ETV Bharat / state

সঞ্জয় বসু তৃণমূলের হয়ে কাজ করছেন, নির্বাচনে জিতব আমরাই : মুকুল - coochbehar

"কমিশনের উচিত রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের রিপোর্টের পাশাপাশি ওয়েবকাস্টিয়ের ভিডিয়ো দেখে সিদ্ধান্ত নেওয়া।" ETV ভারতকে একথা বলেন BJP নেতা মুকুল রায়।

মুকুল রায়
author img

By

Published : Apr 13, 2019, 4:54 PM IST

Updated : Apr 13, 2019, 8:46 PM IST

শিলিগুড়ি, 13 এপ্রিল : "অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু নির্বাচন কমিশনের সমস্ত খবর তৃণমূলকে দিয়ে দিচ্ছেন। উনি তৃণমূলের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের ধারণা ইচ্ছাকৃত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। বারবার বলছেন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। এই কথা বলার অর্থ হল সর্বসমক্ষে নির্বাচন কমিশনের মানহানি করা। তিনি তৃণমূলের নির্দেশে করে এই কাজ করছেন।" আজ শিলিগুড়িতে ETV ভারতকে একথা বলেন BJP নেতা মুকুল রায়।

ভিডিয়োয় শুনুন মুকুলের বক্তব্য

কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রায় তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে BJP। এই প্রসঙ্গে মুকুল বলেন, "আমাদের দাবি অনুযায়ী কোনও সিদ্ধান্ত হয়নি। ওয়েবকাস্ট দেখতে বলেছি। এক্ষেত্রে কমিশনের উচিত রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের রিপোর্টের পাশাপাশি ওয়েবকাস্টিংয়ের ভিডিয়ো দেখে সিদ্ধান্ত নেওয়া।"

গতকাল কলকাতায় নির্বাচন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায় BJP। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় বসুকে সরাতে হবে না হলে তাঁর বাড়ি ঘেরাও করা হবে। এই প্রসঙ্গে মুকুল বলেন, "এখনও ২৪ ঘণ্টা হয়নি। কমিশনে বিক্ষোভ দেখানো গণতন্ত্রের একটি অংশ। ওটা কমিশন নয়। নির্বাচন আধিকারিকের দপ্তর। আগেও অন্য দল ওখানে বিক্ষোভ দেখিয়েছে। সঞ্জয় বসুকে সরানোর দাবিতে অনড় রয়েছি।"

তৃণমূলকে আক্রমণ করে মুকুল বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষের উপর আস্থা হারিয়েছে। সেজন্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে চুরি করে লোকসভা নির্বাচনে জিততে চাইছে। কমিশনের নিজস্ব লোকবল নেই বলেই এই সমস্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সদ্ব্যবহার করছেন। ভারতীয় জনতা পার্টি জিতবে। এটা নিশ্চিত।"

শিলিগুড়ি, 13 এপ্রিল : "অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু নির্বাচন কমিশনের সমস্ত খবর তৃণমূলকে দিয়ে দিচ্ছেন। উনি তৃণমূলের হয়ে কাজ করছেন। নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের ধারণা ইচ্ছাকৃত ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। বারবার বলছেন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। এই কথা বলার অর্থ হল সর্বসমক্ষে নির্বাচন কমিশনের মানহানি করা। তিনি তৃণমূলের নির্দেশে করে এই কাজ করছেন।" আজ শিলিগুড়িতে ETV ভারতকে একথা বলেন BJP নেতা মুকুল রায়।

ভিডিয়োয় শুনুন মুকুলের বক্তব্য

কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রায় তিনশো বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে BJP। এই প্রসঙ্গে মুকুল বলেন, "আমাদের দাবি অনুযায়ী কোনও সিদ্ধান্ত হয়নি। ওয়েবকাস্ট দেখতে বলেছি। এক্ষেত্রে কমিশনের উচিত রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের রিপোর্টের পাশাপাশি ওয়েবকাস্টিংয়ের ভিডিয়ো দেখে সিদ্ধান্ত নেওয়া।"

গতকাল কলকাতায় নির্বাচন আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায় BJP। তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় বসুকে সরাতে হবে না হলে তাঁর বাড়ি ঘেরাও করা হবে। এই প্রসঙ্গে মুকুল বলেন, "এখনও ২৪ ঘণ্টা হয়নি। কমিশনে বিক্ষোভ দেখানো গণতন্ত্রের একটি অংশ। ওটা কমিশন নয়। নির্বাচন আধিকারিকের দপ্তর। আগেও অন্য দল ওখানে বিক্ষোভ দেখিয়েছে। সঞ্জয় বসুকে সরানোর দাবিতে অনড় রয়েছি।"

তৃণমূলকে আক্রমণ করে মুকুল বলেন, "তৃণমূল কংগ্রেস মানুষের উপর আস্থা হারিয়েছে। সেজন্য মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে চুরি করে লোকসভা নির্বাচনে জিততে চাইছে। কমিশনের নিজস্ব লোকবল নেই বলেই এই সমস্যা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সদ্ব্যবহার করছেন। ভারতীয় জনতা পার্টি জিতবে। এটা নিশ্চিত।"

Intro:ওয়েবকাস্টিং দেখেই পুন:নির্বাচনের সিদ্ধান্ত নিক কমিশন: মুকুল রায়


কোচবিহার ও আলিপুরদুয়ার নির্দিষ্ট তথ্যপ্রমানের ভিত্তিতেই প্রায় তিনশো বুথে ফের নির্বাচনের দাবি তুলেছি বিজেপি। এক্ষেত্রে কমিশনের উচিত রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষকের রিপোর্টের পাশাপাশি ওয়েবকাস্টিং এর ভিডিও দেখে সিদ্ধান্ত নেওয়া। আজ শিলিগুড়িতে এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়।

গতকাল দিনভর কলকাতায় নির্বাচন অধিকেরা দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি। সে প্রসঙ্গে তিনি বলেন ওটা কমিশন নয়। নির্বাচন আধিকারিকের দপ্তর। আগেও অন্য দল ওখানে বিক্ষোভ দেখিয়েছে। এই বিক্ষোভ গণতান্ত্রিক অধিকার। সঞ্জয় বসু নামের যে অধিকারিককে সরানোর দাবি জানিয়েছি সেই দাবিতে অনড় রয়েছি। ওই অফিসার কমিশনের সব তথ্য শাসক দলকে জানাচ্ছেন এবং জনসমক্ষে কমিশনকে হেয় প্রতিপন্ন করতে নানা মন্তব্য করছেন। মুকুল রায় আরো বলেন আসলে কমিশনের নিজস্ব লোকবল নেই বলেই এই সমস্যা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার সদ্ব্যবহার করছেন।

এদিন মুকুল রায় বলেন, দার্জিলিং আসন আমরা জিতে বসে আছি। মুখ্যমন্ত্রীর অধিকার আছে, তাই সভা করছেন। কোচবিহার এবঙ অলিপুরদুয়ারেও বিজেপি জিতবে।


Body:.


Conclusion:
Last Updated : Apr 13, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.