ETV Bharat / state

Panchayat Election 2023: লক্ষ্য পাহাড় দখল, পঞ্চায়েতে তৃণমূল ও অনিত থাপার বিরুদ্ধে আট দলের মহাজোট

অনিত থাপা ও তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত ভোটে হারাতে পাহাড়ে মহাজোট বিরোধীদের ৷ সবমিলিয়ে পাহাড় এবার দুই বনাম আট রাজনৈতিক দলের লড়াই দেখতে চলেছে ৷

author img

By

Published : Jun 12, 2023, 9:31 AM IST

Updated : Jun 12, 2023, 12:46 PM IST

Panchayat Election 2023
পঞ্চায়েতে তৃণমূল ও অনিত থাপার বিরুদ্ধে মহাজোট
পঞ্চায়েতে তৃণমূল ও অনিত থাপার বিরুদ্ধে আট দলের মহাজোট

দার্জিলিং, 12 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। দুইয়ের বিরুদ্ধে আট রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা কর‍তে চলেছে পাহাড়ে। তাও আবার মঞ্চ গড়ে। রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে বৈঠকের পর ওই জোটের কথা ঘোষণা করা হয়। আর পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন অধ্যায়ের উত্থানে সরগরম শৈলরানির রাজনীতি।

মূলত এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোটের সঙ্গে লড়াই করবে ইউনাইটেডের গোর্খা মঞ্চ। আর সেই মঞ্চে রয়েছে বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, জিএনএলএফ, সিপিআরএম, অখিল ভারতীয় গোর্খা লিগ, সুমেটি মুক্তি মোর্চা, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা-সহ আরও কয়েকটি আঞ্চলিক দল। আর 'ইউনাইটেড গোর্খা মঞ্চ' নামেই তারা পঞ্চায়েত নির্বাচন লড়বে।
বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই জোট। দুর্নীতি রুখতেই আমরা একসঙ্গে হয়েছি। এই জোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই।"

আরও পড়ুন: লাখ লাখ দিলেই পঞ্চায়তের টিকিট! দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার

শনিবার থেকেই জোটের সলতে পাকানো শুরু করেছিলেন পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। রবিবার তিনি দার্জিলিংয়ে গিয়ে বিমল গুরুং, রোশন গিরি, অজয় এডওয়ার্ড, দাওয়া পাখরিন-সহ আরও অনেক নেতাকে নিয়ে বৈঠক করে তা চূড়ান্ত করে ফেলেন। তবে তার আগে সকালে তাঁদের মূল জোটসঙ্গী জিএনএলএফ সভাপতি মন ঘিসিং-এর সঙ্গেও বৈঠক করেন। রাজুর দাবি, এই জোট শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্যই। সাংসদের কথায়, "বিজেপি সর্বভারতীয় দল তাই তাদের প্রার্থীরা পদ্ম চিহ্নে লড়াই করবে। আর আমাদের জোটসঙ্গীদের সকলের একটাই চিহ্ন হবে যা দেখে মানুষ বুঝতে পারবে। আমরা চাই দুর্নীতিমুক্ত পাহাড় গড়তে। তাই সকলে মিলে এই মঞ্চ তৈরি করেছি। আমাদের লক্ষ্য পাহাড়ে রাস্তা, নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয় চালু করা।"

রোশন গিরি বলেন, "এই জোট পঞ্চায়েত নির্বাচন পর্যন্তই সীমিত। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি দেখে এই লড়াই।" রাজ্য গোর্খাল্যান্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ে পরপর তিনবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু তারা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। এখন পাহাড়ে তাদের অস্তিত্ব সংকটে। তাই লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান বুঝতে আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোট বেঁধে পঞ্চায়েতে লড়বে বিজেপি। এদিকে তাঁদের কাছে প্রার্থীও নেই। তাই এখন এই জোটের দলগুলোই ভরসা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে ব্যবহার করে লোকসভার প্রস্তুতি সেরে নিচ্ছে বিজেপি বলে ধারণা রাজনৈতিকমহলের।

আরও পড়ুন: মতুয়া ঠাকুরবাড়ির সংঘর্ষ নিয়ে পুলিশকর্তাদের 'হুমকি' শুভেন্দুর

পঞ্চায়েতে তৃণমূল ও অনিত থাপার বিরুদ্ধে আট দলের মহাজোট

দার্জিলিং, 12 জুন: পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। দুইয়ের বিরুদ্ধে আট রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা কর‍তে চলেছে পাহাড়ে। তাও আবার মঞ্চ গড়ে। রবিবার দার্জিলিংয়ের জিমখানা ক্লাবে বৈঠকের পর ওই জোটের কথা ঘোষণা করা হয়। আর পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন অধ্যায়ের উত্থানে সরগরম শৈলরানির রাজনীতি।

মূলত এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার জোটের সঙ্গে লড়াই করবে ইউনাইটেডের গোর্খা মঞ্চ। আর সেই মঞ্চে রয়েছে বিজেপি, গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি, জিএনএলএফ, সিপিআরএম, অখিল ভারতীয় গোর্খা লিগ, সুমেটি মুক্তি মোর্চা, গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মোর্চা-সহ আরও কয়েকটি আঞ্চলিক দল। আর 'ইউনাইটেড গোর্খা মঞ্চ' নামেই তারা পঞ্চায়েত নির্বাচন লড়বে।
বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, "পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে আমাদের এই জোট। দুর্নীতি রুখতেই আমরা একসঙ্গে হয়েছি। এই জোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনও সম্পর্ক নেই।"

আরও পড়ুন: লাখ লাখ দিলেই পঞ্চায়তের টিকিট! দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেতার

শনিবার থেকেই জোটের সলতে পাকানো শুরু করেছিলেন পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। রবিবার তিনি দার্জিলিংয়ে গিয়ে বিমল গুরুং, রোশন গিরি, অজয় এডওয়ার্ড, দাওয়া পাখরিন-সহ আরও অনেক নেতাকে নিয়ে বৈঠক করে তা চূড়ান্ত করে ফেলেন। তবে তার আগে সকালে তাঁদের মূল জোটসঙ্গী জিএনএলএফ সভাপতি মন ঘিসিং-এর সঙ্গেও বৈঠক করেন। রাজুর দাবি, এই জোট শুধু পঞ্চায়েত নির্বাচনের জন্যই। সাংসদের কথায়, "বিজেপি সর্বভারতীয় দল তাই তাদের প্রার্থীরা পদ্ম চিহ্নে লড়াই করবে। আর আমাদের জোটসঙ্গীদের সকলের একটাই চিহ্ন হবে যা দেখে মানুষ বুঝতে পারবে। আমরা চাই দুর্নীতিমুক্ত পাহাড় গড়তে। তাই সকলে মিলে এই মঞ্চ তৈরি করেছি। আমাদের লক্ষ্য পাহাড়ে রাস্তা, নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা। প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া। বন্ধ হয়ে যাওয়া বিদ্যালয় চালু করা।"

রোশন গিরি বলেন, "এই জোট পঞ্চায়েত নির্বাচন পর্যন্তই সীমিত। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হয়নি দেখে এই লড়াই।" রাজ্য গোর্খাল্যান্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ে পরপর তিনবার লোকসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। কিন্তু তারা প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। এখন পাহাড়ে তাদের অস্তিত্ব সংকটে। তাই লোকসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থান বুঝতে আঞ্চলিক দলগুলোকে নিয়ে জোট বেঁধে পঞ্চায়েতে লড়বে বিজেপি। এদিকে তাঁদের কাছে প্রার্থীও নেই। তাই এখন এই জোটের দলগুলোই ভরসা। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে ব্যবহার করে লোকসভার প্রস্তুতি সেরে নিচ্ছে বিজেপি বলে ধারণা রাজনৈতিকমহলের।

আরও পড়ুন: মতুয়া ঠাকুরবাড়ির সংঘর্ষ নিয়ে পুলিশকর্তাদের 'হুমকি' শুভেন্দুর

Last Updated : Jun 12, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.