ETV Bharat / state

Siliguri Left Party : 17 অগস্ট শিলিগুড়ি পৌরনিগম অভিযানের ডাক দার্জিলিং জেলা বামফ্রন্টের - শিলিগুড়ি পৌরনিগম অভিযান

ভ্যাকসিনেশনের ক্যাম্পের বোর্ডে শাসকদলের নেতার ছবি, বেআইনিভাবে পৌরপ্রশাসক পদে দলীয় নেতাদের বসিয়ে রাখা-সহ নানা অভিযোগে সরব হল দার্জিলিং জেলা বামফ্রন্ট ৷ তাই কর্পোরেশন ঘেরাওয়ের ডাক দিল বাম দল, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য ৷

বাম নেতা অশোক ভট্টাচার্য
বাম নেতা অশোক ভট্টাচার্য
author img

By

Published : Aug 12, 2021, 9:11 AM IST

শিলিগুড়ি, 11 অগস্ট : পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আইনগত ভিত্তি নেই ৷ চ্যালেঞ্জ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য ৷ পৌরনিগমের প্রশাসক বোর্ডে অন্যায়ভাবে দলীয় নেতাদের বসানোর অভিযোগ তুলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল দার্জিলিং জেলা বামফ্রন্ট । শুধু তাই নয়, বোর্ডে গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীদের মতো দলীয় নেতাদের প্রশাসক বোর্ডের সদস্য করায় তাঁদের "উড়ে এসে জুড়ে বসা" বলে কটাক্ষ করেন প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য । 2021-এ বিধানসভা ভোটে পরাজিত হন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য ৷ এ বছর করোনা আবহে পৌরভোট বাকি রয়েছে ৷ তাই 17 অগস্ট নানাবিধ দাবিদাওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে মিছিল করে শিলিগুড়ির পৌরনিগম অভিযান করবে দার্জিলিং জেলা বামফ্রন্ট ৷ এদিন সাংবাদিক বৈঠকে একথা জানান বামনেতা অশোক ভট্টাচার্য ৷

পৌরসভা বিতর্ক

আজ পশ্চিমবঙ্গে যে পৌরসভাগুলি চলছে সেগুলি কোন আইনে চলছে, এ নিয়ে প্রশ্ন করেন বামনেতা অশোক ভট্টাচার্য ৷ প্রথম 6 মাস অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড গঠন করা হয়েছিল । পৌরসভার আইন অনুযায়ী কোনও একটা নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলে 6 মাসের জন্য প্রশাসক নিয়োগ করা যায় ৷ এই সরকার সেই আইন সংশোধন করল, প্রশাসক বোর্ডের মেয়াদ 6 মাস থেকে 1 বছর করে দিল ৷ এই শিলিগুড়িতে 18 মে 2021 পৌরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ফুরিয়ে গেছে ৷ তার পরেও গৌতম দেব পৌরপ্রশাসক হিসেবে কীভাবে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রাক্তন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ৷ তিনি বলেন, "নির্বাচন করতে হবেই ৷ আর কোনও অবস্থাতেই পলিটিক্যাল লোকদের নিয়ে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে না ৷" সেইজন্য আইনগত পরামর্শ নেবেন তাঁরা, জানালেন সাংবাদিক সম্মেলনে ৷

বাম নেতৃত্বের দাবি

  • এঁদের সরাতে হবে ৷
  • অবিলম্বে নির্বাচন করতে হবে
  • মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি মেয়র থেকে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি ৷ এঁরা সেখানে কোনওদিন ছিলেন না ৷ পৌরসভার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না ৷ উড়ে এসে জুড়ে বসেছেন ৷"
  • শুধু শিলিগুড়ি নয়, সারা পশ্চিমবঙ্গ যেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা পৌরপ্রশাসক হিসেবে শাসকদলের নেতাদের বসানো হয়েছে, তাঁদের অপসারণ করতে হবে ৷
  • পৌরপ্রশাসক মণ্ডলীতে একজন সরকারি আধিকারিককে নিযুক্ত করতে হবে ৷
  • টিকা নিয়ে সমস্ত রকম দলবাজি বন্ধ করতে হবে ৷
  • পৌরসভাকে থানা বানানো হয়েছে ৷ কিন্তু মনে রাখতে হবে, পৌরসভা নাগরিকদের নিজস্ব সংস্থা ৷

এই সব অভিযোগের ভিত্তিতে 17 তারিখ কর্পোরেশন অভিযানের হুঁশিয়ারি দিলেন প্রবীণ বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ এমনকি কর্পোরেশন ঘেরাও করা হবে জানালেন তিনি ৷

সরকারি অনুমতি

সরকারি অনুমতি দেওয়া হোক বা না হোক বাম নেতৃত্ব তাদের আন্দোলন চালিয়ে যাবে ৷ এই প্রসঙ্গে সম্প্রতি ত্রিপুরা কথা মনে করিয়ে বলেন, "ত্রিপুরায় কী হল, তার জন্য এখানে মিছিল করেননি তাঁরা ?" বামফ্রন্টের নেতৃত্বে এই আন্দোলন হবে ৷ পুলিশ গ্রেফতার করলেও আমরা কর্পোরেশন অভিযানে যাব ৷ পুলিশ আটকালে রাস্তায় বসে পড়ব ৷

ভ্যাকসিনেশন ক্যাম্পে শাসকদলের নেতার ছবি

শিলিগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্পের বোর্ডে একদিকে বর্তমান পৌরপ্রশাসক গৌতম দেবের ছবি লাগিয়ে তাঁর উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে লেখা রয়েছে, আর ওই বোর্ডেরই অন্যদিকে মুখ্যমন্ত্রীর ছবি ৷ এ প্রসঙ্গে বাম নেতা অশোক ভট্টাচার্যের প্রশ্ন গৌতম দেবের উদ্যোগে কীভাবে কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্প হতে পারে ? তিনি বলেন, "গৌতম দেব কি এই টিকাগুলি জোগাড় করেছেন ব্যক্তিগতভাবে ?" তিনি জানান সমস্ত ক্যাম্পগুলির মধ্যে তৃণমূলের ঝাণ্ডা লাগানো রয়েছে, "তৃণমূলের নেতারা প্রত্যেকটি বিষয়ে মাতব্বরি করছে ৷ কেন হবে এরকম ?", ক্ষোভ প্রবীণ নেতার ৷


বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে সিপিএমের ভরাডুবির পর এবার লালাগড় বাঁচাতে জোরকদমে নামতে চাইছে অশোক ভট্টাচার্যরা । বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও পুরসভা নির্বাচনকে সামনে রেখে ফের ক্ষমতায় আসার চেষ্টা করছে বাম দল। নির্বাচনে পরাজয়ের পরে সমস্তরকম নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালেও দলে কোনও বিকল্প না থাকায় আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে ফের জমি পেতে চাইছেন অশোক ভট্টাচার্য, ধারণা রাজনৈতিকমহলের । তাঁর নেতৃত্বেই শিলিগুড়ি দখলের পথ দেখছে বাম দল । সেজন্য এখন থেকেই পৌরনিগম অভিযান করে স্থানীয় ইস্যু ও টিকাকরণ নিয়ে মানুষের হয়রানিকে সামনে রেখে আন্দোলোনের রূপরেখা তৈরি করছে বামেরা। যদিও অশোক ভট্টাচার্যর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব। তিনি বলেন, "অশোকবাবুর বয়স হয়েছে। তিনি বিশ্রাম নিক। দল রাজ্যে পোস্টার হয়ে গিয়েছে। কী বললেন, কী করলেন যায় আসে না।"

শিলিগুড়ি, 11 অগস্ট : পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আইনগত ভিত্তি নেই ৷ চ্যালেঞ্জ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য ৷ পৌরনিগমের প্রশাসক বোর্ডে অন্যায়ভাবে দলীয় নেতাদের বসানোর অভিযোগ তুলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিল দার্জিলিং জেলা বামফ্রন্ট । শুধু তাই নয়, বোর্ডে গৌতম দেব, রঞ্জন সরকার, অলোক চক্রবর্তীদের মতো দলীয় নেতাদের প্রশাসক বোর্ডের সদস্য করায় তাঁদের "উড়ে এসে জুড়ে বসা" বলে কটাক্ষ করেন প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য । 2021-এ বিধানসভা ভোটে পরাজিত হন প্রবীণ সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য ৷ এ বছর করোনা আবহে পৌরভোট বাকি রয়েছে ৷ তাই 17 অগস্ট নানাবিধ দাবিদাওয়া নিয়ে শাসকদলের বিরুদ্ধে মিছিল করে শিলিগুড়ির পৌরনিগম অভিযান করবে দার্জিলিং জেলা বামফ্রন্ট ৷ এদিন সাংবাদিক বৈঠকে একথা জানান বামনেতা অশোক ভট্টাচার্য ৷

পৌরসভা বিতর্ক

আজ পশ্চিমবঙ্গে যে পৌরসভাগুলি চলছে সেগুলি কোন আইনে চলছে, এ নিয়ে প্রশ্ন করেন বামনেতা অশোক ভট্টাচার্য ৷ প্রথম 6 মাস অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড গঠন করা হয়েছিল । পৌরসভার আইন অনুযায়ী কোনও একটা নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলে 6 মাসের জন্য প্রশাসক নিয়োগ করা যায় ৷ এই সরকার সেই আইন সংশোধন করল, প্রশাসক বোর্ডের মেয়াদ 6 মাস থেকে 1 বছর করে দিল ৷ এই শিলিগুড়িতে 18 মে 2021 পৌরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ফুরিয়ে গেছে ৷ তার পরেও গৌতম দেব পৌরপ্রশাসক হিসেবে কীভাবে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের প্রাক্তন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ৷ তিনি বলেন, "নির্বাচন করতে হবেই ৷ আর কোনও অবস্থাতেই পলিটিক্যাল লোকদের নিয়ে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর করতে পারে না ৷" সেইজন্য আইনগত পরামর্শ নেবেন তাঁরা, জানালেন সাংবাদিক সম্মেলনে ৷

বাম নেতৃত্বের দাবি

  • এঁদের সরাতে হবে ৷
  • অবিলম্বে নির্বাচন করতে হবে
  • মেয়র হওয়া প্রসঙ্গে তিনি বলেন, "আমি মেয়র থেকে অ্যাডমিনিস্ট্রেটর হয়েছি ৷ এঁরা সেখানে কোনওদিন ছিলেন না ৷ পৌরসভার সঙ্গে কোনও সম্পর্ক ছিল না ৷ উড়ে এসে জুড়ে বসেছেন ৷"
  • শুধু শিলিগুড়ি নয়, সারা পশ্চিমবঙ্গ যেখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বা পৌরপ্রশাসক হিসেবে শাসকদলের নেতাদের বসানো হয়েছে, তাঁদের অপসারণ করতে হবে ৷
  • পৌরপ্রশাসক মণ্ডলীতে একজন সরকারি আধিকারিককে নিযুক্ত করতে হবে ৷
  • টিকা নিয়ে সমস্ত রকম দলবাজি বন্ধ করতে হবে ৷
  • পৌরসভাকে থানা বানানো হয়েছে ৷ কিন্তু মনে রাখতে হবে, পৌরসভা নাগরিকদের নিজস্ব সংস্থা ৷

এই সব অভিযোগের ভিত্তিতে 17 তারিখ কর্পোরেশন অভিযানের হুঁশিয়ারি দিলেন প্রবীণ বাম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ এমনকি কর্পোরেশন ঘেরাও করা হবে জানালেন তিনি ৷

সরকারি অনুমতি

সরকারি অনুমতি দেওয়া হোক বা না হোক বাম নেতৃত্ব তাদের আন্দোলন চালিয়ে যাবে ৷ এই প্রসঙ্গে সম্প্রতি ত্রিপুরা কথা মনে করিয়ে বলেন, "ত্রিপুরায় কী হল, তার জন্য এখানে মিছিল করেননি তাঁরা ?" বামফ্রন্টের নেতৃত্বে এই আন্দোলন হবে ৷ পুলিশ গ্রেফতার করলেও আমরা কর্পোরেশন অভিযানে যাব ৷ পুলিশ আটকালে রাস্তায় বসে পড়ব ৷

ভ্যাকসিনেশন ক্যাম্পে শাসকদলের নেতার ছবি

শিলিগুড়িতে ভ্যাকসিনেশন ক্যাম্পের বোর্ডে একদিকে বর্তমান পৌরপ্রশাসক গৌতম দেবের ছবি লাগিয়ে তাঁর উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে লেখা রয়েছে, আর ওই বোর্ডেরই অন্যদিকে মুখ্যমন্ত্রীর ছবি ৷ এ প্রসঙ্গে বাম নেতা অশোক ভট্টাচার্যের প্রশ্ন গৌতম দেবের উদ্যোগে কীভাবে কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্প হতে পারে ? তিনি বলেন, "গৌতম দেব কি এই টিকাগুলি জোগাড় করেছেন ব্যক্তিগতভাবে ?" তিনি জানান সমস্ত ক্যাম্পগুলির মধ্যে তৃণমূলের ঝাণ্ডা লাগানো রয়েছে, "তৃণমূলের নেতারা প্রত্যেকটি বিষয়ে মাতব্বরি করছে ৷ কেন হবে এরকম ?", ক্ষোভ প্রবীণ নেতার ৷


বিধানসভা নির্বাচনে শিলিগুড়িতে সিপিএমের ভরাডুবির পর এবার লালাগড় বাঁচাতে জোরকদমে নামতে চাইছে অশোক ভট্টাচার্যরা । বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও পুরসভা নির্বাচনকে সামনে রেখে ফের ক্ষমতায় আসার চেষ্টা করছে বাম দল। নির্বাচনে পরাজয়ের পরে সমস্তরকম নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালেও দলে কোনও বিকল্প না থাকায় আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে ফের জমি পেতে চাইছেন অশোক ভট্টাচার্য, ধারণা রাজনৈতিকমহলের । তাঁর নেতৃত্বেই শিলিগুড়ি দখলের পথ দেখছে বাম দল । সেজন্য এখন থেকেই পৌরনিগম অভিযান করে স্থানীয় ইস্যু ও টিকাকরণ নিয়ে মানুষের হয়রানিকে সামনে রেখে আন্দোলোনের রূপরেখা তৈরি করছে বামেরা। যদিও অশোক ভট্টাচার্যর বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ গৌতম দেব। তিনি বলেন, "অশোকবাবুর বয়স হয়েছে। তিনি বিশ্রাম নিক। দল রাজ্যে পোস্টার হয়ে গিয়েছে। কী বললেন, কী করলেন যায় আসে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.