শিলিগুড়ি, 1 জুন : মহকুমা পরিষদ নির্বাচনের (Siliguri Mahakuma Parishad Elections 2022) আগে আসন সমঝোতার জট যেন কিছুতেই কাটাতে পারছে না বাম কংগ্রেস শিবির । আদতে মুখে আসন সমঝোতার কথা বললেও দু-একটি আসন ছাড়া সব আসনেই তৃণমূল কংগ্রেস, বিজেপির পাশাপাশি প্রার্থী দিল ওই দুই শিবির (No Chance of Left-Congress Alliance in SMP Polls 2022) । আর এতেই আরও জোর জল্পনা শুরু হয়েছে ।
বামফ্রন্টের (Left Front) তরফে কংগ্রেসের (Congress) জন্য একটি আসন ছেড়ে বাকি আটটি মহকুমা পরিষদ আসনে প্রার্থী দেওয়া হয়েছে । অন্যদিকে, কংগ্রেসও একইভাবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা চেপে না রেখে সিপিএমের জন্য একটি আসন ছেড়ে বাকি সব-কটি আসনে প্রার্থী দেয় ।
যদিও কংগ্রেসের দাবি, প্রয়োজনে তৃণমূল (Trinamool Congress)-বিজেপিকে (BJP) হারাতে তারা দু'টি আসন ছাড়তে রাজি সিপিএমের জন্য । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাম-কং আসন সমঝোতা নিয়ে অস্থিরতা ক্রমেই চরম আকার ধারণ করেছে ৷
সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, "আসন সমঝোতার মাধ্যমেই তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করা হবে । ভোট ভাগাভাগি করে তৃণমূল বিজেপি লাভবান হোক, তা বামেরা চায় না । একইভাবে কংগ্রেসও চায় না । আলোচনার জায়গা এখনও রয়েছে ।" অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, "তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারাতে প্রয়োজনে সিপিএমের জন্য 2টি আসন ছাড়বে কংগ্রেস । পুরনো শিলিগুড়ি মডেল চালু রাখা গেলে তৃণমূল-বিজেপিকে হারানো সম্ভব ।"
এসবের ফলে আসন সমঝোতায় জট বেড়ে চলায় অস্বস্তিতে দুই শিবিরই । তবে মনোনয়ন প্রত্যাহার করা পর্যন্ত আলোচনার জায়গা খোলা রয়েছে বলে দাবি দুই শিবিরের নেতৃত্বের । বুধবার বামেদের তরফে গৌতম ঘোষ, নিরোজ সিং, স্বস্তিকা রাম মহালি, মনি থাপা, করুণাময় চৌধুরী, বাদল সরকার, কাসবিরা ছেত্রীরা মনোনয়ন জমা দেন । বৃহস্পতিবার মনোনয়ন জমা দেবেন বাম প্রার্থী শান্ত লাকড়া । অন্যদিকে, এদিন চারটি আসনে মনোনয়ন জমা দেয় কংগ্রেস । মঙ্গলবার দু'টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল কংগ্রেস । বৃহস্পতিবার আরও দুটি আসনে মনোনয়ন জমা দেবে কংগ্রেস ।
দুই শিবিরের নেতৃত্বদেরই দাবি, প্রত্যেকেই সমঝোতা বুঝে অপরের জন্য আসন ছেড়ে দেবে । সেক্ষেত্রে বামেরা ফাঁসিদেওয়ার 7 নম্বর আসন কংগ্রেসের জন্য ছেড়েছে । একই ভাবে কংগ্রেসও নকশালবাড়ির 1 নম্বর আসন এবং খড়িবাড়ির 6 নম্বর আসনটি বামেদের জন্য ছেড়ে দিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে । কিন্তু বাকি সাতটি আসনে সিপিএমের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেসও ।