ETV Bharat / state

Darjeeling Hills University: লন্ডন থেকে ফিরেই হিল ইউনিভার্সিটির উপাচার্য পদে প্রেম পোদ্দার, শুক্রে দায়িত্বভার গ্রহণ - Prem Poddar to take over as Vice Chancellor

লন্ডন থেকে ফিরে দার্জিলিং পৌঁছলেন হিল ইউনিভার্সিটির (Darjeeling Hills University) নবনিযুক্ত উপাচার্য প্রেম পোদ্দার ৷ শুক্রবার দায়িত্বভার গ্রহণ করবেন তিনি ৷ তার আগে সাক্ষাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে ৷

New Vice-Chancellor Darjeeling Hills University
প্রেম পোদ্দার
author img

By

Published : Mar 23, 2023, 8:27 PM IST

Updated : Mar 23, 2023, 8:55 PM IST

শুক্রবার দায়িত্বভার গ্রহণ হিল ইউনিভার্সিটির উপাচার্য পদে প্রেম পোদ্দারের

দার্জিলিং, 23 মার্চ: পরিকাঠামোর অভাব থাকলেও তা পূরণ করে পঠনপাঠন শুরু করার উদ্যোগ হিল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রেম পোদ্দারের । দার্জিলিং হিল ইউনিভার্সিটি (Darjeeling Hills University) নিয়ে একরাশ সম্ভাবনার কথা বললেন নবনিযুক্ত এই উপাচার্য । বৃহস্পতিবার লন্ডন থেকে দিল্লি হয়ে সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই চলে আসেন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূপুর দাস l তিনিই তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ৷ প্রশাসনিক ভবনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেম পোদ্দার । শুক্রবার সকালে মংপুতে অস্থায়ী প্রশাসনিক ভবনে গিয়ে দার্জিলিং হিল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি (Prem Poddar to take over as Vice-Chancellor)।

প্রসঙ্গত, প্রেম পোদ্দার পাহাড়ের ভূমিপুত্র । তিনি ও তাঁর পরিবার কালিম্পংয়ের বাসিন্দা । আটের দশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনা করেছেন প্রেম পোদ্দার । প্রথম পিএইচডি এখানেই করেন । এরপরে ইংল্যান্ডের স্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি দ্বিতীয়বার পিএইচডি করেন । বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ওনারারি সিনিয়র ফেলো হিসেবে কর্মরত রয়েছেন । এর আগে ডেনমার্কের রসকলাইড বিশ্ববিদ্যালয়ে কালচারাল এনকাউন্টার বিষয়ে তিনি প্রায় 10 বছরের ওপর অধ্যাপনা করেছেন ।

2002 সালে তাঁর লেখা প্রথম বই 'ভায়োলেন্ট সিভিলাইটিস' প্রকাশ পায় । তাঁর শেষ লেখা বইয়ের নাম 'ইমেজড ফিচারস' । এছাড়াও ভারত ও চিন নিয়ে তাঁর লেখা বই সমৃদ্ধ করেছে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকেও । এদিন তিনি সাক্ষাৎকারে জানান, প্রতিকূল অবস্থা থাকলেও তাকে অনুকূল পরিস্থিতি করে বিশ্ববিদ্যালয় সুচারুরূপে চালু করতে তিনি বদ্ধপরিকর । যদিও রাজ্যপাল তাঁকে তিন মাসের জন্য দায়িত্ব দিয়েছেন ৷ তিনি চেষ্টা করবেন এই তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চালু করতে বলে এদিন জানিয়েছেন । বর্তমানে প্রায় 300 জন ছাত্র রয়েছেন যারা প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়াশোনা করছে ওই বিশ্ববিদ্যালয়ে ।

New Vice-Chancellor Darjeeling Hills University
ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেম পোদ্দার

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেম পোদ্দার বলেন, "আমার খুব ভালো লাগছে । তবে সারা রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে একটা আইনি জটিলতা চলছে । আমাকে আচার্য তিন মাসের জন্য নিয়োগ করেছেন । কিছু পরিকাঠামোগত অভাব রয়েছে । রেজিস্টার নেই, এছাড়া অন্যান্য আধিকারিকদেরও নিযুক্ত করা হয়নি । সেসব জটিলতা আগে কাটাতে হবে । কী পরিকাঠামো রয়েছে আগে সেগুলো খতিয়ে দেখে কীভাবে পঠন-পাঠন শুরু করা যায়, তার চেষ্টা করব ।"

উল্লেখ্য, দার্জিলিং হিল ইউনিভার্সিটির পঠন পাঠন বর্তমানে মংপু আইটিআই কলেজে চলছে । হোস্টেল না-থাকায় সেখানকার পড়ুয়াদেরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে হচ্ছে । চলতি বছরের জানুয়ারি মাস থেকে ছয়টি বিষয়ে ওই ইউনিভার্সিটিতে অফলাইনে পঠন-পাঠন শুরু হয়েছে । তার মধ্যে ইংরেজি, নেপালি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমিক্স রয়েছে । এর আগে এতদিন পর্যন্ত সেখানে অনলাইনে ক্লাস চলছিল ।

আরও পড়ুন: রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

শুক্রবার দায়িত্বভার গ্রহণ হিল ইউনিভার্সিটির উপাচার্য পদে প্রেম পোদ্দারের

দার্জিলিং, 23 মার্চ: পরিকাঠামোর অভাব থাকলেও তা পূরণ করে পঠনপাঠন শুরু করার উদ্যোগ হিল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রেম পোদ্দারের । দার্জিলিং হিল ইউনিভার্সিটি (Darjeeling Hills University) নিয়ে একরাশ সম্ভাবনার কথা বললেন নবনিযুক্ত এই উপাচার্য । বৃহস্পতিবার লন্ডন থেকে দিল্লি হয়ে সকালে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই চলে আসেন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে । বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূপুর দাস l তিনিই তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ৷ প্রশাসনিক ভবনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেম পোদ্দার । শুক্রবার সকালে মংপুতে অস্থায়ী প্রশাসনিক ভবনে গিয়ে দার্জিলিং হিল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করবেন তিনি (Prem Poddar to take over as Vice-Chancellor)।

প্রসঙ্গত, প্রেম পোদ্দার পাহাড়ের ভূমিপুত্র । তিনি ও তাঁর পরিবার কালিম্পংয়ের বাসিন্দা । আটের দশকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয় নিয়ে পড়াশুনা করেছেন প্রেম পোদ্দার । প্রথম পিএইচডি এখানেই করেন । এরপরে ইংল্যান্ডের স্যাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি দ্বিতীয়বার পিএইচডি করেন । বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ওনারারি সিনিয়র ফেলো হিসেবে কর্মরত রয়েছেন । এর আগে ডেনমার্কের রসকলাইড বিশ্ববিদ্যালয়ে কালচারাল এনকাউন্টার বিষয়ে তিনি প্রায় 10 বছরের ওপর অধ্যাপনা করেছেন ।

2002 সালে তাঁর লেখা প্রথম বই 'ভায়োলেন্ট সিভিলাইটিস' প্রকাশ পায় । তাঁর শেষ লেখা বইয়ের নাম 'ইমেজড ফিচারস' । এছাড়াও ভারত ও চিন নিয়ে তাঁর লেখা বই সমৃদ্ধ করেছে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিকেও । এদিন তিনি সাক্ষাৎকারে জানান, প্রতিকূল অবস্থা থাকলেও তাকে অনুকূল পরিস্থিতি করে বিশ্ববিদ্যালয় সুচারুরূপে চালু করতে তিনি বদ্ধপরিকর । যদিও রাজ্যপাল তাঁকে তিন মাসের জন্য দায়িত্ব দিয়েছেন ৷ তিনি চেষ্টা করবেন এই তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন চালু করতে বলে এদিন জানিয়েছেন । বর্তমানে প্রায় 300 জন ছাত্র রয়েছেন যারা প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়াশোনা করছে ওই বিশ্ববিদ্যালয়ে ।

New Vice-Chancellor Darjeeling Hills University
ওমপ্রকাশ মিশ্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেম পোদ্দার

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেম পোদ্দার বলেন, "আমার খুব ভালো লাগছে । তবে সারা রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে একটা আইনি জটিলতা চলছে । আমাকে আচার্য তিন মাসের জন্য নিয়োগ করেছেন । কিছু পরিকাঠামোগত অভাব রয়েছে । রেজিস্টার নেই, এছাড়া অন্যান্য আধিকারিকদেরও নিযুক্ত করা হয়নি । সেসব জটিলতা আগে কাটাতে হবে । কী পরিকাঠামো রয়েছে আগে সেগুলো খতিয়ে দেখে কীভাবে পঠন-পাঠন শুরু করা যায়, তার চেষ্টা করব ।"

উল্লেখ্য, দার্জিলিং হিল ইউনিভার্সিটির পঠন পাঠন বর্তমানে মংপু আইটিআই কলেজে চলছে । হোস্টেল না-থাকায় সেখানকার পড়ুয়াদেরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে হচ্ছে । চলতি বছরের জানুয়ারি মাস থেকে ছয়টি বিষয়ে ওই ইউনিভার্সিটিতে অফলাইনে পঠন-পাঠন শুরু হয়েছে । তার মধ্যে ইংরেজি, নেপালি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং ইকোনমিক্স রয়েছে । এর আগে এতদিন পর্যন্ত সেখানে অনলাইনে ক্লাস চলছিল ।

আরও পড়ুন: রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

Last Updated : Mar 23, 2023, 8:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.