের দখলেই ছিল। এবার রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধির মতো কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বকে লোকসভা নির্বাচনের আগে প্রচারে এনে চমক দিতে চাইছে কংগ্রেসও।

এদিন বিনয় তামাং বলেন, "উত্তরবঙ্গে রাহুল গান্ধির এই ন্যায় যাত্রা দু'টো ধাপে করা হবে। আমরা চেষ্টা করছি এবার পাহাড়ে না-গেলেও জেলা ছুঁয়ে যেতে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রচারে রাহুল গান্ধি বা প্রিয়াঙ্কা গান্ধি অবশ্যই আসবেন। অন্যদিকে, এই যাত্রার সময় রাহুল গান্ধি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। আমাদের আবেদন যে কোন সংস্থা, রাজনৈতিক দল সেইসময় রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে পারবেন এবং নিজেদের দাবি তুলে ধরতে পারবেন।"

আরও পড়ুন:

  1. আগামী 25 বছরে ভারতকে উন্নত দেশে পরিণত করাই লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী মোদি
  2. কালীঘাটের কাকুর কণ্ঠস্বর প্রমাণ হিসাবে এখনই ব্যবহার করতে পারবে না ইডি, নির্দেশ ডিভিশন বেঞ্চের
  3. সন্দেশখালির ঘটনায় পুলিশি এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে ইডি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.