কালিম্পং, 28 ডিসেম্বর : এক দম্পতির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কালিম্পংয়ে । জানা গিয়েছে, কালিম্পংয়ের তাশিডিং এলাকায় একটি ঘরের ভিতর থেকে উদ্ধার হয় ওই দু‘টি রক্তাক্ত মৃতদেহ । মৃতদের নাম খরক বাহাদুর ছেত্রী এবং বিষ্ণু ছেত্রী (Police recovers dead bodies of a couple from kalimpong) । দু‘জনের শরীরেই একাধিক আঘাতের চিহ্ন রয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দু‘জনকেই খুন করা হয়েছে ৷ মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত দেহ দু‘টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠায় পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালিম্পং জেলা পুলিশ সুপার হরিকৃষ্ণ পাঁই ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে অন্যান্য দিনের মত ওই দম্পতিকে বাড়ি থেকে বেরোতে না দেখেই সন্দেহ হয় পাড়া প্রতিবেশীদের । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডাকাডাকিও শুরু করেন তাঁরা ৷ কিন্তু কোনও সাড়া না মেলায় শেষপর্যন্ত পুলিশে খবর দেওয়া হয় ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মৃতদেহ দু‘টি উদ্ধার করে পুলিশ ৷
আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ, গৃহবধূকে খুনে অভিযুক্ত স্বামী
ঘরের বিছানা থেকে রক্তাক্ত মৃতদেহ দু‘টি উদ্ধার করার পর সেগুলি ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ । জানা গিয়েছে, খরক বাহাদুরের এর আগে দু'বার বিয়ে হয়েছিল । বিষ্ণু তাঁর তৃতীয় স্ত্রী । খরক বাহাদুর পশু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন । তবে কি কারণে তাঁদের খুন করা হয়েছে তা নিয়ে এখনও ধন্দ্ব রয়েছে । হরেকৃষ্ণবাবু বলেন, "তদন্ত চলছে । ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না । সব দিক খতিয়ে দেখা হচ্ছে ।"