কালিম্পং, 20 এপ্রিল : ক্ষতিগ্রস্ত পানীয় জল সরবরাহের পাইপ। তাই গত 15 দিন ধরে কালিম্পঙে বন্ধ রয়েছে পানীয় জল সরবরাহ। PHE-র পর কালিম্পঙে জল সরবরাহের দ্বিতীয় ব্যবস্থা হল নেওড়া(এক ধরনের জলাশয়) । আপাতত সেখানকার জল দিয়েই ঘাটতি মেটাচ্ছেন কালিম্পংবাসী । এখন লকডাউনের জেরে শিক্ষা প্রতিষ্ঠান, হোটেল বন্ধ । ফলে জলের ব্যবহারও কম । কিন্তু লকডাউন প্রত্যাহার হলে জলের সমস্যা তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিষয়ে কালিম্পঙের 36 নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি সোনম ইয়াখা জানিয়েছেন, গতকাল তিনি 16 মাইল জঙ্গল সংলগ্ন এলাকায় পাইপ পরিদর্শন করেন । পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায় । তাঁর আশঙ্কা, এখনই পাইপ ঠিক না করলে তীব্র জল সংকট তৈরি হতে পারে ।
কালিম্পঙের PHE-এর সুপার রাজেন প্রধান বলেন, " কালিম্পঙে PHE-র জল সরবরাহের পাইপ লাইন মান্ধাতার আমলের । লকডাউনের জেরে রক্ষণাবেক্ষণের কাজ ঠিক মতো করা যাচ্ছে না । রেলির কাছে জলের পাইপ নষ্ট হওয়ায় সমস্যা বেড়েছে । লকডাউনের জেরে শ্রমিক পাওয়াও দুষ্কর । তাই পাইপ ঠিক করা সমস্যার । তবে ঘটনাস্থান পরিদর্শন করে কী পদক্ষেপ করা যায় তা দেখা হবে । "