ETV Bharat / state

India-Bangladesh Bus Service: আরও কাছে ওপার বাংলা ! শীঘ্রই চালু শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা

মিটতে চলেছে দূরত্ব ৷ আরও কাছাকাছি আসতে চলেছে দুই বাংলা ৷ রেলপথের পর এবার সড়কপথে রাজ্যের সঙ্গে জুড়তে চলেছে বাংলাদেশ (NBSTC Bus Service)। শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা (Siliguri to Dhaka Bus Service) চালুর উদ্যোগ দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (North Bengal State Transport Corporation) ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম
শিলিগুড়ি ঢাকা বাস পরিষেবা
author img

By

Published : Jan 11, 2023, 7:55 PM IST

শীঘ্রই চালু হবে শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা

শিলিগুড়ি, 11 জানুয়ারি: রেলপথের পর এবার সড়কপথে জুড়তে চলেছে এপার ও ওপার বাংলা । এমনটাই উদ্যোগ নিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। আর নিগমের নেওয়া ওই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি পর্যটনমহলে । পাশাপাশি উৎফুল্ল বণিকমহলও । শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত ওই বাস চালানো হবে বলে জানা গিয়েছে (NBSTC Bus Service) ।

ইতিমধ্যে রাজ্যের তরফে কেন্দ্রের মারফৎ বাংলাদেশ সরকারের কাছে পারমিটের জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে । সেই কাজও কিছুটা এগিয়েছে । পারমিট এলেই সেই কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । এর আগে ভারত-নেপাল বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি । তাতে ব্যাপক সাড়াও মিলছে । চাহিদা এতোটাই বেশি যে এখন যাতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হয় সেই দাবি তুলেছে পর্যটনমহল ।

শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে পানিট্যাঙ্কি হয়ে কোকরাঝার হয়ে কাঠমাণ্ডু পর্যন্ত চলছে ওই বাস পরিষেবা । আর এবার শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগ নিচ্ছে এনিবিএসটিসি । সূত্রের খবর, ভারত-নেপাল বাস পরিষেবার মতোই চালানো হবে ইন্দো-বাংলাদেশ বাসটি (India-Bangladesh Bus Service) । শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে ওই বাস পরিচালনা করা হবে । পারমিট দেওয়া হবে এনবিএসটিসির তরফে, তবে বাস পরিষেবা দেওয়া হবে চুক্তির ভিত্তিতে অন্য সংস্থাকে ।

এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "নেপালের পর এবার আমরা এবার শিলিগুড়ির ফুলবাড়ি দিয়ে ঢাকা (Siliguri to Dhaka Bus Service) বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছি । একটি বেসরকারি সংস্থার সঙ্গে শিলিগুড়ি- কাঠমাণ্ডু বাস পরিষেবা চালু করে ভালো সাড়া পেয়েছি । তাতে উৎসাহিত হয়ে এবার একইভাবে একটি এজেন্সির মাধ্যমে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করতে চলেছি । সবকিছু ঠিকঠাক এগোলে আশা করছি আগামী মার্চ মাসের মধ্যেই এই পরিষেবা চালু করা যাবে ।"

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "দারুন উদ্যোগ । বাংলাদেশ থেকে বহু পর্যটক ভারতে আসেন । বিশেষ করে ফুলবাড়ি সীমান্ত দিয়ে । পর্যটন ছাড়াও শিক্ষা ও চিকিৎসার জন্য বহু মানুষ ভারতে এসে থাকে। ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা রয়েছে । কিন্তু তা পর্যাপ্ত নয় ।" ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার এন্ড কমার্সের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, "বণিকমহলের জন্য খুব ভালো খবর । বাস পরিষেবা চালু হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে ।"

জানা গিয়েছে, কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন রুটে সিএনজি অর্থাৎ গ্যাস চালিত 16টি বাস নামাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । পার্থ প্রতিম রায় বলেন, "এনবিএসটিসি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে বন্ধ থাকা বাস পরিষেবাও চালুর উদ্যোগ নিয়েছে । বিভিন্ন রাজ্যের সঙ্গে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । আমরা একে একে সেই রুটগুলিতে আবার বাস পরিষেবা চালু করতে চলেছি । অসমে আগেই চালু হয়েছে । এবার বিহার, ঝাড়খণ্ড ও মুজাফফরপুর রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation) বাস পরিষেবা ফের চালু হবে । এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন: চার বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা

মোট 16টি সিএনজি বাস কেনা হবে । এজন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে ছ'কোটি টাকা দেওয়া হয়েছে । পরিকাঠামো তৈরির কাজ চলছে । কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত সিএনজি বাস চালানো হবে । সেজন্য ওই রুটে সাতটি জায়গায় গ্যাস ফিলিং সেন্টার তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে । তবে আগে কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সিএনজি বাস পরিষেবা চালু হবে । কারণ কলকাতার উল্টোডাঙ্গায় ইতিমধ্যেই সবরকম পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে ।

পর্যটনের ক্ষেত্রেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ উদ্যোগ নিতে চলেছে । জলপাইগুড়ি- কোচবিহারের মধ্যে পর্যটকদের জন্য এনবিএসটিসির সবুজের হাতছানি বাস পরিষেবা রয়েছে । কিন্তু এবার তরাই, ডুয়ার্স ও পাহাড় মিলিয়ে একটি সার্কিট করে পর্যটনে বিশেষ পরিষেবার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

শীঘ্রই চালু হবে শিলিগুড়ি-ঢাকা বাস পরিষেবা

শিলিগুড়ি, 11 জানুয়ারি: রেলপথের পর এবার সড়কপথে জুড়তে চলেছে এপার ও ওপার বাংলা । এমনটাই উদ্যোগ নিতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। আর নিগমের নেওয়া ওই সিদ্ধান্তে একদিকে যেমন খুশি পর্যটনমহলে । পাশাপাশি উৎফুল্ল বণিকমহলও । শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত ওই বাস চালানো হবে বলে জানা গিয়েছে (NBSTC Bus Service) ।

ইতিমধ্যে রাজ্যের তরফে কেন্দ্রের মারফৎ বাংলাদেশ সরকারের কাছে পারমিটের জন্য অনুমোদন চেয়ে পাঠানো হয়েছে । সেই কাজও কিছুটা এগিয়েছে । পারমিট এলেই সেই কাজ ত্বরান্বিত হবে বলে জানিয়েছেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । এর আগে ভারত-নেপাল বাস পরিষেবা চালু করেছে এনবিএসটিসি । তাতে ব্যাপক সাড়াও মিলছে । চাহিদা এতোটাই বেশি যে এখন যাতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হয় সেই দাবি তুলেছে পর্যটনমহল ।

শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে পানিট্যাঙ্কি হয়ে কোকরাঝার হয়ে কাঠমাণ্ডু পর্যন্ত চলছে ওই বাস পরিষেবা । আর এবার শিলিগুড়ি থেকে ঢাকা পর্যন্ত বাস পরিষেবা চালুর উদ্যোগ নিচ্ছে এনিবিএসটিসি । সূত্রের খবর, ভারত-নেপাল বাস পরিষেবার মতোই চালানো হবে ইন্দো-বাংলাদেশ বাসটি (India-Bangladesh Bus Service) । শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে ওই বাস পরিচালনা করা হবে । পারমিট দেওয়া হবে এনবিএসটিসির তরফে, তবে বাস পরিষেবা দেওয়া হবে চুক্তির ভিত্তিতে অন্য সংস্থাকে ।

এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "নেপালের পর এবার আমরা এবার শিলিগুড়ির ফুলবাড়ি দিয়ে ঢাকা (Siliguri to Dhaka Bus Service) বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছি । একটি বেসরকারি সংস্থার সঙ্গে শিলিগুড়ি- কাঠমাণ্ডু বাস পরিষেবা চালু করে ভালো সাড়া পেয়েছি । তাতে উৎসাহিত হয়ে এবার একইভাবে একটি এজেন্সির মাধ্যমে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশের সঙ্গে বাস পরিষেবা চালু করতে চলেছি । সবকিছু ঠিকঠাক এগোলে আশা করছি আগামী মার্চ মাসের মধ্যেই এই পরিষেবা চালু করা যাবে ।"

এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "দারুন উদ্যোগ । বাংলাদেশ থেকে বহু পর্যটক ভারতে আসেন । বিশেষ করে ফুলবাড়ি সীমান্ত দিয়ে । পর্যটন ছাড়াও শিক্ষা ও চিকিৎসার জন্য বহু মানুষ ভারতে এসে থাকে। ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা রয়েছে । কিন্তু তা পর্যাপ্ত নয় ।" ইস্টার্ন ইন্ডিয়া চেম্বার এন্ড কমার্সের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, "বণিকমহলের জন্য খুব ভালো খবর । বাস পরিষেবা চালু হলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে ।"

জানা গিয়েছে, কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন রুটে সিএনজি অর্থাৎ গ্যাস চালিত 16টি বাস নামাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা । পার্থ প্রতিম রায় বলেন, "এনবিএসটিসি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যের সঙ্গে বন্ধ থাকা বাস পরিষেবাও চালুর উদ্যোগ নিয়েছে । বিভিন্ন রাজ্যের সঙ্গে বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল । আমরা একে একে সেই রুটগুলিতে আবার বাস পরিষেবা চালু করতে চলেছি । অসমে আগেই চালু হয়েছে । এবার বিহার, ঝাড়খণ্ড ও মুজাফফরপুর রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation) বাস পরিষেবা ফের চালু হবে । এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন: চার বছর পর ফের চালু হচ্ছে কলকাতা-শিলিগুড়ি এসি বাস পরিষেবা

মোট 16টি সিএনজি বাস কেনা হবে । এজন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছ থেকে ছ'কোটি টাকা দেওয়া হয়েছে । পরিকাঠামো তৈরির কাজ চলছে । কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত সিএনজি বাস চালানো হবে । সেজন্য ওই রুটে সাতটি জায়গায় গ্যাস ফিলিং সেন্টার তৈরির জন্য চিহ্নিত করা হয়েছে । তবে আগে কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সিএনজি বাস পরিষেবা চালু হবে । কারণ কলকাতার উল্টোডাঙ্গায় ইতিমধ্যেই সবরকম পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে ।

পর্যটনের ক্ষেত্রেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বিশেষ উদ্যোগ নিতে চলেছে । জলপাইগুড়ি- কোচবিহারের মধ্যে পর্যটকদের জন্য এনবিএসটিসির সবুজের হাতছানি বাস পরিষেবা রয়েছে । কিন্তু এবার তরাই, ডুয়ার্স ও পাহাড় মিলিয়ে একটি সার্কিট করে পর্যটনে বিশেষ পরিষেবার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: ভারত-নেপাল বাস পরিষেবা শুরু, খুশি দুই দেশের মানুষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.