সোনারপুর, 1 নভেম্বর : অফিস যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর ৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন ৷ ঘটনাটি সোনারপুর থানা এলাকার হরিনাভিতে ৷
মৃত ব্যক্তির নাম সন্তোষ মণ্ডল (56) ৷ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মন্মথ সাঁপুই ৷ বর্তমানে মন্মথ সুভাষগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি রয়েছেন ৷ উলটোদিক থেকে আসা একটি ট্রাক বাইকে এসে ধাক্কা মারে ৷ বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন সন্তোষ ৷ তারপরই তাঁর উপর দিয়ে অন্য একটি বাইক চলে যায় ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে সোনারপুর থানার পুলিশ ৷ দেহটি উদ্ধার করে নিয়ে যায় ৷ বেপোরোয়াভাবে ট্রাক যাতায়াতের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের ৷