শিলিগুড়ি, 9 জানুয়ারি : দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির জন্য পিছিয়ে গেল উত্তরবঙ্গ উৎসব । পাশাপাশি কোরোনা আবহের কারণে বাজেটে কাটছাঁট সহ অনুষ্ঠানেও কাটছাঁট করা হয়েছে ।
প্রতিবছর জানুয়ারি মাসে সূচনা হত উত্তরবঙ্গ উৎসবের । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই সূচনা হত এই উৎসবের । কিন্তু এবছর 25 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচিতে সরকারি আমলা আধিকারিকরা ব্যস্ত থাকায় উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় উত্তরবঙ্গের আট জেলার জেলাশাসক, পুলিশ সুপার, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, এসজেডিএ-সহ একাধিক দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ শান্তা ছেত্রী, এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন সহ অন্যান্যরা ।
আরও পড়ুন : গুরুংয়ের সঙ্গে সমঝোতা মুখ্যমন্ত্রীর নয়া প্রতারণা, বললেন অশোক ভট্টাচার্য
বৈঠক সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসের পরিবর্তে 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজন করা হয়েছে উৎসবের । অনুষ্ঠানের সূচিতেও করা হয়েছে বেশ কিছু রদবদল । প্রতিবারের মতো এইবার বাইরে থেকে কোনও শিল্পী অনুষ্ঠানের জন্য আনা হবে না । এবার উত্তরের শিল্পীদের দিয়েই অনুষ্ঠান করা হবে । পাশাপাশি উৎসবের মূল আকর্ষণ বসে আকোঁ প্রতিযোগিতা কোরোনা কারণে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । আট জেলার নয় জন বিশিষ্ট ব্যক্তিত্বকে বঙ্গরত্ন সম্মান দেবে রাজ্য সরকার । পাশাপাশি প্রত্যেক বিধানসভায় একজন করে দুঃস্থ মেধাবীদের আর্থিক সহযোগিতা করা হবে ।