ETV Bharat / state

Police Recovered Theft Items: উদ্ধার বিদেশি পর্যটকের চুরি যাওয়া জিনিসপত্র, গ্রেফতার 2 - চুরি গেল অস্ট্রেলিয়ার পর্যটকের জিনিস

অস্ট্রেলিয়া থেকে দার্জিলিঙে ঘুরতে এসে দুষ্কৃতীদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছিলেন পর্যটক রুবেল জোনাথন পেটলি। নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ৷ শুক্রবার সকালে পর্যটকের চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করে দেশের মান রক্ষা করল জলপাইগুড়ি থানার পুলিশ (police recovered tourists theft items ) ৷

Police Recovered Theft Items
ETV Bharat
author img

By

Published : Nov 25, 2022, 9:28 PM IST

শিলিগুড়ি, 25 নভেম্বর: অস্ট্রেলিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন রুবেল জোনাথন পেটলি । দার্জিলিঙ ঘুরে 11 নভেম্বর দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 1নম্বর প্ল্যাটফর্মে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি ৷ চুরি হয়ে যায় একটি ব্যাগ ৷ এরপর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই পর্যটক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ শুক্রবার সকালে ওই পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিশ (police recovered tourists theft items)৷

পুলিশ সূত্রে খবর, 11 নভেম্বর দার্জিলিং ঘুরে দিল্লি যাচ্ছিলেন ওই পর্যটক ৷ তাঁর সঙ্গে ছিল 3টি ব্যাগ ৷ সেখান থেকে একটি ব্যাগ চুরি হয়ে গিয়েছিল ৷ খোয়া যায় একটি ট্যাব, ক্যামেরা, পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, বেশকিছু নগদ ৷ এরপরই ওই পর্যটক এনজেপি জিআরপি থানাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সকালে এনজেপি-র 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক বর্মন ও শান্তনু কর নামে দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দীপক মালদা ও শান্তনু ফালাকাটার বাসিন্দা। তাদের কাছ থেকেই পর্যটকের চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয় ৷

উদ্ধার বিদেশি পর্যটকের চুরি যাওয়া জিনিসপত্র

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 11 লক্ষ টাকার রুপোর গয়না

নিউ জলপাইগুড়ির জিআরপি থানার আইসি অনুপম মজুমদার বলেন, "অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। এরপরই ধৃতদের আজ গ্রেফতার করা হয়েছে। তবে ইতিমধ্যেই অভিযোগকারী ওই পর্যটক অস্ট্রেলিয়া রওনা হয়ে গিয়েছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।"

শিলিগুড়ি, 25 নভেম্বর: অস্ট্রেলিয়া থেকে ভারতে ঘুরতে এসেছিলেন রুবেল জোনাথন পেটলি । দার্জিলিঙ ঘুরে 11 নভেম্বর দিল্লি যাওয়ার উদ্দেশ্যে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের 1নম্বর প্ল্যাটফর্মে সম্পর্কক্রান্তি এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেখানেই ঘটে বিপত্তি ৷ চুরি হয়ে যায় একটি ব্যাগ ৷ এরপর নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই পর্যটক ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ শুক্রবার সকালে ওই পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে পুলিশ (police recovered tourists theft items)৷

পুলিশ সূত্রে খবর, 11 নভেম্বর দার্জিলিং ঘুরে দিল্লি যাচ্ছিলেন ওই পর্যটক ৷ তাঁর সঙ্গে ছিল 3টি ব্যাগ ৷ সেখান থেকে একটি ব্যাগ চুরি হয়ে গিয়েছিল ৷ খোয়া যায় একটি ট্যাব, ক্যামেরা, পাসপোর্ট, ব্যাঙ্কের নথি, বেশকিছু নগদ ৷ এরপরই ওই পর্যটক এনজেপি জিআরপি থানাতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার সকালে এনজেপি-র 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীপক বর্মন ও শান্তনু কর নামে দু‘জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দীপক মালদা ও শান্তনু ফালাকাটার বাসিন্দা। তাদের কাছ থেকেই পর্যটকের চুরি যাওয়া সামগ্রীও উদ্ধার হয় ৷

উদ্ধার বিদেশি পর্যটকের চুরি যাওয়া জিনিসপত্র

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার 11 লক্ষ টাকার রুপোর গয়না

নিউ জলপাইগুড়ির জিআরপি থানার আইসি অনুপম মজুমদার বলেন, "অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করা হয়। এরপরই ধৃতদের আজ গ্রেফতার করা হয়েছে। তবে ইতিমধ্যেই অভিযোগকারী ওই পর্যটক অস্ট্রেলিয়া রওনা হয়ে গিয়েছে। যার কারণে প্রশাসনের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.