দার্জিলিং, 17 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কাণ্ডে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । র্যাগিংয়ের বিরুদ্ধে আরও বেশি সচেতনতা সৃষ্টি করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ করা হয়েছে ৷ বিশ্ববিদ্যালয় ও হস্টেলগুলিতে যাতে র্যাগিংয়ের মতো কোনও ঘটনা না ঘটে, তার জন্য বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যান্টি র্যাগিং কমিটিকে পুনর্গঠন করার পাশাপাশি অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সংখ্যা একটি থেকে বাড়িয়ে তিনটি করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনার পর ইউজিসি-র নির্দেশ মতো বৃহস্পতিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যাগিং সপ্তাহ পালন করা শুরু হয় । এ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যাগিং বিরোধী একটি মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি বিশ্ববিদ্যালয় চত্বরের পাশাপাশি আইন বিভাগের ক্যাম্পাস পরিক্রমা করে । মিছিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রথীন ভট্টাচার্য, রেজিস্ট্রার নুপূর দাস-সহ অন্যান্য আধিকারিক থেকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৷
এ দিন উপাচার্য রথীন ভট্টাচার্য বলেন, "গত 12 বছরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের একটিও অভিযোগ ওঠেনি । আমরা বার্তা দিতে চাই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় র্যাগিং মুক্ত ছিল, আছে এবং থাকবে । তবে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সব ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করেছি । অ্যান্টি র্যাগিং কমিটিকে পুনর্গঠন করা হয়েছে । অ্যান্টি র্যাগিং স্কোয়াডের সংখ্যা একটি থেকে বাড়িয়ে তিনটি করা হয়েছে । এছাড়াও হস্টেল কমিটির সঙ্গে অ্যান্টি র্যাগিং কমিটি ও অ্যান্টি র্যাগিং স্কোয়াড যৌথভাবে কাজ করবে ।"
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের খুনের অভিযোগের তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও যাদবপুর থানার পুলিশ কর্মীরা যৌথভাবে এখনও পর্যন্ত নয় জনকে গ্রেফতার করেছে । এই নয় জন ছাত্রের মধ্যে অধিকাংশই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র । সামনে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিং-এর রমরমার বিষয়টি ৷ এরপরই নানা তৎপরতা দেখা গিয়েছে কর্তৃপক্ষের তরফে ৷
আরও পড়ুন: নতুন আবাসিকদের থেকে চাঁদা তুলতেন 'হস্টেলের বাবা' সৌরভ