ETV Bharat / state

ক্রাইমব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে টিচার ইনচার্জকে হুমকি, আটক 1 - One youth allegedly threatened teacher in charge

ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে একাধিকবার ফোন করেছিল ওই যুবক । পাশাপাশি আজ সকালে স্কুলে পৌঁছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে চাপ দিতে থাকে । বিষয়টি তড়িঘড়ি মন্ত্রী তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবকে জানান মুনমুন দেবী । গৌতম দেবের নির্দেশে ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ।

shiliguri
shiliguri
author img

By

Published : Mar 4, 2020, 4:00 PM IST

Updated : Mar 4, 2020, 4:27 PM IST

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি : ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে টিচার ইনচার্জকে হুমকির অভিযোগে আটক হল এক যুবক । অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রপ-আউট হয়ে যাওয়া এক স্কুল ছাত্রীকে ফের একবার স্কুলে ভরতি করতে চেয়েছিল রাধারমন রায় নামে এই যুবক । শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়িকে ফোন করে হুমকি দেয় ।

ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে একাধিকবার ফোন করেছিল রাধারমন বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি আজ সকালে স্কুলে পৌঁছে টিচার ইনচার্জকে চাপ দিতে থাকে । বিষয়টি তড়িঘড়ি মন্ত্রী তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবকে জানান মুনমুন দেবী । গৌতম দেবের নির্দেশে ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদেই ভোল পালটায় যুবক । জানায়, সম্প্রতি দিল্লির একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছে । 2100 টাকার বিনিময়ে হাতে পেয়েছে আই-কার্ড ।

প্রায় দুই বছর আগে নবম শ্রেণির এক ছাত্রী স্কুল ছেড়ে দেয় । স্কুল ছেড়ে দেওয়ার পর স্কুলের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রাখেনি ওই ছাত্রী । সম্প্রতি আবার সে স্কুলে ভরতি ক্ষেত্রে যোগাযোগ শুরু করে বলে স্কুলের তরফে জানানো হয় । ওই ছাত্রীকে ভরতি করানোর জন্য রাধারমন উদ্যোগী হয় ৷ প্রথমে সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে একাধিকবার ফোন করে । আজ সকালে সে স্কুলে হাজির হয় । ওই ছাত্রীকে ভরতি করানোর জন্য প্রধান শিক্ষিকার ওপর চাপ সৃষ্টি করে । বিষয়টি সন্দেহজনক মনে হতে গৌতম দেবকে বিষয়টি জানান মুনমুন দেবী ।

ভিডিয়োয় দেখুন...

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়ি বলেন, "বেশ কিছুদিন ধরেই ফোন আসছিল । জেলা বিদ্যালয় পরিদর্শককে সবটাই জানিয়েছি । আজ স্কুলে এসে একপ্রকার হুমকি । ওই ছাত্রীকে ভরতি না নিলে আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে । প্রথমে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয় দিয়েছিল । পরে পুলিশের সামনে সাংবাদিক পরিচয় দেয় । আমরা স্কুলের তরফে থানায় অভিযোগ জানিয়েছি । "

মন্ত্রী গৌতম দেব বলেন, "আমাকে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিষয়টি জানাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করি । পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে । ওই যুবককে প্রশ্ন করা হলে সে জানায়, শুধুমাত্র স্কুলেই ফোন করা হয়েছিল । আর কাউকেই ফোন করা হয়নি । সম্প্রতি সে 2100 টাকার বিনিময়ে আই কার্ড পেয়েছে । মূলত সমাজ সেবামূলক কাজের জন্যই আই কার্ড বানিয়েছেন সে । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখা হচ্ছে জাল চক্রের বিষয়টি ।"

শিলিগুড়ি, 4 ফেব্রুয়ারি : ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে টিচার ইনচার্জকে হুমকির অভিযোগে আটক হল এক যুবক । অভিযোগ, প্রায় দুই বছর আগে ড্রপ-আউট হয়ে যাওয়া এক স্কুল ছাত্রীকে ফের একবার স্কুলে ভরতি করতে চেয়েছিল রাধারমন রায় নামে এই যুবক । শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়িকে ফোন করে হুমকি দেয় ।

ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে একাধিকবার ফোন করেছিল রাধারমন বলে অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ । পাশাপাশি আজ সকালে স্কুলে পৌঁছে টিচার ইনচার্জকে চাপ দিতে থাকে । বিষয়টি তড়িঘড়ি মন্ত্রী তথা স্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবকে জানান মুনমুন দেবী । গৌতম দেবের নির্দেশে ঘটনাস্থানে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । পুলিশের জিজ্ঞাসাবাদেই ভোল পালটায় যুবক । জানায়, সম্প্রতি দিল্লির একটি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হয়েছে । 2100 টাকার বিনিময়ে হাতে পেয়েছে আই-কার্ড ।

প্রায় দুই বছর আগে নবম শ্রেণির এক ছাত্রী স্কুল ছেড়ে দেয় । স্কুল ছেড়ে দেওয়ার পর স্কুলের সঙ্গে কোনও প্রকার যোগাযোগ রাখেনি ওই ছাত্রী । সম্প্রতি আবার সে স্কুলে ভরতি ক্ষেত্রে যোগাযোগ শুরু করে বলে স্কুলের তরফে জানানো হয় । ওই ছাত্রীকে ভরতি করানোর জন্য রাধারমন উদ্যোগী হয় ৷ প্রথমে সে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয়ে একাধিকবার ফোন করে । আজ সকালে সে স্কুলে হাজির হয় । ওই ছাত্রীকে ভরতি করানোর জন্য প্রধান শিক্ষিকার ওপর চাপ সৃষ্টি করে । বিষয়টি সন্দেহজনক মনে হতে গৌতম দেবকে বিষয়টি জানান মুনমুন দেবী ।

ভিডিয়োয় দেখুন...

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন লাহিড়ি বলেন, "বেশ কিছুদিন ধরেই ফোন আসছিল । জেলা বিদ্যালয় পরিদর্শককে সবটাই জানিয়েছি । আজ স্কুলে এসে একপ্রকার হুমকি । ওই ছাত্রীকে ভরতি না নিলে আমার বিরুদ্ধে পদক্ষেপ করবে । প্রথমে নিজেকে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক পরিচয় দিয়েছিল । পরে পুলিশের সামনে সাংবাদিক পরিচয় দেয় । আমরা স্কুলের তরফে থানায় অভিযোগ জানিয়েছি । "

মন্ত্রী গৌতম দেব বলেন, "আমাকে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিষয়টি জানাতেই পুলিশের সঙ্গে যোগাযোগ করি । পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে । ওই যুবককে প্রশ্ন করা হলে সে জানায়, শুধুমাত্র স্কুলেই ফোন করা হয়েছিল । আর কাউকেই ফোন করা হয়নি । সম্প্রতি সে 2100 টাকার বিনিময়ে আই কার্ড পেয়েছে । মূলত সমাজ সেবামূলক কাজের জন্যই আই কার্ড বানিয়েছেন সে । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । খতিয়ে দেখা হচ্ছে জাল চক্রের বিষয়টি ।"

Last Updated : Mar 4, 2020, 4:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.