শিলিগুড়ি, 6 জানুয়ারি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) এরাজ্য়ে কোনও দুর্নীতি (Awas Yojana Scam) হয়নি ৷ তবে, এটা ঠিক যে প্রকল্পের কাজ শেষ করতে অনেকটা অতিরিক্ত সময় লেগে গিয়েছে ৷ শুক্রবার কার্যত এমনটাই দাবি করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের (Panchayat and Rural Development) মন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Mazumdar) ৷ শুক্রবার শিলিগুড়িতে (Siliguri) আয়োজিত একটি জরুরি বৈঠকে যোগ দিতে আসেন তিনি ৷ সেই বৈঠকের পরই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রী ৷
এদিন শিলিগুড়ি শহরের একটি টুরিস্ট লজে সংশ্লিষ্ট বৈঠকটির আয়োজন করা হয় ৷ সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা, 100 দিনের কাজ নিয়ে আলোচনা করা হয় ৷ এদিনের এই বৈঠকে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত দফতরের সচিব পি উল্গানাথন, অতিরিক্ত সচিব দীপাঞ্জন ভট্টাচার্য, মিশন নির্মল বাংলার অতিরিক্ত সচিব জি আর সন্তোষ, স্টেট মিশনের ডিরেক্টর বিবেক গোয়েল, পঞ্চদশ অর্থ কমিশনের অতিরিক্ত সচিব অঞ্জন চক্রবর্তী-সহ অন্য়রা ৷
আরও পড়ুন: আবাস দুর্নীতির তদন্তে এসে চোখ ছানাবড়া কেন্দ্রীয় প্রতিনিধিদের !
বৈঠক শেষে মন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকারের জন্যই আবাস যোজনার বরাদ্দ পেতে দেরি হয়েছে ৷ নাম নিয়ে একটি সমস্যা ছিল ৷ আমার মনে হয়, সেটি নেহাতই ছেলেমানুষি ৷ আবাস যোজনার টাকা কেন্দ্র এবং রাজ্য, দুই সরকারই দেয় ৷ সেখানে কার নামে প্রকল্প হবে, তা নিয়ে অযথা দেরি করা হয় ৷ তবে, আমরা কেন্দ্রের সমস্ত নির্দেশিকা মেনেই কাজ করছি ৷ দ্রুত প্রকল্পের কাজ শেষ করা হবে ৷" মন্ত্রীর আরও দাবি, "দীর্ঘ সময় লাগার জন্যই আবাস যোজনা নিয়ে মানুষের অনেক সমস্য়া হয়েছে ৷ যাঁরা চারবছর আগে নাম লিখিয়ে ছিলেন, এখন তাঁদের বাড়ি হয়ে গিয়েছে ৷ কারণ, আর্থ, সামাজিক পরিস্থিতি বদলে গিয়েছে ৷" অর্থাৎ মন্ত্রীর বক্তব্য, কোথাও অযোগ্য ব্যক্তিদের নাম আবাসের তালিকায় তোলা হয়নি ৷ বরং যাঁদের একদিন ঘর ছিল না, আর্থিক অবস্থা ভালো হয়ে যাওয়ায় তাঁরা পাকাবাড়ি তৈরি করে ফেলেছেন ! প্রকল্প রূপায়নে দেরি হওয়াতেই এমনটা হয়েছে বলে দাবি মন্ত্রীর ৷
এদিকে, আবাস দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে সুর চড়িয়েছে গেরুয়াশিবির ৷ পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) এই ইস্যু তাদের বড় হাতিয়ার বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ যদিও বিষয়টিকে প্রকাশ্য়ে অন্তত পাত্তা দিতে নারাজ শাসকদল ৷