ETV Bharat / state

রংলিতে 100 পরিবারকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ

author img

By

Published : Mar 30, 2020, 10:47 PM IST

দার্জিলিঙের প্রত্যন্ত এলাকা রংলি । লকডাউনের জেরে আপাতত বাড়িতে বসে রয়েছেন এলাকার মানুষজন । রোজগার নেই । তাই অনেকেই খাদ্য সংকটে ভুগছেন ।

image
ছবি

দার্জিলিং, 30 মার্চ : লকডাউনে বন্ধ চা বাগান । তাই রুটিরুজিও বন্ধ । এর জেরে সমস্যায় পড়েছেন দার্জিলিংয়ের রংলির বাসিন্দারা । অনেকে খাদ্যসংকটে ভুগছেন । এই পরিস্থিতিতে এলাকার প্রায় 100 পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ ।

কোরোনা মোকাবিলায় আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগে যখন অনেক ক্ষেত্রে পুলিশের অমানবিক হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল, তখনও তিনি পুলিশকে একটু নরম হতে বলেছিলেন । আজ সেরকমই এক ছবি ধরা পড়ল দার্জিলিঙের রংলিতে ।

দার্জিলিঙের প্রত্যন্ত এলাকা রংলি । লকডাউনের জেরে আপাতত সমস্ত কাজ বন্ধ । চা বাগানেও কাজ হচ্ছে না এখন । তাই রোজগারও বন্ধ । এই পরিস্থিতিতে এলাকার গরিব পরিবারগুলিকে সাহায্য করতে এগিয়ে এল পুলিশ । এলাকার প্রায় 100 পরিবারের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । পাশাপাশি কোরোনো সংক্রমণ, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা বিষয়ে সচেতন করা হয় তাঁদের । আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং পুলিশের DSP ( টাউন) রাহুল পাণ্ডে, রংলি থানার OC সুমন কল্যাণ ও অন্য পুলিশ আধিকারিকরা ।

এই বিষয়ে, রংলি থানার OC সুমন কল্যাণ বলেন, "মুখ্যমন্ত্রী পুলিশকে মানবিক হতে বলেছেন । লকডাউনে আইন না মানলে যেমন কড়া পদক্ষেপ করবে পুলিশ । সেইরকম কেউ সমস্যায় পড়লে বন্ধুর মতো পাশেও দাঁড়াবে। কেউ যাতে অভুক্ত না থাকে সেটাও দেখবে ।"

দার্জিলিং, 30 মার্চ : লকডাউনে বন্ধ চা বাগান । তাই রুটিরুজিও বন্ধ । এর জেরে সমস্যায় পড়েছেন দার্জিলিংয়ের রংলির বাসিন্দারা । অনেকে খাদ্যসংকটে ভুগছেন । এই পরিস্থিতিতে এলাকার প্রায় 100 পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল পুলিশ ।

কোরোনা মোকাবিলায় আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কয়েকদিন আগে যখন অনেক ক্ষেত্রে পুলিশের অমানবিক হওয়া নিয়ে প্রশ্ন উঠছিল, তখনও তিনি পুলিশকে একটু নরম হতে বলেছিলেন । আজ সেরকমই এক ছবি ধরা পড়ল দার্জিলিঙের রংলিতে ।

দার্জিলিঙের প্রত্যন্ত এলাকা রংলি । লকডাউনের জেরে আপাতত সমস্ত কাজ বন্ধ । চা বাগানেও কাজ হচ্ছে না এখন । তাই রোজগারও বন্ধ । এই পরিস্থিতিতে এলাকার গরিব পরিবারগুলিকে সাহায্য করতে এগিয়ে এল পুলিশ । এলাকার প্রায় 100 পরিবারের হাতে তুলে দেওয়া হল প্রয়োজনীয় খাদ্য সামগ্রী । পাশাপাশি কোরোনো সংক্রমণ, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানা বিষয়ে সচেতন করা হয় তাঁদের । আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং পুলিশের DSP ( টাউন) রাহুল পাণ্ডে, রংলি থানার OC সুমন কল্যাণ ও অন্য পুলিশ আধিকারিকরা ।

এই বিষয়ে, রংলি থানার OC সুমন কল্যাণ বলেন, "মুখ্যমন্ত্রী পুলিশকে মানবিক হতে বলেছেন । লকডাউনে আইন না মানলে যেমন কড়া পদক্ষেপ করবে পুলিশ । সেইরকম কেউ সমস্যায় পড়লে বন্ধুর মতো পাশেও দাঁড়াবে। কেউ যাতে অভুক্ত না থাকে সেটাও দেখবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.