শিলিগুড়ি , 1 মে : ফের কোরোনায় আক্রান্ত হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক । আজ তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর সংস্পর্শে আসা 27 জন চিকিৎসককে কোয়ারানটিনে পাঠানো হয়েছে । আজ ওই চিকিৎসককে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর , 28 এপ্রিল ওই চিকিৎসক কলকাতা থেকে বাসে শিলিগুড়িতে আসেন । তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ । কোরোনা উপসর্গ থাকায় বৃহস্পতিবার তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় । আজ পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । ওই চিকিৎসকের সঙ্গে আরও 27 জন চিকিৎসক বাসে এসেছিলেন ৷ তাঁদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।
কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গে নিযুক্ত OSD সুশান্তকুমার রায় বলেন, কোরোনা আক্রান্ত চিকিৎসককে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁর সংস্পর্শে আসা অন্যদেরও কোয়ারানটিনে পাঠানো হয়েছে । তিনি জানান, ওই চিকিৎসক সম্ভবত কলকাতা থেকেই কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷
এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মোট তিনজন কোরোনা আক্রান্ত হলেন । এর আগে দু'জন নার্স আক্রান্ত হন । তাঁরা অবশ্য সুস্থ হয়ে উঠেছেন । ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন ।