ETV Bharat / state

পাহাড়ে মমতার সমর্থনে মিছিল মোর্চার - morcha

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ দার্জিলিঙে মিছিল করল মোর্চার বিনয়পন্থী শিবির। মমতার সমর্থনে পাহাড়ে পোস্টারও সাঁটা হয়।

মোর্চার মিছিল
author img

By

Published : Feb 4, 2019, 11:54 PM IST

দার্জিলিং, ৪ ফেব্রুয়ারি : CBI- কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ দার্জিলিঙে মিছিল করল মোর্চার বিনয়পন্থী শিবির। প্ল্যাকার্ড, ফ্লেক্স নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন মোর্চা সমর্থকরা। মমতার সমর্থনে পাহাড়ে পোস্টারও সাঁটা হয়।

পোস্টারে লেখা রয়েছে, BJP সরকার CBI-কে দিয়ে প্রতিশোধের রাজনীতি করছে। বাংলায় ক্ষমতার বদল ঘটাতে চাইছে। CBI-র উপর হস্তক্ষেপ করছে। কিন্তু নরেন্দ্র মোদি ও অমিত শাহ বাংলার গণতন্ত্রকে হত্যা করতে পারবে না।

মোর্চার (বিনয়পন্থী শিবির) সহ সভাপতি সতীশ পোখরেল বলেন, "আসন্ন লোকসভা ভোটে আমরা তৃতীয় ফ্রন্টের সঙ্গে রয়েছি। বিমল গুরুং ও BJP-র পাশে এবার নেই পাহাড়ের বাসিন্দারা। তাই পাহাড়ে বিমলের সমর্থনে রাতের অন্ধকারে পোস্টারিং করে লাভ হবে না।"

দার্জিলিং, ৪ ফেব্রুয়ারি : CBI- কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ দার্জিলিঙে মিছিল করল মোর্চার বিনয়পন্থী শিবির। প্ল্যাকার্ড, ফ্লেক্স নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন মোর্চা সমর্থকরা। মমতার সমর্থনে পাহাড়ে পোস্টারও সাঁটা হয়।

পোস্টারে লেখা রয়েছে, BJP সরকার CBI-কে দিয়ে প্রতিশোধের রাজনীতি করছে। বাংলায় ক্ষমতার বদল ঘটাতে চাইছে। CBI-র উপর হস্তক্ষেপ করছে। কিন্তু নরেন্দ্র মোদি ও অমিত শাহ বাংলার গণতন্ত্রকে হত্যা করতে পারবে না।

মোর্চার (বিনয়পন্থী শিবির) সহ সভাপতি সতীশ পোখরেল বলেন, "আসন্ন লোকসভা ভোটে আমরা তৃতীয় ফ্রন্টের সঙ্গে রয়েছি। বিমল গুরুং ও BJP-র পাশে এবার নেই পাহাড়ের বাসিন্দারা। তাই পাহাড়ে বিমলের সমর্থনে রাতের অন্ধকারে পোস্টারিং করে লাভ হবে না।"

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Sir Jack Hayward Training Ground, Wolverhampton, England, UK - 4th February 2019.
1. 00:00 Nuno Espirito Santo arrives for news conference
2. 00:11 SOUNDBITE (English): Nuno Espirito Santo, Wolverhampton Wanderers head coach:
++TRANSCRIPTION TO FOLLOW++
3. 00:31 SOUNDBITE (English): Nuno Espirito Santo, Wolverhampton Wanderers head coach:
++TRANSCRIPTION TO FOLLOW++
4. 00:49 SOUNDBITE (English): Nuno Espirito Santo, Wolverhampton Wanderers head coach:
++TRANSCRIPTION TO FOLLOW++
5. 01:17 SOUNDBITE (English): Nuno Espirito Santo, Wolverhampton Wanderers head coach:
++TRANSCRIPTION TO FOLLOW++
SOURCE: Premier League Productions
DURATION: 01:54
STORYLINE:
Wolverhampton Wanderers head coach Nuno Espirito Santo said on Monday that his players' commitment to the club is the secret to their success in the English Premier League, in becoming the first promoted club in 14 years to reach a 38 points total at this stage of the season.  

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.