ETV Bharat / state

Love triangle Murder: ত্রিকোণ প্রেমের জের, এক প্রেমিককে গুলি করে খুন অন্য প্রেমিকের - Love triangle Murder

একই প্রেমের প্রেমে পড়ে দুই যুবকের মধ্যে বচসা ৷ এক প্রেমিককে খুন করল আর এক প্রেমিক ৷ গ্রেফতার অভিযুক্ত ৷

Etv Bharat
ত্রিকোণ প্রেমের জেরে খুন
author img

By

Published : Jun 6, 2023, 6:30 PM IST

ত্রিকোণ প্রেমের জেরে খুন

দার্জিলিং, 6 জুন: ত্রিকোণ প্রেমের জের! ভোররাতে এক প্রেমিককে গুলি করে খুন করল আর এক প্রেমিক। ক্ষোভে অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। মঙ্গলবারের ঘটনায় কার্যত রণক্ষেত্র শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি এলাকার দেবীডাঙ্গার কোয়ার্টার লাইন এলাকা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত যুবকের নাম অমৃত গোস্বামী। এদিন ভোররাতে অভিযুক্ত অরুণ লোহার এলাকারই আরেক যুবক অমৃতকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। এরপরই দু'জনের মধ্যে তাদের প্রেমিকাকে নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বাকবিতণ্ডা চলাকালীন হঠাতই অরুণ লোহার নামে ওই যুবক অমৃত গোস্বামীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতের ৷

ঘটনার খবর পেয়ে এদিন সকালে মৃত অমৃতের পরিবারের লোকেরা এবং স্থানীয় এলাকাবাসীরা অরুণের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই পলাতক ছিল অরুন লোহার ও তাঁর পরিবারের লোকেরা। পরে অরুণ লোহারকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা সুশীল কুমার বলেন, "অরুণ ও অমৃতের সঙ্গে একটি মেয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ৷ মেয়েটির চরিত্র ভালো নয় ৷ পাড়ার অনেকের সঙ্গেই তাঁর ঘোরাফেরা ছিল ৷ মেয়েটিকে বেশ কিছুদিন ধরেই অরুণ ও অমৃতের সঙ্গে দেখা গিয়েছিল ৷ এরপরেই দুই প্রেমিকের মধ্যে প্রেমিকাকে নিয়ে ঝামেলা বাঁধে ৷ মূলত, ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটেছে। রাতে প্রথমে গুলির ঘটনা ঘটে। তাতে এক যুবক মারা যায়। পরে সেই যুবকের পরিবার ও এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দমকল ও পুলিশ সঠিক সময়ে না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। অপরাধীদের কড়া শাস্তি হোক।"

ত্রিকোণ প্রেমের জেরে খুন

দার্জিলিং, 6 জুন: ত্রিকোণ প্রেমের জের! ভোররাতে এক প্রেমিককে গুলি করে খুন করল আর এক প্রেমিক। ক্ষোভে অভিযুক্তের বাড়ি জ্বালিয়ে দিল মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। মঙ্গলবারের ঘটনায় কার্যত রণক্ষেত্র শিলিগুড়ি সংলগ্ন চম্পাসারি এলাকার দেবীডাঙ্গার কোয়ার্টার লাইন এলাকা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত যুবকের নাম অমৃত গোস্বামী। এদিন ভোররাতে অভিযুক্ত অরুণ লোহার এলাকারই আরেক যুবক অমৃতকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন। এরপরই দু'জনের মধ্যে তাদের প্রেমিকাকে নিয়ে বচসা বাঁধে। অভিযোগ, বাকবিতণ্ডা চলাকালীন হঠাতই অরুণ লোহার নামে ওই যুবক অমৃত গোস্বামীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমৃতের ৷

ঘটনার খবর পেয়ে এদিন সকালে মৃত অমৃতের পরিবারের লোকেরা এবং স্থানীয় এলাকাবাসীরা অরুণের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিরাট পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই পলাতক ছিল অরুন লোহার ও তাঁর পরিবারের লোকেরা। পরে অরুণ লোহারকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ।

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্ত্রীকে 'খুন' স্বামীর, পলাতক অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা সুশীল কুমার বলেন, "অরুণ ও অমৃতের সঙ্গে একটি মেয়ের ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ৷ মেয়েটির চরিত্র ভালো নয় ৷ পাড়ার অনেকের সঙ্গেই তাঁর ঘোরাফেরা ছিল ৷ মেয়েটিকে বেশ কিছুদিন ধরেই অরুণ ও অমৃতের সঙ্গে দেখা গিয়েছিল ৷ এরপরেই দুই প্রেমিকের মধ্যে প্রেমিকাকে নিয়ে ঝামেলা বাঁধে ৷ মূলত, ত্রিকোণ প্রেমের জেরেই এই ঘটনা ঘটেছে। রাতে প্রথমে গুলির ঘটনা ঘটে। তাতে এক যুবক মারা যায়। পরে সেই যুবকের পরিবার ও এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দমকল ও পুলিশ সঠিক সময়ে না আসলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। অপরাধীদের কড়া শাস্তি হোক।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.