ETV Bharat / state

Poster Against Nantu Pal : তৃণমূল যোগের জল্পনা বাড়তেই 'গদ্দার' নান্টু পালের নামে পোস্টার - নান্টু পালের ফের তৃণমূল যোগের জল্পনা

কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ধরাশায়ী হতেই রাজ্যের একাধিক নেতা ফের ঘাসফুল শিবিরে ফিরতে শুরু করেন। নান্টু ও মঞ্জুশ্রী পালেরও তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয় (Nantu Pal and Manjushree Pal can rejoin Trinamool Congress)। সম্প্রতি এই রাজনৈতিক দম্পতি কলকাতায়ও গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরতেই জল্পনা আরও দৃঢ় হয় ।

Poster Against Nantu Pal in Siliguri
Poster Against Nantu Pal in Siliguri
author img

By

Published : Nov 30, 2021, 3:23 PM IST

শিলিগুড়ি, 30 নভেম্বর : ফের শিরোনামে শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পাল (Nantu Pal)। মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নান্টু পাল এবং তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পালের নামে পোস্টার পড়তে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে (Poster against Nantu Pal in Siliguri) ৷ এদিন সকালে শিলিগুড়ির হাসমি চক, বিধানরোড, হাকিমপাড়ার একাধিক জায়গায় নান্টু ও মঞ্জুশ্রী পালের নামে পোস্টার দেখা যায়। বিজেপি নেতার তৃণমূল যোগের জল্পনা বাড়তেই শহরজুড়ে এই পোস্টার-ব্যানার বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যেখানে কোথাও নান্টু পালকে 'গদ্দার' বলে সম্বোধন করা হয়েছে ৷ আবার কোথাও এই বিজেপি নেতাকে তৃণমূলে 'আর না' চেয়ে পড়েছে পোস্টার ৷

বরাবরই শিলিগুড়ি রাজনীতির অন্যতম চর্চিত নাম নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ভাইস-চেয়ারম্যান তথা ১১ নম্বর ওয়ার্ডের চারবারের প্রাক্তন কাউন্সিলর ৷ নান্টু পাল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্যও বটে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট না মেলায় ক্ষোভে তৃণমূল ছেড়েছিলেন তিনি ৷ পরবর্তীতে কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। স্ত্রী মঞ্জুশ্রী পালও স্বামীর পথেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। মঞ্জুশ্রী পাল ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী।

কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ধরাশায়ী হতেই রাজ্যের একাধিক নেতা ফের ঘাসফুল শিবিরে ফিরতে শুরু করেন। নান্টু ও মঞ্জুশ্রী পালেরও তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয় (Nantu Pal and Manjushree Pal can rejoin Trinamool Congress)। সম্প্রতি এই রাজনৈতিক দম্পতি কলকাতায়ও গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরতেই জল্পনা আরও দৃঢ় হয় । ফলশ্রুতিতে সোমবার রাতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পরল নান্টু পাল ও মঞ্জুশ্রী পালের নামে। এর আগে শিলিগুড়ির এই চর্চিত রাজনীতিবিদ দল পরিবর্তন করে কংগ্রেস, সিপিএমেও গিয়েছিলেন।

আরও পড়ুন : নির্দল হিসাবে মনোনয়ন প্রত্যাহার, বিজেপি প্রার্থীর হয়েই প্রচার করবেন নান্টু পাল

পোস্টারের বিষয়ে নান্টু পাল বলেন, "আমার মনে হয় যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁরা রাতের অন্ধকারে পোস্টার লাগান না। আর আমি কোন রাজনৈতিক দল করছি সেটা মানুষ জানে। মানুষ আমার পাশে আছে।" অন্যদিকে, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "যাঁরা পোস্টার লাগিয়েছেন তাঁরা দলের কেউ বলে আমার মনে হয় না। আর দলে কে যোগ দেবেন, কে দেবেন না সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করে। তবে দলীয়ভাবে আমরাও বিষয়টি খতিয়ে দেখব।"

শিলিগুড়ি, 30 নভেম্বর : ফের শিরোনামে শিলিগুড়ির বিজেপি নেতা নান্টু পাল (Nantu Pal)। মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় নান্টু পাল এবং তাঁর স্ত্রী মঞ্জুশ্রী পালের নামে পোস্টার পড়তে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে (Poster against Nantu Pal in Siliguri) ৷ এদিন সকালে শিলিগুড়ির হাসমি চক, বিধানরোড, হাকিমপাড়ার একাধিক জায়গায় নান্টু ও মঞ্জুশ্রী পালের নামে পোস্টার দেখা যায়। বিজেপি নেতার তৃণমূল যোগের জল্পনা বাড়তেই শহরজুড়ে এই পোস্টার-ব্যানার বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ যেখানে কোথাও নান্টু পালকে 'গদ্দার' বলে সম্বোধন করা হয়েছে ৷ আবার কোথাও এই বিজেপি নেতাকে তৃণমূলে 'আর না' চেয়ে পড়েছে পোস্টার ৷

বরাবরই শিলিগুড়ি রাজনীতির অন্যতম চর্চিত নাম নান্টু পাল এবং মঞ্জুশ্রী পাল। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবিরে নাম লিখিয়েছিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) ভাইস-চেয়ারম্যান তথা ১১ নম্বর ওয়ার্ডের চারবারের প্রাক্তন কাউন্সিলর ৷ নান্টু পাল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোর কমিটির সদস্যও বটে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে টিকিট না মেলায় ক্ষোভে তৃণমূল ছেড়েছিলেন তিনি ৷ পরবর্তীতে কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। স্ত্রী মঞ্জুশ্রী পালও স্বামীর পথেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। মঞ্জুশ্রী পাল ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী।

কিন্তু বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির ধরাশায়ী হতেই রাজ্যের একাধিক নেতা ফের ঘাসফুল শিবিরে ফিরতে শুরু করেন। নান্টু ও মঞ্জুশ্রী পালেরও তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয় (Nantu Pal and Manjushree Pal can rejoin Trinamool Congress)। সম্প্রতি এই রাজনৈতিক দম্পতি কলকাতায়ও গিয়েছিলেন ৷ সেখান থেকে ফিরতেই জল্পনা আরও দৃঢ় হয় । ফলশ্রুতিতে সোমবার রাতে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার পরল নান্টু পাল ও মঞ্জুশ্রী পালের নামে। এর আগে শিলিগুড়ির এই চর্চিত রাজনীতিবিদ দল পরিবর্তন করে কংগ্রেস, সিপিএমেও গিয়েছিলেন।

আরও পড়ুন : নির্দল হিসাবে মনোনয়ন প্রত্যাহার, বিজেপি প্রার্থীর হয়েই প্রচার করবেন নান্টু পাল

পোস্টারের বিষয়ে নান্টু পাল বলেন, "আমার মনে হয় যাঁরা তৃণমূল কংগ্রেস করেন তাঁরা রাতের অন্ধকারে পোস্টার লাগান না। আর আমি কোন রাজনৈতিক দল করছি সেটা মানুষ জানে। মানুষ আমার পাশে আছে।" অন্যদিকে, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, "যাঁরা পোস্টার লাগিয়েছেন তাঁরা দলের কেউ বলে আমার মনে হয় না। আর দলে কে যোগ দেবেন, কে দেবেন না সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করে। তবে দলীয়ভাবে আমরাও বিষয়টি খতিয়ে দেখব।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.