দার্জিলিং, 23 এপ্রিল : নেপালে পাচারের আগে এসএসবি ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল একটি প্যাঙ্গোলিন (Pangolin Rescued by SSB and Police in A Joint Operation in Nakshalbari) ৷ নকশালবাড়ি ব্লকের অটল চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে একটি গাড়িকে ধাওয়া করে প্যাঙ্গোলিনটি উদ্ধার করা হয় ৷ ঘটনায় চার পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, আলিপুরদুয়ার থেকে প্যাঙ্গোলিনটিকে নেপালে পাচার করা হচ্ছিল ৷ ধৃতেরা আলিপুরদুয়ারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর ৷
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি’র 41নং ব্যাটিলিয়ন খড়িবাড়ি ব্লকের মদনজোত ফাঁড়ির পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালায় ৷ এসএসবি’র কাছে খবর ছিল, একটি বন্যপ্রাণীকে এশিয়ান হাইওয়ে দিয়ে নেপালে পাচার করা হবে ৷ সেই মত নকশালবাড়ি ব্লকের অটল চা বাগান সংলগ্ন এশিয়ান হাইওয়েতে তল্লাশি শুরু হয় ৷ সেই তল্লাশি চলাকালীন একটি গাড়ির ডিকির ভিতরে বাক্সের মধ্যে প্যাঙ্গোলিনটি উদ্ধার হয় (Pangolin Rescued) ৷ আটক করা হয় চার পাচারকারীকে ৷ ধৃতেরা আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ৷ তাঁরা হলেন, ঝড়িয়া হেমব্রম, বাড়ি শামুকতলা ৷ কুমারগ্রামের অমিত বসুমাতা এবং জয়গাঁর বাসিন্দা ফিরোজ খান ৷ আরেকজন দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা এক্রামুল হক ৷
আরও পড়ুন : তুফানগঞ্জ সীমান্তে উদ্ধার প্যাঙ্গোলিন, ধৃত 4 পাচারকারী
এর পর ওই চারজনকে গ্রেফতার করে বাগডোগরা ফরেস্ট রেঞ্জার্সদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 মে পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ বন দফতরের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া প্যাঙ্গোলিনটিকে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে ৷