ETV Bharat / state

Control Room to Protect Wildlife: নভেম্বরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম

বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম ৷ টোলফ্রি এই নম্বরে ফোন করে বন্যপ্রাণ পাচার ও এই সম্পর্কিত যেকোনও তথ্য জানানো যাবে ৷ পাশপাশি ঢেলে সাজানো হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক ৷

Etv Bharat
বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 12:44 PM IST

নভেম্বরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম

দার্জিলিং, 16 সেপ্টেম্বর: বন্যপ্রাণ পাচার ও লোকালয়ে বন্যপ্রাণী সংঘাত এড়াতে এবার নয়া পদক্ষেপ বন দফতরের ৷ নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় একটি করে কন্ট্রোলরুম ও একটি সেন্ট্রাল কন্ট্রোলরুম খোলা হবে । চোরাশিকারীদের হাত থেকে বন্যপ্রাণ রক্ষা করতেই এই পদক্ষপ বনদফতরের ৷ শুক্রবারের এক বৈঠকে এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

নতুন এই উদ্য়োগ প্রসঙ্গেই রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, নভেম্বর মাসে সিংহ সাফারি শুরু করা হবে । তারজন্য চারটি সিংহ আনা হবে । এছাড়াও নভেম্বরই জলচর পাখি, গিবন শো (একটি বিশেষ প্রজাতির হরিণ) রাখা হবে । চালু করা হবে রোপওয়ে, স্কাই ওয়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চারও ৷ পাশাপাশি আরও জানা গিয়েছে, পুজোর মরশুমে বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে জঙ্গল সাফারির জন্য আরও বাড়তি দশটি বাস নামাতে চলেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ।

এদিনের বৈঠকেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আলিপুরদুয়ারে বাংলা সিনেমার শ্যুটিংয়ের রিসর্টে অজগরের সঙ্গে অভিনেতা সোহম চক্রবর্তী ও শ্যুটিং টিমের সে ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা নিয়েও তীব্র ক্ষোক্ষ প্রকাশ করেন ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, "আইন আইনের পথে চলবে । বন্যপ্রাণী নিয়ে কোনওরকম ছেলেখেলা করা চলবে না । প্রয়োজনে অভিযোগ দায়ের করা হবে ।" কন্ট্রোল রুম চালুর পাশাপাশি পুজোর মরশুমকে মাথায় রেখে বেঙ্গল সাফারি পার্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বনমন্ত্রী । পর্যটকদের স্বার্থে পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

বর্তমানে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষর কাছে জঙ্গল সাফারি জন্য নিজস্ব 10টি বাস রয়েছে । কিন্তু সেই বাসগুলি মাঝেমধ্যে বিকল হয়ে পড়ার কারণে পার্কে ঘুরতে আসা পর্যটকদের হয়রানি শিকার হতে হয় । এমনকী বন্ধ রাখতে হয় সাফারি । আর সামনেই যেহেতু ভরা পর্যটন মরশুম ফলে সেই সময় দেশি -বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে । বর্তমানে যে বাসগুলি রয়েছে তার চেয়েও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে বাসগুলি নামানো হবে। আরও অন্তত দশটি বাস নামানোর উদ্যোগ নেওক হচ্ছে। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই আগেই ব্যবস্থা নিতে শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ ।

নভেম্বরেই উত্তরবঙ্গে বন্যপ্রাণ রক্ষায় চালু হতে চলেছে কন্ট্রোলরুম

দার্জিলিং, 16 সেপ্টেম্বর: বন্যপ্রাণ পাচার ও লোকালয়ে বন্যপ্রাণী সংঘাত এড়াতে এবার নয়া পদক্ষেপ বন দফতরের ৷ নভেম্বরের মধ্যে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় একটি করে কন্ট্রোলরুম ও একটি সেন্ট্রাল কন্ট্রোলরুম খোলা হবে । চোরাশিকারীদের হাত থেকে বন্যপ্রাণ রক্ষা করতেই এই পদক্ষপ বনদফতরের ৷ শুক্রবারের এক বৈঠকে এমনটাই জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷

নতুন এই উদ্য়োগ প্রসঙ্গেই রাজ্যের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ জানান, নভেম্বর মাসে সিংহ সাফারি শুরু করা হবে । তারজন্য চারটি সিংহ আনা হবে । এছাড়াও নভেম্বরই জলচর পাখি, গিবন শো (একটি বিশেষ প্রজাতির হরিণ) রাখা হবে । চালু করা হবে রোপওয়ে, স্কাই ওয়াকিংয়ের মতো অ্যাডভেঞ্চারও ৷ পাশাপাশি আরও জানা গিয়েছে, পুজোর মরশুমে বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে জঙ্গল সাফারির জন্য আরও বাড়তি দশটি বাস নামাতে চলেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ ।

এদিনের বৈঠকেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আলিপুরদুয়ারে বাংলা সিনেমার শ্যুটিংয়ের রিসর্টে অজগরের সঙ্গে অভিনেতা সোহম চক্রবর্তী ও শ্যুটিং টিমের সে ছবি সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তা নিয়েও তীব্র ক্ষোক্ষ প্রকাশ করেন ৷ রীতিমতো হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, "আইন আইনের পথে চলবে । বন্যপ্রাণী নিয়ে কোনওরকম ছেলেখেলা করা চলবে না । প্রয়োজনে অভিযোগ দায়ের করা হবে ।" কন্ট্রোল রুম চালুর পাশাপাশি পুজোর মরশুমকে মাথায় রেখে বেঙ্গল সাফারি পার্ককে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বনমন্ত্রী । পর্যটকদের স্বার্থে পরিষেবাতেও জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: দেব-সোহমের সামনেই অজগরের ওপর দাঁড়িয়ে ছবি! ধিক্কার বন্যপ্রাণপ্রেমীদের

বর্তমানে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষর কাছে জঙ্গল সাফারি জন্য নিজস্ব 10টি বাস রয়েছে । কিন্তু সেই বাসগুলি মাঝেমধ্যে বিকল হয়ে পড়ার কারণে পার্কে ঘুরতে আসা পর্যটকদের হয়রানি শিকার হতে হয় । এমনকী বন্ধ রাখতে হয় সাফারি । আর সামনেই যেহেতু ভরা পর্যটন মরশুম ফলে সেই সময় দেশি -বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে । বর্তমানে যে বাসগুলি রয়েছে তার চেয়েও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হবে বাসগুলি নামানো হবে। আরও অন্তত দশটি বাস নামানোর উদ্যোগ নেওক হচ্ছে। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই আগেই ব্যবস্থা নিতে শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.