ETV Bharat / state

সিকিম ও দার্জিলিঙে নতুন করে তুষারপাত - সিকিম

দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় আজ সন্ধেবেলায় নতুন করে তুষারপাত হয়েছে ৷

once again fresh snow fall at Darjeeling and Sikkim
ফের তুষারপাত দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি এলাকায়
author img

By

Published : Jan 5, 2020, 11:54 PM IST

দার্জিলিং, 5 জানুয়ারি : রবিবার সন্ধ্যায় ফের নতুন করে তুষারপাত হয় দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় ৷ তুষারপাতের জেরে ধোতরে, গোর্খে, সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকা বরফের চাদরে মুড়ে গেছে ৷

আরও পড়ুন : ছাঙ্গু থেকে নাথুলা, লাচেন থেকে লাচুং, দেখে নিন বরফমোড়া সিকিমের অ্যালবাম

শুক্রবার বিকেল থেকেই দফায় দফায় তুষারপাত হয় উত্তর সিকিমের লাচেন, লাচুংসহ বিভিন্ন জায়গায় । অন্যদিকে বৃষ্টির জেরে শুক্রবার থেকেই পারদ নিম্নমুখী ছিল শৈলশহর দার্জিলিঙে । শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.5 ডিগ্রি সেলসিয়াস । আজ পারদ আরও নেমেছে ৷ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস ৷

once again fresh snow fall at Darjeeling and Sikkim
বরফে ঢেকে গেছে রাস্তা

এদিকে নতুন করে তুষারপাতের কারণে আনন্দে মেতেছেন পর্যটকরা ৷ বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেছে পর্যটকদের অনেককেই ৷

দার্জিলিং ও সিকিমে তুষারপাত

দার্জিলিং, 5 জানুয়ারি : রবিবার সন্ধ্যায় ফের নতুন করে তুষারপাত হয় দার্জিলিং ও সিকিমের উঁচু পাহাড়ি এলাকায় ৷ তুষারপাতের জেরে ধোতরে, গোর্খে, সান্দাকফু ও ফালুট সংলগ্ন এলাকা বরফের চাদরে মুড়ে গেছে ৷

আরও পড়ুন : ছাঙ্গু থেকে নাথুলা, লাচেন থেকে লাচুং, দেখে নিন বরফমোড়া সিকিমের অ্যালবাম

শুক্রবার বিকেল থেকেই দফায় দফায় তুষারপাত হয় উত্তর সিকিমের লাচেন, লাচুংসহ বিভিন্ন জায়গায় । অন্যদিকে বৃষ্টির জেরে শুক্রবার থেকেই পারদ নিম্নমুখী ছিল শৈলশহর দার্জিলিঙে । শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.5 ডিগ্রি সেলসিয়াস । আজ পারদ আরও নেমেছে ৷ দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1 ডিগ্রি সেলসিয়াস ৷

once again fresh snow fall at Darjeeling and Sikkim
বরফে ঢেকে গেছে রাস্তা

এদিকে নতুন করে তুষারপাতের কারণে আনন্দে মেতেছেন পর্যটকরা ৷ বরফের গোলা বানিয়ে খেলতে দেখা গেছে পর্যটকদের অনেককেই ৷

দার্জিলিং ও সিকিমে তুষারপাত
Intro:Wb_Darj_02_Snowfall_Dhotrey_Vis_7205425.mp4Body:রবিবার সিকিমে ও দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় নতুন করে তুষারপাত হয় । Conclusion:Wb_Darj_02_Snowfall_Dhotrey_Vis_7205425.mp4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.