ETV Bharat / state

Firearms Recovered: বাগডোগরা বিমানবন্দরে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড কার্তুজ, গ্রেফতার 1 - গ্রেফতার এক ব্যক্তি

বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) থেকে আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার এক ব্যক্তি ৷ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে ৷

Bagdogra International Airport ETV Bharat
বাগডোগরা বিমানবন্দর
author img

By

Published : Feb 22, 2023, 2:05 PM IST

দার্জিলিং, 22 ফেব্রুয়ারি: ফের বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra International Airport) থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র । বিমান ধরতে আসা এক যাত্রীর থেকে আগ্নেয়াস্ত্র-সহ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ৷ এগুলি উদ্ধার করল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও 35 রাউন্ড গুলি । ধৃতের নাম মিয়া দোকা(36)। তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা । মিয়া দোকা সিকিমের নির্মাণ কোম্পানির আধিকারিক ।

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার: জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় যাওয়ার জন্য বিমান ধরতে যাচ্ছিলেন । বিমানবন্দরে চেকিংয়ের সময় তাঁর ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড কার্তুজ উদ্ধার করেন সিআইএসএফ জওয়ানরা । এরপর ধৃতকে আটক করা হয় । খবর দেওয়া হয় বাগডোগরা থানার এয়ারপোর্ট ফাঁড়িতে । পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ । পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ: সূত্রের খবর, ওই ব্যক্তির আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স রয়েছে । তবে সেটি উত্তর পূর্ব ভারত, দিল্লি ও উত্তর প্রদেশের ক্ষেত্রে বৈধ, পশ্চিমবঙ্গের জন্য নয় । বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । বিমানবন্দরে কেন ওই ব্যক্তি কার্তুজ নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ । এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "সব খতিয়ে দেখা হচ্ছে । জিজ্ঞাসাবাদ চলছে ।"

বাগডোগরা বিমানবন্দরে মাদক উদ্ধার: প্রসঙ্গত, উত্তর পূর্ব ভারতের করিডর বাগডোগরা বিমানবন্দর ৷ প্রত্যেকদিন প্রায় 33 জোড়া বিমান ওঠা-নামা করে এখান থেকে ৷ 5 থেকে 7 হাজার পর্যটকের আনাগোনা এখানে ৷ তবে মাঝেমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে মাদক, বিদেশি টাকা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সম্প্রতি বিমানবন্দর থেকে একটি চিনা স্যাটেলাইট ফোন উদ্ধার করেছিল সিআইএসএফ জওয়ানরা ৷ ওই ঘটনায় একজন বিদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছিল । এবার 35 রাউন্ড কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।

আরও পড়ুন: চিনা স্যাটেলাইট ফোন-সহ বাগডোগরা বিমানবন্দরে ধৃত মার্কিন নাগরিক

দার্জিলিং, 22 ফেব্রুয়ারি: ফের বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra International Airport) থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র । বিমান ধরতে আসা এক যাত্রীর থেকে আগ্নেয়াস্ত্র-সহ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ৷ এগুলি উদ্ধার করল বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও 35 রাউন্ড গুলি । ধৃতের নাম মিয়া দোকা(36)। তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা । মিয়া দোকা সিকিমের নির্মাণ কোম্পানির আধিকারিক ।

আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার: জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে ওই ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় যাওয়ার জন্য বিমান ধরতে যাচ্ছিলেন । বিমানবন্দরে চেকিংয়ের সময় তাঁর ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড কার্তুজ উদ্ধার করেন সিআইএসএফ জওয়ানরা । এরপর ধৃতকে আটক করা হয় । খবর দেওয়া হয় বাগডোগরা থানার এয়ারপোর্ট ফাঁড়িতে । পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় সিআইএসএফ । পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷

ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ: সূত্রের খবর, ওই ব্যক্তির আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স রয়েছে । তবে সেটি উত্তর পূর্ব ভারত, দিল্লি ও উত্তর প্রদেশের ক্ষেত্রে বৈধ, পশ্চিমবঙ্গের জন্য নয় । বুধবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয় । বিমানবন্দরে কেন ওই ব্যক্তি কার্তুজ নিয়ে গিয়েছিল তা খতিয়ে দেখছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশ । এই বিষয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "সব খতিয়ে দেখা হচ্ছে । জিজ্ঞাসাবাদ চলছে ।"

বাগডোগরা বিমানবন্দরে মাদক উদ্ধার: প্রসঙ্গত, উত্তর পূর্ব ভারতের করিডর বাগডোগরা বিমানবন্দর ৷ প্রত্যেকদিন প্রায় 33 জোড়া বিমান ওঠা-নামা করে এখান থেকে ৷ 5 থেকে 7 হাজার পর্যটকের আনাগোনা এখানে ৷ তবে মাঝেমধ্যেই বাগডোগরা বিমানবন্দর থেকে মাদক, বিদেশি টাকা থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । সম্প্রতি বিমানবন্দর থেকে একটি চিনা স্যাটেলাইট ফোন উদ্ধার করেছিল সিআইএসএফ জওয়ানরা ৷ ওই ঘটনায় একজন বিদেশি নাগরিককেও গ্রেফতার করা হয়েছিল । এবার 35 রাউন্ড কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হল ।

আরও পড়ুন: চিনা স্যাটেলাইট ফোন-সহ বাগডোগরা বিমানবন্দরে ধৃত মার্কিন নাগরিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.