ETV Bharat / state

IT Raids in Siliguri: 11 ঘণ্টার ম্যারাথন তল্লাশি! রাতেই কৃষ্ণ কল্যাণীর অংশীদারি বেগরাজ গ্রুপের অফিস ছাড়ল আয়কর - বিজেপি বিধায়ক কিন্তু তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণী

টানা এগারো ঘণ্টা ধরে কৃষ্ণ কল্যাণীর ঘনিষ্ঠ বেগরাজ গ্রুপের অফিস থেকে বের হলেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ শিলিগুড়িতে সেবক রোডের একটি মলে এই কোম্পানির অফিস ৷ এই গ্রুপের সঙ্গে বিজেপি বিধায়ক কিন্তু তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর সম্পর্ক খুব ভালো বলে জানা গিয়েছে ৷

KRISHNA KALYANI
বেগরাজ গ্রুপের অফিসে আয়কর হানা
author img

By

Published : May 4, 2023, 9:29 AM IST

শিলিগুড়ি, 4 মে: টানা এগারো ঘণ্টা অভিযানের পর বেগরাজ গ্রুপের অফিস ছাড়লেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁরা বেগরাজ গ্রুপের সেবক রোডে একটি মলে পিআরএম রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ওই অফিস থেকে বেরিয়ে যান তাঁরা ৷ অভিযানের বিষয়ে একাধিকবার জিজ্ঞাসা করলেও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন আয়কর বিভাগের কর্মীরা ৷ অভিযান সম্পর্কিত কোনও বিষয়ে কোনওরকম তথ্য তাঁরা দেননি ৷ তবে বের হওয়ার সময় আধিকারিকদের হাতে একটি ট্রলি ব্যাগ, আরও কয়েকটি অন্যান্য ব্যাগ দেখা গিয়েছে ৷ সূত্রের খবর, অফিস থেকে বেশ কিছু নথি আয়কর বিভাগের কর্মীরা সঙ্গে নিয়েছেন ৷

প্রসঙ্গত, বেগরাজ গ্রুপের কর্ণধারের সঙ্গে বহুদিনের সুসম্পর্ক রয়েছে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর । রায়গঞ্জ ও মালদার দু'টি শপিং মলও তৃণমূল নেতার সঙ্গে অংশীদারিত্বে তৈরি করেছিল বেগরাজ গ্রুপ ৷ সূত্র মারফত জানা গিয়েছে, বেগরাজ গ্রুপের প্রোমোটিং ও রিয়েল এস্টেটে অংশীদার কৃষ্ণ কল্যাণী এবং সেই সংস্থায় ব্যবসায়িক বিনিয়োগও করতেন কৃষ্ণ কল্যাণী ৷

বুধবার সকালে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি ও আয়কর দফতরের যৌথ দল ৷ তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি বিধায়ক হলেও পরে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ তার সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র থাকার কারণে শিলিগুড়ির সেবক রোডের জীবনদীপ কমপ্লেক্সে থাকা বেগরাজ গ্রুপের রিয়েল এস্টেট অফিসেও হানা দেয় আয়করের চার সদস্যের একটি দল ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ টানা এগারো ঘণ্টা অভিযান চালায় তারা ৷ অভিযানের পর দু'টি গাড়িতে অফিস ছাড়ে আয়কর বিভাগের দলটি ৷ আয়কর বিভাগের ওই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বুধবার সকালে হঠাৎ রায়গঞ্জে বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ঢোকে আয়কর দফতরের আধিকারিকরা ৷ তাঁর পার্টি অফিসেও অভিযান চালিয়েছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি

শিলিগুড়ি, 4 মে: টানা এগারো ঘণ্টা অভিযানের পর বেগরাজ গ্রুপের অফিস ছাড়লেন আয়কর বিভাগের আধিকারিকরা ৷ বুধবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁরা বেগরাজ গ্রুপের সেবক রোডে একটি মলে পিআরএম রিয়েল এস্টেট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ওই অফিস থেকে বেরিয়ে যান তাঁরা ৷ অভিযানের বিষয়ে একাধিকবার জিজ্ঞাসা করলেও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন আয়কর বিভাগের কর্মীরা ৷ অভিযান সম্পর্কিত কোনও বিষয়ে কোনওরকম তথ্য তাঁরা দেননি ৷ তবে বের হওয়ার সময় আধিকারিকদের হাতে একটি ট্রলি ব্যাগ, আরও কয়েকটি অন্যান্য ব্যাগ দেখা গিয়েছে ৷ সূত্রের খবর, অফিস থেকে বেশ কিছু নথি আয়কর বিভাগের কর্মীরা সঙ্গে নিয়েছেন ৷

প্রসঙ্গত, বেগরাজ গ্রুপের কর্ণধারের সঙ্গে বহুদিনের সুসম্পর্ক রয়েছে রায়গঞ্জের বিধায়ক তথা শিল্পপতি কৃষ্ণ কল্যাণীর । রায়গঞ্জ ও মালদার দু'টি শপিং মলও তৃণমূল নেতার সঙ্গে অংশীদারিত্বে তৈরি করেছিল বেগরাজ গ্রুপ ৷ সূত্র মারফত জানা গিয়েছে, বেগরাজ গ্রুপের প্রোমোটিং ও রিয়েল এস্টেটে অংশীদার কৃষ্ণ কল্যাণী এবং সেই সংস্থায় ব্যবসায়িক বিনিয়োগও করতেন কৃষ্ণ কল্যাণী ৷

বুধবার সকালে কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি ও আয়কর দফতরের যৌথ দল ৷ তিনি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি বিধায়ক হলেও পরে গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন ৷ তার সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র থাকার কারণে শিলিগুড়ির সেবক রোডের জীবনদীপ কমপ্লেক্সে থাকা বেগরাজ গ্রুপের রিয়েল এস্টেট অফিসেও হানা দেয় আয়করের চার সদস্যের একটি দল ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷ টানা এগারো ঘণ্টা অভিযান চালায় তারা ৷ অভিযানের পর দু'টি গাড়িতে অফিস ছাড়ে আয়কর বিভাগের দলটি ৷ আয়কর বিভাগের ওই অভিযানকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। বুধবার সকালে হঠাৎ রায়গঞ্জে বিজেপি বিধায়ক তথা তৃণমূল নেতা কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ঢোকে আয়কর দফতরের আধিকারিকরা ৷ তাঁর পার্টি অফিসেও অভিযান চালিয়েছেন আধিকারিকরা ৷

আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.