ETV Bharat / state

CM Morning Walk in Darjeeling : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণ মুখ্য়মন্ত্রীর (Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling) ৷ সেইসঙ্গে জনসংযোগ করলেন তিনি ৷ ম্যাল ও চৌরাস্তার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি স্থানীয় বাসিন্দারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তাঁদের কোনও সমস্যা রয়েছে কিনা তাও জানতে চান মমতা (Mamata Banerjee Interacts With Locals in Darjeeling) ৷

Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling
Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling
author img

By

Published : Mar 28, 2022, 1:30 PM IST

Updated : Mar 28, 2022, 1:53 PM IST

দার্জিলিং, 28 মার্চ : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling) ৷ সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সোমবার সকালে রিচমন্ড হিল থেকে হেঁটে দার্জিলিংয়ের ম্যাল ও চৌরাস্তায় যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে ব্যবসায়ীদের সঙ্গে করোনা পরবর্তী পরিস্থিতি ও বাজারের হালহকিকত জেনে নেন তিনি ৷ পাহাড়ে এই সময় পর্যটক ভর্তি থাকায় খুশি মমতা ৷

এদিন সকালে চৌরাস্তায় আয়োজিত তাঁর সরকারি অনুষ্ঠানের সভাস্থলও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ৷ পাহাড়ের রাস্তায় পথচলতি বিষ্ণু তামাং নামে এক বৃদ্ধার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কোমরে সমস্যা থাকায় ওই বৃদ্ধাকে বেল্ট পরার পরামর্শ দেন মমতা ৷ সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে মাপ অনুযায়ী একটি বেল্ট পৌঁছে দিতে ৷

Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling
দার্জিলিঙে জাকির হুসেন রোডে একরত্তিকে কোলে নিলেন মুখ্যমন্ত্রী

জাকির হুসেন রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা এক দম্পতির শিশুকে কোলেও নেন মুখ্যমন্ত্রী ৷ দম্পতির কাছে শিশুর নাম ও বয়স জিজ্ঞাসা করেন তিনি ৷ রাস্তায় যেতে যেতেই মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর কাছে সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা, সে কথা জিজ্ঞাসা করেন (Mamata Banerjee Interacts With Locals in Darjeeling) ৷ এ দিন মুখ্যমন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি না থাকলেও বিকেলে অনীত থাপা এবং বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ জিটিএ নির্বাচন নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অবস্থান ও সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করবেন মমতা ৷

দার্জিলিঙে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

আরও পড়ুন : Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

প্রসঙ্গত, চৌরাস্তায় মঙ্গলবার জিটিএ-এর তরফে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন হয়েছে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই সভাকে ঘিরে ইতিমধ্যে সরকারি তৎপরতা তুঙ্গে রয়েছে ৷ কাল অনুষ্ঠান মঞ্চ থেকেই পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পগুলির সুবিধা তুলে দেবেন মমতা ৷ পাশাপাশি পাহাড়ের উন্নয়নের বোর্ডগুলির আর্থিক বরাদ্দ ঘোষণা করার কথা রয়েছে তাঁর ৷

দার্জিলিং, 28 মার্চ : দার্জিলিংয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling) ৷ সেখানে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ সোমবার সকালে রিচমন্ড হিল থেকে হেঁটে দার্জিলিংয়ের ম্যাল ও চৌরাস্তায় যান মুখ্যমন্ত্রী ৷ সেখানে ব্যবসায়ীদের সঙ্গে করোনা পরবর্তী পরিস্থিতি ও বাজারের হালহকিকত জেনে নেন তিনি ৷ পাহাড়ে এই সময় পর্যটক ভর্তি থাকায় খুশি মমতা ৷

এদিন সকালে চৌরাস্তায় আয়োজিত তাঁর সরকারি অনুষ্ঠানের সভাস্থলও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ৷ পাহাড়ের রাস্তায় পথচলতি বিষ্ণু তামাং নামে এক বৃদ্ধার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর কোমরে সমস্যা থাকায় ওই বৃদ্ধাকে বেল্ট পরার পরামর্শ দেন মমতা ৷ সঙ্গে থাকা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে মাপ অনুযায়ী একটি বেল্ট পৌঁছে দিতে ৷

Morning Walk of CM Mamata Banerjee in Darjeeling
দার্জিলিঙে জাকির হুসেন রোডে একরত্তিকে কোলে নিলেন মুখ্যমন্ত্রী

জাকির হুসেন রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা এক দম্পতির শিশুকে কোলেও নেন মুখ্যমন্ত্রী ৷ দম্পতির কাছে শিশুর নাম ও বয়স জিজ্ঞাসা করেন তিনি ৷ রাস্তায় যেতে যেতেই মুখ্যমন্ত্রী পাহাড়বাসীর কাছে সমস্যা ও সরকারি প্রকল্পের সুবিধা পান কিনা, সে কথা জিজ্ঞাসা করেন (Mamata Banerjee Interacts With Locals in Darjeeling) ৷ এ দিন মুখ্যমন্ত্রীর কোনও সরকারি কর্মসূচি না থাকলেও বিকেলে অনীত থাপা এবং বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তৃণমূল নেত্রীর ৷ জিটিএ নির্বাচন নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা এবং অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অবস্থান ও সাংগঠনিক শক্তি নিয়ে আলোচনা করবেন মমতা ৷

দার্জিলিঙে প্রাতঃভ্রমণের মধ্যেই জনসংযোগ সারলেন মুখ্য়মন্ত্রী

আরও পড়ুন : Mamata on GTA Election : মে-জুনে জিটিএ নির্বাচন চান মমতা, গৌতম-পাপিয়াদের 'কথা কম বেশি কাজে'র পরামর্শ

প্রসঙ্গত, চৌরাস্তায় মঙ্গলবার জিটিএ-এর তরফে একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন হয়েছে ৷ আর মুখ্যমন্ত্রীর ওই সভাকে ঘিরে ইতিমধ্যে সরকারি তৎপরতা তুঙ্গে রয়েছে ৷ কাল অনুষ্ঠান মঞ্চ থেকেই পাহাড়বাসীর হাতে সামাজিক প্রকল্পগুলির সুবিধা তুলে দেবেন মমতা ৷ পাশাপাশি পাহাড়ের উন্নয়নের বোর্ডগুলির আর্থিক বরাদ্দ ঘোষণা করার কথা রয়েছে তাঁর ৷

Last Updated : Mar 28, 2022, 1:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.