ETV Bharat / state

North Bengal Medical College : নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে - big oxygen plant

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট চালু হল আজ ৷ এদিন প্ল্যান্টের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য সুহৃতা পাল। উপস্থিত ছিলেন হাসপাতালের অন্য আধিকারিকরা ৷

North Bengal Medical College
নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে
author img

By

Published : Oct 4, 2021, 10:56 PM IST

শিলিগুড়ি, 4 অক্টোবর : রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট সোমবার চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিন ওই প্ল্যান্টের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য সুহৃতা পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অব স্পেশাল ডিউটি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সহ অন্যরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিংহভাগের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। যার ফলে, রোগীদের অক্সিজেন সরবরাহ করতে বেশ বেগ পেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। উত্তরবঙ্গের আট জেলার করোনা সহ অন্যান্য রোগের মূল ভরসাই হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রথমে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হত। তাতে একদিকে যেমন খরচ বাড়ছিল অন্যদিকে অনেকটা অক্সিজেন নষ্ট হত। যার ফলে অতি দ্রুত ওই হাসপাতালে একটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। এর জন্য প্রায় আট কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

আরও পড়ুন: শিলিগুড়িতে 52 লাখ টাকার মাদক-সহ দম্পতি গ্রেফতার

সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ সূত্রের খবর, প্ল্যান্টটির জন্য সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন, ডিজেল জেনারেটর প্রভৃতি আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনতেই খরচ হয়েছে চার কোটি টাকারও বেশি। ওএসডি সুশান্ত রায় বলেন, "দিনভর চূড়ান্ত পর্বের কাজ হয়েছে। ট্রায়াল রান হয়েছে। আমরা প্রস্তুত। অক্সিজেন পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন পৌছে যাবে।" উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ওই পিএসএ অক্সিজেন প্ল্যান্টটি 2000 এলপিএম ক্ষমতাবিশিষ্ট। প্রতি মিনিটে দু’হাজার লিটার অক্সিজেন তৈরির ক্ষমতা রাখছে প্লান্টটি। কর্তৃপক্ষের দাবি, এত অল্প সময়ে পরিবেশ থেকে বাতাস নিয়ে এত পরিমাণে অক্সিজেন তৈরির ক্ষমতা রাজ্যের কোনও সরকারি-বেসরকারি হাসপাতালেরই নেই।

শিলিগুড়ি, 4 অক্টোবর : রাজ্যের সবচেয়ে বড় অক্সিজেন প্ল্যান্ট সোমবার চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিন ওই প্ল্যান্টের উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের উপাচার্য সুহৃতা পাল। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য জনস্বাস্থ্য বিভাগের উত্তরবঙ্গের অফিসার অব স্পেশাল ডিউটি সুশান্ত রায়, হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত, অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা সহ অন্যরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সিংহভাগের শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। যার ফলে, রোগীদের অক্সিজেন সরবরাহ করতে বেশ বেগ পেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। উত্তরবঙ্গের আট জেলার করোনা সহ অন্যান্য রোগের মূল ভরসাই হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। প্রথমে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হত। তাতে একদিকে যেমন খরচ বাড়ছিল অন্যদিকে অনেকটা অক্সিজেন নষ্ট হত। যার ফলে অতি দ্রুত ওই হাসপাতালে একটি নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। এর জন্য প্রায় আট কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য স্বাস্থ্য দফতর।

নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে

আরও পড়ুন: শিলিগুড়িতে 52 লাখ টাকার মাদক-সহ দম্পতি গ্রেফতার

সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ সূত্রের খবর, প্ল্যান্টটির জন্য সেন্ট্রাল অক্সিজেন পাইপ লাইন, ডিজেল জেনারেটর প্রভৃতি আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনতেই খরচ হয়েছে চার কোটি টাকারও বেশি। ওএসডি সুশান্ত রায় বলেন, "দিনভর চূড়ান্ত পর্বের কাজ হয়েছে। ট্রায়াল রান হয়েছে। আমরা প্রস্তুত। অক্সিজেন পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন পৌছে যাবে।" উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , ওই পিএসএ অক্সিজেন প্ল্যান্টটি 2000 এলপিএম ক্ষমতাবিশিষ্ট। প্রতি মিনিটে দু’হাজার লিটার অক্সিজেন তৈরির ক্ষমতা রাখছে প্লান্টটি। কর্তৃপক্ষের দাবি, এত অল্প সময়ে পরিবেশ থেকে বাতাস নিয়ে এত পরিমাণে অক্সিজেন তৈরির ক্ষমতা রাজ্যের কোনও সরকারি-বেসরকারি হাসপাতালেরই নেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.