ETV Bharat / state

GTA Election : জিটিএ নিয়ে হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে পাহাড়ের বিরোধী দলগুলি

আদালতের রায়ের পর সাময়িক হলেও স্বস্তিতে জিএনএলএফ, ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ এবং বিজেপি (Oppositions are Happy with Calcutta HC Verdict Over GTA Election) ৷ যা নিয়ে বিজেপি বিধায়ক নিরজ জিম্বা জানিয়েছেন, সরকার আইনি জটিলতা না কাটিয়ে জিটিএ গঠন করেছিল ৷ সুভাষ ঘিসিংয়ের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের প্রশাসনিক ও আইনি জটের সমাধান হয়নি ৷ সেই সবের সমাধান আগে করা দরকার বলে জানিয়েছেন নিরজ জিম্বা ৷

Oppositions are Happy with Calcutta HC Verdict Over GTA Election
Oppositions are Happy with Calcutta HC Verdict Over GTA Election
author img

By

Published : May 20, 2022, 7:03 PM IST

দার্জিলিং, 20 মে : জিটিএ নির্বাচন নিয়ে আদালতের রায়ের পর কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে বিরোধী শিবিরে ৷ রাজ্য সরকারকে জিটিএ নির্বাচন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারুপতি রাজাশেখর মান্থা ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 21 জুন হবে ৷ যার পরে পাহাড়ের বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত, জিএনএলএফ, ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের স্বস্তির হাওয়া (Oppositions are Happy with Calcutta HC Verdict Over GTA Election) ৷

তবে, রাজ্য সরকার চাইলে জিটিএ নির্বাচন করিয়ে নিতে পারবে ৷ সেই ছাড়পত্রও দেওয়া হয়েছে প্রশাসনকে ৷ তবে, নির্বাচন করালেও, জিটিএ-র ফলপ্রকাশ করা যাবে না ৷ কারণ জিটিএ’র বিধি সংক্রান্ত বেশ কয়েকটি মামলার শুনানি বাকি রয়েছে ৷ সেই মামলার সঙ্গেই আগামী 21 জুন জিটিএ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি হবে ৷ রাজ্য সরকার যদি নির্বাচন করিয়ে নেয় ৷ তাহলে এই সব মামলার শুনানির রায় ঘোষণার পরেই, সেই নির্বাচনের ফলপ্রকাশ করা যাবে ৷

আরও পড়ুন : HC on GTA Election : জিটিএ-র নির্বাচনী ফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর

ফলে না রাজ্য সরকার আর না বিরোধী, কেউই খুব একটা সুবিধা করতে পারেনি আদালতে ৷ এ নিয়ে দার্জিলিঙের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা জানিয়েছেন, ‘‘জিটিএ নিয়ে আইনগত সমস্যা রয়েছে ৷ সুভাষ ঘিসিংয়ের সময়ের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের প্রশাসনিক ও আইনি জটের সমাধান হয়নি ৷ তা না করেই 2011 সালে জিটিএ গঠন করা হয়েছিল। অনেক বিভাগ হস্তান্তর করা হয়নি ৷ ফলে জিটিএ নিয়ে একাধিক আইনি সমস্যা রয়েছে ৷ আর একটা নির্বাচন সংগঠিত করতে গেলে রাজ্যের টাকা ও উৎস প্রয়োজন হবে ৷ সেই অবস্থায় রাজ্য সরকার আদউ রয়েছে কি ? সেটাও জানাতে বলা হয়েছে সরকারকে ৷ আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে, জিটিএ নির্বাচন স্থগিত করা হোক ৷ নির্বাচন ঘোষণা হলে তা আদালত স্থগিত করে দিত ৷ যেহেতু নির্বাচন ঘোষণা হয়নি সেজন্য পুনর্বিবেচনা করার জন্য বলেছে ৷’’

আদালতের রায়ের পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেন জিএনএলএফ সভাপতি মন ঘিসিং ৷ তিনি সেখানে জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, জিটিএ নির্বাচন না করে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ করুন ৷’’ পাশাপাশি, আদালতের ওই রায়ের জন্য শরিক বিজেপি এবং সাংসদ রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

দার্জিলিং, 20 মে : জিটিএ নির্বাচন নিয়ে আদালতের রায়ের পর কিছুটা হলেও অক্সিজেন পেয়েছে বিরোধী শিবিরে ৷ রাজ্য সরকারকে জিটিএ নির্বাচন করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছেন বিচারুপতি রাজাশেখর মান্থা ৷ এই মামলার পরবর্তী শুনানি আগামী 21 জুন হবে ৷ যার পরে পাহাড়ের বিরোধী রাজনৈতিক দলগুলি বিশেষত, জিএনএলএফ, ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের স্বস্তির হাওয়া (Oppositions are Happy with Calcutta HC Verdict Over GTA Election) ৷

তবে, রাজ্য সরকার চাইলে জিটিএ নির্বাচন করিয়ে নিতে পারবে ৷ সেই ছাড়পত্রও দেওয়া হয়েছে প্রশাসনকে ৷ তবে, নির্বাচন করালেও, জিটিএ-র ফলপ্রকাশ করা যাবে না ৷ কারণ জিটিএ’র বিধি সংক্রান্ত বেশ কয়েকটি মামলার শুনানি বাকি রয়েছে ৷ সেই মামলার সঙ্গেই আগামী 21 জুন জিটিএ নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি হবে ৷ রাজ্য সরকার যদি নির্বাচন করিয়ে নেয় ৷ তাহলে এই সব মামলার শুনানির রায় ঘোষণার পরেই, সেই নির্বাচনের ফলপ্রকাশ করা যাবে ৷

আরও পড়ুন : HC on GTA Election : জিটিএ-র নির্বাচনী ফলের ভবিষ্যৎ নির্ভর করবে হাইকোর্টের রায়ের উপর

ফলে না রাজ্য সরকার আর না বিরোধী, কেউই খুব একটা সুবিধা করতে পারেনি আদালতে ৷ এ নিয়ে দার্জিলিঙের বিজেপি বিধায়ক নিরজ জিম্বা জানিয়েছেন, ‘‘জিটিএ নিয়ে আইনগত সমস্যা রয়েছে ৷ সুভাষ ঘিসিংয়ের সময়ের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের প্রশাসনিক ও আইনি জটের সমাধান হয়নি ৷ তা না করেই 2011 সালে জিটিএ গঠন করা হয়েছিল। অনেক বিভাগ হস্তান্তর করা হয়নি ৷ ফলে জিটিএ নিয়ে একাধিক আইনি সমস্যা রয়েছে ৷ আর একটা নির্বাচন সংগঠিত করতে গেলে রাজ্যের টাকা ও উৎস প্রয়োজন হবে ৷ সেই অবস্থায় রাজ্য সরকার আদউ রয়েছে কি ? সেটাও জানাতে বলা হয়েছে সরকারকে ৷ আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে, জিটিএ নির্বাচন স্থগিত করা হোক ৷ নির্বাচন ঘোষণা হলে তা আদালত স্থগিত করে দিত ৷ যেহেতু নির্বাচন ঘোষণা হয়নি সেজন্য পুনর্বিবেচনা করার জন্য বলেছে ৷’’

আদালতের রায়ের পরই একটি প্রেস বিজ্ঞপ্তি দেন জিএনএলএফ সভাপতি মন ঘিসিং ৷ তিনি সেখানে জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন, জিটিএ নির্বাচন না করে স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য পদক্ষেপ করুন ৷’’ পাশাপাশি, আদালতের ওই রায়ের জন্য শরিক বিজেপি এবং সাংসদ রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.