ফাঁসিদেওয়া, 17 এপ্রিল : বিশেষভাবে সক্ষম নাবালিকা ভাইঝিকে ধর্ষণের অভিযোগ উঠল পিসেমশাইয়ের বিরুদ্ধে । এই ঘটনায় নাবালিকার বাবারও জড়িত থাকার অভিযোগ উঠেছে (Handicapped Girl Rape in Phansidewa)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকে । এই নিয়ে গত তিনদিনে দু'টি ধর্ষণের ঘটনা ঘটল দার্জিলিং জেলায় ।
পরিবার সূত্রে খবর, ওই আদিবাসী নাবালিকার মা ও বাবা দু'জনেই দিনমজুরের কাজ করে । ওই একই বাড়িতে থাকত মেয়েটির পিসেমশাইও । বৃহস্পতিবার বিকেলে নাবালিকার মা কাজের সূত্রে বাইরে যায় ৷ সেই সুযোগে মেয়েটিকে ধর্ষণ করে তার পিসেমশাই ৷ এমনটাই অভিযোগ উঠেছে । পরদিন অর্থাৎ শুক্রবার ওই নাবালিকা এক প্রতিবেশীর বাড়িতে যায় । সেখানে গিয়ে অসুস্থ হয়ে পরে সে । এরপরই ওই প্রতিবেশী মহিলাকে সব খুলে বলে ওই নাবালিকা । বিষয়টি জানাজানি হতেই পালানোর চেষ্টা করে অভিযুক্ত । কিন্তু চেষ্টা বিফলে যায় ।
আরও পড়ুন : Nephew Accused Raping Aunty : কাকিমাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার ভাইপো
নাবালিকার মা থানায় অভিযোগ জানানো মাত্রই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । প্রতিবেশী এক মহিলা বলেন, "আমার বাড়িতে মেয়েটি আসার পর বিষয়টি জানতে পারি । এরপর বাকিদের জানাই এবং থানায় অভিযোগ জানাতে বলি ।" এই ঘটনা প্রসঙ্গে এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান বলেন, "খুবই ন্যাক্কারজনক ঘটনা । ওর বাবাও জড়িত রয়েছে বলে শুনেছি । কেউ না থাকার সুযোগে এই ঘটনা ঘটানো হয়েছে । এদের কড়া শাস্তি হওয়া উচিৎ ।"