শিলিগুড়ি, 30 ডিসেম্বর: দেশের মধ্যে প্রথম নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে (NJP Rail Station) বিশ্বমানের রেল স্টেশন তৈরির উদ্যোগ নিল রেলমন্ত্রক (Ministry of Railways) । শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভার্চুয়ালি ওই প্রকল্পের শিলান্যাস করেন । এদিন প্রধানমন্ত্রী হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা করেন । ওই প্রকল্পের পাশাপাশি এনজেপি স্টেশনের পুনরোন্নয়ন প্রকল্পেরও শিলান্যাস করেন তিনি ।
এদিন নিউ জলপাইগুড়ি রেল স্টেশন চত্বরেই এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনশূল গুপ্তা, কাটিহারের ডিআরএম এসকে চৌধুরী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।
অনশূল গুপ্তা বলেন, "আমাদের জন্য অত্যন্ত গর্বের যে দেশের মধ্যে প্রথম এনজেপি রেল স্টেশনকে বিশ্বমানের রেল স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে রেলমন্ত্রক । প্রধানমন্ত্রী এই প্রকল্পের শিলান্যাস করলেন । উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে এনজেপি রেল স্টেশন সবথেকে গুরুত্বপূর্ণ ।’’
কেন গুরুত্বপূর্ণ, সেই ব্যাখ্যাও করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘এখান থেকে ইন্দো-বাংলাদেশ ট্রেন চলে । রয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের মতো হেরিটেজ টয়ট্রেন পরিষেবা । প্রকল্পর কাজ শেষ হলে স্টেশনটিতে বিমানবন্দরের মতো পরিষেবা থাকবে ।"
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "বন্দে ভারত ট্রেন উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগে গতি আনবে । পাশাপাশি এনজেপি স্টেশনের ভোল পালটে দেওয়া হবে । আগামী বছরের মধ্যে এই কাজ শেষ করা হবে ।"
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এনজেপি রেল স্টেশনের পুনরোন্নয়নের জন্য 337 কোটি টাকা বরাদ্দ করেছে রেলমন্ত্রক । আগামী 30 মাসের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে । বিশ্বমানের ওই রেল স্টেশনে বিমানবন্দরের মতো পরিষেবা থাকবে । সম্পূর্ণ বাতানুকূল ওই স্টেশনের করিডোর থাকবে । থাকবে এসকেলেটর ।
রেলমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, বাড়ানো হবে অন্তত আটটি প্ল্যাটফর্ম । অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা, টিকিট বুকিং কাউন্টার, রেস্ট হাউজ, শিশুদের খেলার জায়গা । প্ল্যাটফর্মে থাকবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয়ট্রেনের কোচ রেস্টুরেন্ট । বাণিজ্যিক ব্যবহারের জন্য তৈরি করা হবে আলাদা জায়গা ও যাত্রীদের জন্য ফুড কোর্ট ।
আরও পড়ুন: মা'কে হারিয়েও কর্তব্যে অবিচল, বঙ্গে বন্দে ভারতের সূচনায় নেতাজি-স্মরণ মোদির