ETV Bharat / state

খুনের 6 দিন বাদে উদ্ধার স্ত্রী'র হাতে খুন হওয়া যুবকের মৃতদেহ - murder Siliguri

স্ত্রী সুমনাকে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় চলতি মাসের পাঁচ তারিখ খুন হতে হয় মাটিগাড়ার কলমজোতের বাসিন্দা পিন্টু ভৌমিককে । তদন্তে নেমে সুমনার গতিবিধি নিয়ে সন্দেহ জাগে তদন্তকারীদের মনে । পিন্টুর স্ত্রী সুমনা ও বন্ধু মনিন্দ সিংহকে টানা 14 ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা । জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় সুমনা ।

উদ্ধার হওয়া মৃতদেহ
author img

By

Published : May 13, 2019, 5:07 AM IST

শিলিগুড়ি, 13 মে : স্বামীকে খুনের ঘটনা ধামাচাপা দিতে দেহ লোপাটের চেষ্টা করেছিল যুবতি । কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হল । খুন হওয়ার ছ'দিন পর উদ্ধার হল দার্জিলিঙের মাটিগাড়ার বাসিন্দা পিন্টু ভৌমিকের মৃতদেহ । গতকাল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালদাসজোতের মহানন্দা ক্যানাল থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা মৃতদেহ । মৃতের ভাই মিঠুন ভৌমিক মৃতদেহ শনাক্ত করেন । BSF-র তরফে ফাঁসিদেওয়া থানার হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় । গতকালই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তুলে দেওয়া হয় ।

স্ত্রী সুমনাকে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় চলতি মাসের পাঁচ তারিখ খুন হতে হয় মাটিগাড়ার কলমজোতের বাসিন্দা পিন্টু ভৌমিককে। তদন্তে নেমে সুমনার গতিবিধি নিয়ে সন্দেহ জাগে তদন্তকারীদের মনে । পিন্টুর স্ত্রী সুমনা ও বন্ধু মনিন্দ সিংহকে টানা 14 ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা । জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় সুমনা । 9 তারিখ পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত দু'জনকেই।

আরও তদন্তের জন্য দু'জনকেই সাতদিনের হেপাজতে নেয় পুলিশ । শুরু হয় জেরা । জেরায় তদন্তকারীরা জানতে পারেন, খুনের পর পিন্টুর মৃতদেহ ফুলবাড়ির রাজীবপাড়া এলাকা সংলগ্ন তিস্তা ক্যানালের জলে ফেলে দেওয়া হয় সেদিন রাতেই । শনিবার সকালে ধৃত মনিন্দকে সঙ্গে নিয়ে ঘটনাস্থানে যান তদন্তকারীরা । লকগেট বন্ধ করে তিস্তা ক্যানালের জলস্তর নামিয়ে দেওয়া হয় । মৃতদেহের খোঁজে ক্যানালের জলে নামানো হয় স্পিড বোট ও ডুবুরি । কিন্তু সেদিন মৃতদেহ পাওয়া যায়নি । গতকাল ফের তল্লাশিতে নামে ডুবুরি । দুপুর নাগাদ মাটিগাড়া থানার OC সুবল ঘোষ ও SI শেখ মকসুদ আলি মৃতদেহের খোঁজ করতে করতে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মহানন্দা ক্যানালের ধার বরাবর হাঁটতে শুরু করেন । পথে লালদাসজোত এলাকায় তাঁরা জানতে পারেন, মহানন্দা ক্যানালের জলে প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ আটকে রয়েছে । মৃতদেহ দেখেই তাঁরা মহানন্দা BSF-এর সঙ্গে যোগাযোগ করেন । মৃতদেহ উদ্ধারে BSF পুলিশকে সাহায্য করে । মৃতদেহ শনাক্ত করা হয় ।

এবিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার ভরতলাল মিনা বলেন, "মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । তদন্ত চলছে ।"

শিলিগুড়ি, 13 মে : স্বামীকে খুনের ঘটনা ধামাচাপা দিতে দেহ লোপাটের চেষ্টা করেছিল যুবতি । কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হল । খুন হওয়ার ছ'দিন পর উদ্ধার হল দার্জিলিঙের মাটিগাড়ার বাসিন্দা পিন্টু ভৌমিকের মৃতদেহ । গতকাল বাংলাদেশ সীমান্ত সংলগ্ন লালদাসজোতের মহানন্দা ক্যানাল থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা মৃতদেহ । মৃতের ভাই মিঠুন ভৌমিক মৃতদেহ শনাক্ত করেন । BSF-র তরফে ফাঁসিদেওয়া থানার হাতে মৃতদেহ তুলে দেওয়া হয় । গতকালই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের হাতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য তুলে দেওয়া হয় ।

স্ত্রী সুমনাকে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলায় চলতি মাসের পাঁচ তারিখ খুন হতে হয় মাটিগাড়ার কলমজোতের বাসিন্দা পিন্টু ভৌমিককে। তদন্তে নেমে সুমনার গতিবিধি নিয়ে সন্দেহ জাগে তদন্তকারীদের মনে । পিন্টুর স্ত্রী সুমনা ও বন্ধু মনিন্দ সিংহকে টানা 14 ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা । জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় সুমনা । 9 তারিখ পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত দু'জনকেই।

আরও তদন্তের জন্য দু'জনকেই সাতদিনের হেপাজতে নেয় পুলিশ । শুরু হয় জেরা । জেরায় তদন্তকারীরা জানতে পারেন, খুনের পর পিন্টুর মৃতদেহ ফুলবাড়ির রাজীবপাড়া এলাকা সংলগ্ন তিস্তা ক্যানালের জলে ফেলে দেওয়া হয় সেদিন রাতেই । শনিবার সকালে ধৃত মনিন্দকে সঙ্গে নিয়ে ঘটনাস্থানে যান তদন্তকারীরা । লকগেট বন্ধ করে তিস্তা ক্যানালের জলস্তর নামিয়ে দেওয়া হয় । মৃতদেহের খোঁজে ক্যানালের জলে নামানো হয় স্পিড বোট ও ডুবুরি । কিন্তু সেদিন মৃতদেহ পাওয়া যায়নি । গতকাল ফের তল্লাশিতে নামে ডুবুরি । দুপুর নাগাদ মাটিগাড়া থানার OC সুবল ঘোষ ও SI শেখ মকসুদ আলি মৃতদেহের খোঁজ করতে করতে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মহানন্দা ক্যানালের ধার বরাবর হাঁটতে শুরু করেন । পথে লালদাসজোত এলাকায় তাঁরা জানতে পারেন, মহানন্দা ক্যানালের জলে প্লাস্টিকে মোড়া একটি মৃতদেহ আটকে রয়েছে । মৃতদেহ দেখেই তাঁরা মহানন্দা BSF-এর সঙ্গে যোগাযোগ করেন । মৃতদেহ উদ্ধারে BSF পুলিশকে সাহায্য করে । মৃতদেহ শনাক্ত করা হয় ।

এবিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার ভরতলাল মিনা বলেন, "মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে । তদন্ত চলছে ।"

Intro:খুনের ৬ দিন বাদে জিরো পয়েন্ট থেকে উদ্ধার স্ত্রীর হাতে খুন হওয়া পিন্টুর মৃতদেহ!

শিলিগুড়ি, ১২ মেঃ খুনের ঘটনা ধামাচাপা দিতেই দেহ লোপাটের চেষ্টা ব্যর্থ হল৷ বাংলাদেশ সীমান্ত কিছুটা আগেই লালদাসজোত সংলগ্ন মহানন্দা ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খুনের ঘটনার পর টানা ছয়দিন বাদে ক্যানেলের জল থেকে উদ্ধার হল স্ত্রীর হাতে খুন হওয়া মৃত পিন্টু ভৌমিকের মৃতদেহ। প্রথমেই মৃতদেহ সনাক্তকরণ করেন মৃতের ভাই মিঠুন ভৌমিক। এরপরেই মৃতদেহ বিএসএফের মহানন্দা বিওপির তরফে ফাঁসিদেওয়া থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

নিজের স্ত্রীকে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ মূহুর্তে দেখা ফেলায় চলতি মাসের ৫ তারিখ খুন হতে হয়েছিল মাটিগাড়ার কলমজোতের বাসিন্দা পিন্টু ভৌমিককে। এদিকে খুনের ঘটনায় তদন্ত শুরু করে মূল অভিযুক্ত পিন্টুর স্ত্রী সুমনা ভৌমিক বিশ্বাস ও মনিন্দ সিংহকে টানা ১৪ ঘন্টা জেরা করার পর ৯ তারিখ সকালে মাটিগাড়া থানার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্তদের। সাতদিনের পুলিসি রিমান্ডে নিয়ে জেরায় পুলিস কর্তারা জানতে পারেন পিন্টুকে খুনের পর মৃতদেহ ফুলবাড়ির রাজীবপাড়া এলাকা সংলগ্ন তিস্তা ক্যালেনের জলে ফেলে দেওয়া হয়েছিল ওই রাতেই। বিষয়টি জানার পর পুলিশ নিশ্চিৎ হতে টাওয়ার লোকেশন ট্র‍্যাক করে। পরে শনিবার সকালে ধৃত মনিন্দকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল চিহ্নিত করে মাটিগাড়া থানার পুলিস। ক্যানেলের লক গেট বন্ধ করে দিয়ে তিস্তা ক্যানেলের জলস্তর নামিয়ে আনা হয়। এরপরেই মৃতদেহের খোঁজে ক্যানেলের জলে নামানো হয় স্পীড বোট, ডুবুরি। শনিবার সফলতা না মেলার পর রবিবার ফের তল্লাশিতে নামে ডুবুরি। তবে বেলা গড়ালেও সফলতা অধরাই থাকে। পরে দুপুর নাগাদ মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষ ও এসআই শেখ মকসুদ আলি মৃতদেহের খোঁজ করতে করতে ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মহানন্দা ক্যানেলের ধার বরাবর চলতে শুরু করেন হাঁটা পথে। লালদাসজোত এলাকায় পৌঁছতেই গ্রামবাসীরা তাদের জানান, মহানন্দা ক্যানেলের জলে প্লাস্টিকে মোড়া একটা দেহ আটকে রয়েছে পাথরের সঙ্গে। এরপরই তারা যোগাযগ করেন মহানন্দা বিএসএফের বিওপিতে। বিওপির আধিকারীকেরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিসকে সাহায্য করেন। ঘন্টাকয় বাদে ক্যানেলের জল থেকে উদ্ধার হয় মৃতদেহ। এরপরই মৃতদেহ সনাক্তকরণ করেন মৃতের ভাই নিজেই।
এবিষয়ে পুলিশ কমিশনার ভরতলাল মীনা বলেন, মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তদন্ত চলছে।

Body: . Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.