ETV Bharat / state

Child fever : উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে আজ ফের এক শিশুর মৃত্যু - ONE MORE

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আজ আরও এক শিশুর মৃত্যু হল ৷ ফলে গত 24 ঘণ্টায় দু'জন শিশুর মৃত্যু হল । ক্রমাগত শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে হাসপাতাল কর্তৃপক্ষের ৷

Child fever
উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজে আজ ফের এক শিশুর মৃত্যু হল
author img

By

Published : Sep 24, 2021, 5:13 PM IST

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে গত 24 ঘণ্টায় দু‘জন শিশুর মৃত্যু হল । বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক শিশুর মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে আরও এক শিশুর মৃত্যু হয় হাসপাতালে। গত তিনদিনে এই নিয়ে তিনটি শিশুর মৃত্যু হল। স্বভাবতই যথেষ্ট উদ্বেগে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ক্রমেই বেড়ে চলেছে জ্বরে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাজিদ আলম। বয়স মাত্র 1 মাস 13 দিন। এই শিশুটি হলদিবাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার ওই শিশুটিকে হলদিবাড়ি থেকে স্থানান্তরিত করা হয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনষ্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। এরপর দেখা যায় শিশুটি আরএস ভাইরাসে সংক্রমিত হয়েছিল। সঙ্গে শিশুটির শ্বাসকষ্টও ছিল। শুক্রবার সকালে এই শিশুটির মৃত্যু হয়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "এনিয়ে তৃতীয় শিশুর মৃত্যু হয়েছে। তবে শেষ সময়ে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করেও বাঁচানো যায়নি। শিশুদের আক্রান্ত সংখ্যা বাড়ায় উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বাড়ানো হয়েছে বেডের সংখ্যা।" হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে 74 জন শিশু জ্বর নিয়ে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে 5 জন শিশুকে বিভিন্ন হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় 22 জন শিশু ভর্তি হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে মেডিক্যালে ফের এক শিশুর মৃত্যু

এদিকে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই ৷ এই বিষয়ে স্বাস্থ্য দফতরের গাফিলতির অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেয় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন, " একের পর এক শিশুর জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে। বেড়েই চলছে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা। কিন্তু তারপরও স্বাস্থ্য দফতরের কোনও হেলদোল নেই। দ্রুত স্বাস্থ্য দফতর পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলন করা হবে।"

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর : জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে গত 24 ঘণ্টায় দু‘জন শিশুর মৃত্যু হল । বৃহস্পতিবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জ্বর ও শ্বাসকষ্টে ভুগে এক শিশুর মৃত্যু হয়। এরপর শুক্রবার সকালে আরও এক শিশুর মৃত্যু হয় হাসপাতালে। গত তিনদিনে এই নিয়ে তিনটি শিশুর মৃত্যু হল। স্বভাবতই যথেষ্ট উদ্বেগে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে ক্রমেই বেড়ে চলেছে জ্বরে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম সাজিদ আলম। বয়স মাত্র 1 মাস 13 দিন। এই শিশুটি হলদিবাড়ির বাসিন্দা। বৃহস্পতিবার ওই শিশুটিকে হলদিবাড়ি থেকে স্থানান্তরিত করা হয়েছিল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনষ্টিক ল্যাবরেটরিতে পাঠানো হয়। এরপর দেখা যায় শিশুটি আরএস ভাইরাসে সংক্রমিত হয়েছিল। সঙ্গে শিশুটির শ্বাসকষ্টও ছিল। শুক্রবার সকালে এই শিশুটির মৃত্যু হয়।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "এনিয়ে তৃতীয় শিশুর মৃত্যু হয়েছে। তবে শেষ সময়ে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করেও বাঁচানো যায়নি। শিশুদের আক্রান্ত সংখ্যা বাড়ায় উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বাড়ানো হয়েছে বেডের সংখ্যা।" হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে 74 জন শিশু জ্বর নিয়ে চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে 5 জন শিশুকে বিভিন্ন হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় 22 জন শিশু ভর্তি হয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে মেডিক্যালে ফের এক শিশুর মৃত্যু

এদিকে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই ৷ এই বিষয়ে স্বাস্থ্য দফতরের গাফিলতির অভিযোগ তুলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দেয় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন, " একের পর এক শিশুর জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটছে। বেড়েই চলছে শিশুর জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা। কিন্তু তারপরও স্বাস্থ্য দফতরের কোনও হেলদোল নেই। দ্রুত স্বাস্থ্য দফতর পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলন করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.